নতুন অধ্যায় শুরু করেছেন অভিনেত্রী সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘ ৪ বছরের প্রেমিক সৌম্য বক্সীর সঙ্গে সাতপাক ঘুরেছেন তিনি। আপাতত নতুন সংসার সাজাচ্ছেন তাঁরা।
2/ 6
১ মে জাঁকজমক ভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন টলি অভিনেত্রী। লাল বেনারসি, ভারী গয়নায় সেজে উঠেছিলেন নববধূ। জীবনের নতুন মুহূর্তগুলি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন তিনি।
3/ 6
সম্প্রতি হলুদ শাড়িতে সেজেগুজে একটি ছবি দেন সুদীপ্তা। হালকা গয়না, অল্প মেকআপে নজর কেড়েছেন অভিনেত্রী। কিন্তু অভিনেত্রীর সাজপোশাকের থেকেও বেশি চর্চা চলছে তাঁর গলার লাল দাগ নিয়ে।
4/ 6
ছবিতে সুদীপ্তার গলায় একটি লাল দাগ দৃশ্যমান। আর সেই দাগই নজর কেড়েছে নেটিজেনদের। অনেকেই মনে করছেন নববধূর গলায় ওটি আসলে লাভবাইট।
5/ 6
সুদীপ্তার পোস্টে তা নিয়ে মন্তব্য করেছেন অনেকেই। কেউ কেউ আবার জানতে চেয়েছেন সেটি আদৌ লাভ বাইট কি না।
6/ 6
তৃণমূল যুবনেতার সঙ্গে দীর্ঘ দিন সম্পর্কে ছিলেন অভিনেত্রী। এ বার নতুন সংসার শুরু। আপাতত একসঙ্গে আগামীর স্বপ্ন বুনছেন তাঁরা।
Sudipta Banerjee: বিয়ের পর গলায় দাগটা কি ভালবাসার কামড়? সুদীপ্তার ছবিতে প্রশ্ন, তোলপাড় চারদিক
নতুন অধ্যায় শুরু করেছেন অভিনেত্রী সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘ ৪ বছরের প্রেমিক সৌম্য বক্সীর সঙ্গে সাতপাক ঘুরেছেন তিনি। আপাতত নতুন সংসার সাজাচ্ছেন তাঁরা।
Sudipta Banerjee: বিয়ের পর গলায় দাগটা কি ভালবাসার কামড়? সুদীপ্তার ছবিতে প্রশ্ন, তোলপাড় চারদিক
১ মে জাঁকজমক ভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন টলি অভিনেত্রী। লাল বেনারসি, ভারী গয়নায় সেজে উঠেছিলেন নববধূ। জীবনের নতুন মুহূর্তগুলি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন তিনি।
Sudipta Banerjee: বিয়ের পর গলায় দাগটা কি ভালবাসার কামড়? সুদীপ্তার ছবিতে প্রশ্ন, তোলপাড় চারদিক
সম্প্রতি হলুদ শাড়িতে সেজেগুজে একটি ছবি দেন সুদীপ্তা। হালকা গয়না, অল্প মেকআপে নজর কেড়েছেন অভিনেত্রী। কিন্তু অভিনেত্রীর সাজপোশাকের থেকেও বেশি চর্চা চলছে তাঁর গলার লাল দাগ নিয়ে।