Sudipa Chatterjee Son Sick: সুদীপার ছেলে অসুস্থ, হাসপাতাল থেকে বাড়ি ফিরে কেমন আছে ছোট্ট আদিদেব? মা দিলেন আপডেট

Last Updated:
Sudipa Chatterjee Son Adidev Chatterjee News: হাসপাতাল থেকে বাড়ি ফিরে কেমন আছে সুদীপার ছেলে ছোট্ট আদিদেব? ছবি পোস্ট অভিনেত্রীর
1/7
অসুস্থ সুদীপা চট্টোপাধ্যায়ের ছেলে আদিদেব৷ নিজেই সেকথা জানালেন অভিনেত্রী-সঞ্চালিকা৷ ছোট আদিদেবকে ভর্তি করানো হয়েছিল হাসপাতালে৷ ছবি পোস্ট করেছেন সুদীপা৷
অসুস্থ সুদীপা চট্টোপাধ্যায়ের ছেলে আদিদেব৷ নিজেই সেকথা জানালেন অভিনেত্রী-সঞ্চালিকা৷ ছোট আদিদেবকে ভর্তি করানো হয়েছিল হাসপাতালে৷ ছবি পোস্ট করেছেন সুদীপা৷
advertisement
2/7
এতটাই গুরুতর ছিল অবস্থা যে হাসপাতালে ভর্তি করতে হয় ৫ বছরের আদিদেবকে৷ সেখানেই চিকিৎসকদের শুশ্রূষায় সেরে উঠেছে সুদীপার ছেলে। অবস্থা কিছুটা নিয়ন্ত্রণে আসার পরই অভিনেত্রী হাসপাতালের চিকিৎসকদের ধন্যবাদ জানান। সকলের সহযোগিতায় আদিদেবকে বাড়ি ফিরিয়ে আনতে পেরেছেন বলে জানিয়েছন সুদীপা৷
এতটাই গুরুতর ছিল অবস্থা যে হাসপাতালে ভর্তি করতে হয় ৫ বছরের আদিদেবকে৷ সেখানেই চিকিৎসকদের শুশ্রূষায় সেরে উঠেছে সুদীপার ছেলে। অবস্থা কিছুটা নিয়ন্ত্রণে আসার পরই অভিনেত্রী হাসপাতালের চিকিৎসকদের ধন্যবাদ জানান। সকলের সহযোগিতায় আদিদেবকে বাড়ি ফিরিয়ে আনতে পেরেছেন বলে জানিয়েছন সুদীপা৷
advertisement
3/7
তবে এখন ধীরে ধীরে আদিদেবের ক্ষত সেরে উঠছে৷ আর কোনও আশঙ্কা নেই৷ সুদীপার এই পোস্ট দেখে প্রচুর মানুষ আদিদেবের সুস্থতা কামনা করে কমেন্ট করেন৷ সেখানে যেমন সুদীপার চেনা মানুষ ছিলেন, তেমনই অগণতি অচেনা ভক্তও ছিলেন৷ তাদের সকলের শুভকামনার জন্য সকলকে ধন্যবাদ জানিয়েছেন সুদীপা৷
তবে এখন ধীরে ধীরে আদিদেবের ক্ষত সেরে উঠছে৷ আর কোনও আশঙ্কা নেই৷ সুদীপার এই পোস্ট দেখে প্রচুর মানুষ আদিদেবের সুস্থতা কামনা করে কমেন্ট করেন৷ সেখানে যেমন সুদীপার চেনা মানুষ ছিলেন, তেমনই অগণতি অচেনা ভক্তও ছিলেন৷ তাদের সকলের শুভকামনার জন্য সকলকে ধন্যবাদ জানিয়েছেন সুদীপা৷
advertisement
4/7
সেখানে যেমন সুদীপার চেনা মানুষ ছিলেন, তেমনই অগণতি অচেনা ভক্তও ছিলেন৷ তাদের সকলের শুভকামনার জন্য সকলকে ধন্যবাদ জানিয়েছেন সুদীপা৷
সেখানে যেমন সুদীপার চেনা মানুষ ছিলেন, তেমনই অগণতি অচেনা ভক্তও ছিলেন৷ তাদের সকলের শুভকামনার জন্য সকলকে ধন্যবাদ জানিয়েছেন সুদীপা৷
advertisement
5/7
তবে সুদীপা জানিয়েছেন যে ছেলে এখন ভাল আছে৷ কিন্তু হয়েছিল কী আদিদেবের? সেকথাও জানিয়েছেন তার মা৷ আদিদেবকে কুকুর কামড়েছিল৷ এবং তার ফলে প্রচুর রক্তক্ষরণ হয়েছিল ছোট্ট ছেলের৷ ফলে তড়িঘড়ি তাকে হাসপাতালে ভর্তি করানো হয়৷
তবে সুদীপা জানিয়েছেন যে ছেলে এখন ভাল আছে৷ কিন্তু হয়েছিল কী আদিদেবের? সেকথাও জানিয়েছেন তার মা৷ আদিদেবকে কুকুর কামড়েছিল৷ এবং তার ফলে প্রচুর রক্তক্ষরণ হয়েছিল ছোট্ট ছেলের৷ ফলে তড়িঘড়ি তাকে হাসপাতালে ভর্তি করানো হয়৷
advertisement
6/7
কিছুদিন আগেই মাকে হারিয়েছেন সুদীপা চট্টোপাধ্যয়৷ শোকে পাথড় হয়েছিলেন তিনি৷ মায়ের শ্রাদ্ধের ছবি ভিডিও পোস্ট করেছিলে নিজেই৷ তারপর আবার এই অঘটনে কিছুটা বিব্রত ছিলেন অভিনেত্রী, সেটা বলাই বাহুল্য৷
কিছুদিন আগেই মাকে হারিয়েছেন সুদীপা চট্টোপাধ্যয়৷ শোকে পাথড় হয়েছিলেন তিনি৷ মায়ের শ্রাদ্ধের ছবি ভিডিও পোস্ট করেছিলে নিজেই৷ তারপর আবার এই অঘটনে কিছুটা বিব্রত ছিলেন অভিনেত্রী, সেটা বলাই বাহুল্য৷
advertisement
7/7
আপাতত তাঁর রান্নাঘরের শো বন্ধ হয়েছে৷ এই শোটি ছিল অত্যন্ত জনপ্রিয়৷ এখন টেলিভিশনে কমই দেখা যায় সুদীপাকে৷ তবে নিজের শাড়ির ব্যবসা নিয়ে ব্যস্ত তিনি৷ সঙ্গে রয়েছে ছেলে মানুষ করার বড় দায়িত্ব৷
আপাতত তাঁর রান্নাঘরের শো বন্ধ হয়েছে৷ এই শোটি ছিল অত্যন্ত জনপ্রিয়৷ এখন টেলিভিশনে কমই দেখা যায় সুদীপাকে৷ তবে নিজের শাড়ির ব্যবসা নিয়ে ব্যস্ত তিনি৷ সঙ্গে রয়েছে ছেলে মানুষ করার বড় দায়িত্ব৷
advertisement
advertisement
advertisement