Sudipa Chatterjee Trolled|| 'আমি মরে গেলে, চিতায় ফুলের মালা গুনবেন, খুঁত ধরবেন', বিস্ফোরক অসুস্থ সুদীপা
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Sudipa Chatterjee Trolled again: নিজের অসুস্থতা নিয়ে পোস্টের পরে ফের শুরু হয়েছে তুমুল বিতর্ক। তাতেই ক্ষেপে উঠেছেন রান্নাঘর সঞ্চালিকা সুদীপা চট্টোপাধ্যায়। নেটিজেনদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন পোস্টের কমেন্ট সেকশনে।
advertisement
advertisement
*সম্প্রতি স্বামী অগ্নিদেব চট্টোপাধ্যায়ের সঙ্গে শহরের একটি নামে ক্যাফেতে খেতে গিয়েছিলেন সুদীপা। সেই ছবি শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। ক্যাপশনে লেখেন, "Perks of being unwell"। সেই পোস্টেই এরপর একের পর এক মন্তব্য ভেসে আস্তে শুরু করে। তাতেই বেজায় ক্ষেপে গিয়েছেন অগ্নিদেব পত্নী সুদীপা চট্টোপাধ্যায়। ছবিঃ সুদীপা চট্টোপাধ্যায়ের ফেসবুক পেজ।
advertisement
*ছবির কমেন্ট সেকশনে এক নেটিজেনের প্রশ্নের উত্তরে সুদীপা লেখেন, "এক লোকে এত কিছু লিখলেন- কেউ কিন্তু একবারও জিজ্ঞেস করলেন না,”সুদীপা কি হয়েছে তোমার? Unwell কেন? এর থেকে বোঝা গ্যালো- আমি মরে গেলেও,আপনারা আমার চিতায় ফুলের মালা গুনবেন। তাতে খুঁত ধরবেন। বানান ভুল ধরবেন। আমাকে দেখবেন না,তাই তো? কি cruel!” ছবিঃ সুদীপা চট্টোপাধ্যায়ের ফেসবুক পেজ।
advertisement
advertisement
advertisement
advertisement