Sudipa Chatterjee Trolled|| 'আমি মরে গেলে, চিতায় ফুলের মালা গুনবেন, খুঁত ধরবেন', বিস্ফোরক অসুস্থ সুদীপা

Last Updated:
Sudipa Chatterjee Trolled again: নিজের অসুস্থতা নিয়ে পোস্টের পরে ফের শুরু হয়েছে তুমুল বিতর্ক। তাতেই ক্ষেপে উঠেছেন রান্নাঘর সঞ্চালিকা সুদীপা চট্টোপাধ্যায়। নেটিজেনদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন পোস্টের কমেন্ট সেকশনে।
1/8
*সুদীপা চট্টোপাধ্যায় এবং বিতর্ক যেন সমার্থক হয়ে উঠেছে। তিনি যাই বলেন, তা নিয়েই ক্ষেপে ওঠেন নেটিজেনরা। বারে বারে তাঁর কপালে জোটে অহংকারী তকমা। তা সে সোনা গয়না প্রসঙ্গেই হোক বা তার নিজের বুটিক নিয়ে। ছবিঃ সুদীপা চট্টোপাধ্যায়ের ফেসবুক পেজ। 
*সুদীপা চট্টোপাধ্যায় এবং বিতর্ক যেন সমার্থক হয়ে উঠেছে। তিনি যাই বলেন, তা নিয়েই ক্ষেপে ওঠেন নেটিজেনরা। বারে বারে তাঁর কপালে জোটে অহংকারী তকমা। তা সে সোনা গয়না প্রসঙ্গেই হোক বা তার নিজের বুটিক নিয়ে। ছবিঃ সুদীপা চট্টোপাধ্যায়ের ফেসবুক পেজ। 
advertisement
2/8
*এ বারে নিজের অসুস্থতা নিয়ে পোস্টের পরে ফের শুরু হয়েছে তুমুল বিতর্ক। তাতেই ক্ষেপে উঠেছেন রান্নাঘর সঞ্চালিকা। নেটিজেনদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন পোস্টের কমেন্ট সেকশনে।  ছবিঃ সুদীপা চট্টোপাধ্যায়ের ফেসবুক পেজ।
*এ বারে নিজের অসুস্থতা নিয়ে পোস্টের পরে ফের শুরু হয়েছে তুমুল বিতর্ক। তাতেই ক্ষেপে উঠেছেন রান্নাঘর সঞ্চালিকা। নেটিজেনদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন পোস্টের কমেন্ট সেকশনে।  ছবিঃ সুদীপা চট্টোপাধ্যায়ের ফেসবুক পেজ।
advertisement
3/8
*সম্প্রতি স্বামী অগ্নিদেব চট্টোপাধ্যায়ের সঙ্গে শহরের একটি নামে ক্যাফেতে খেতে গিয়েছিলেন সুদীপা। সেই ছবি শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। ক্যাপশনে লেখেন, "Perks of being unwell"। সেই পোস্টেই এরপর একের পর এক মন্তব্য ভেসে আস্তে শুরু করে। তাতেই বেজায় ক্ষেপে গিয়েছেন অগ্নিদেব পত্নী সুদীপা চট্টোপাধ্যায়। ছবিঃ সুদীপা চট্টোপাধ্যায়ের ফেসবুক পেজ।
*সম্প্রতি স্বামী অগ্নিদেব চট্টোপাধ্যায়ের সঙ্গে শহরের একটি নামে ক্যাফেতে খেতে গিয়েছিলেন সুদীপা। সেই ছবি শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। ক্যাপশনে লেখেন, "Perks of being unwell"। সেই পোস্টেই এরপর একের পর এক মন্তব্য ভেসে আস্তে শুরু করে। তাতেই বেজায় ক্ষেপে গিয়েছেন অগ্নিদেব পত্নী সুদীপা চট্টোপাধ্যায়। ছবিঃ সুদীপা চট্টোপাধ্যায়ের ফেসবুক পেজ।
advertisement
4/8
*ছবির কমেন্ট সেকশনে এক নেটিজেনের প্রশ্নের উত্তরে সুদীপা লেখেন, "এক লোকে এত কিছু লিখলেন- কেউ কিন্তু একবারও জিজ্ঞেস করলেন না,”সুদীপা কি হয়েছে তোমার? Unwell কেন? এর থেকে বোঝা গ্যালো- আমি মরে গেলেও,আপনারা আমার চিতায় ফুলের মালা গুনবেন। তাতে খুঁত ধরবেন। বানান ভুল ধরবেন। আমাকে দেখবেন না,তাই তো? কি cruel!” ছবিঃ সুদীপা চট্টোপাধ্যায়ের ফেসবুক পেজ।
*ছবির কমেন্ট সেকশনে এক নেটিজেনের প্রশ্নের উত্তরে সুদীপা লেখেন, "এক লোকে এত কিছু লিখলেন- কেউ কিন্তু একবারও জিজ্ঞেস করলেন না,”সুদীপা কি হয়েছে তোমার? Unwell কেন? এর থেকে বোঝা গ্যালো- আমি মরে গেলেও,আপনারা আমার চিতায় ফুলের মালা গুনবেন। তাতে খুঁত ধরবেন। বানান ভুল ধরবেন। আমাকে দেখবেন না,তাই তো? কি cruel!” ছবিঃ সুদীপা চট্টোপাধ্যায়ের ফেসবুক পেজ।
advertisement
5/8
*আবার অন্য একজনের প্রশ্নের উত্তরে সুদীপা লিখেছেন, "আপনি বুড়ো হবেন না? তখন কি আপনার existence থাকবে না? Cyber crime করেন,জানেন এর শাস্তি কি? আমরা বুড়ো-বুড়ি তো তাতে আপনার ঠাকুরদার কি?" ছবিঃ সুদীপা চট্টোপাধ্যায়ের ফেসবুক পেজ। 
*আবার অন্য একজনের প্রশ্নের উত্তরে সুদীপা লিখেছেন, "আপনি বুড়ো হবেন না? তখন কি আপনার existence থাকবে না? Cyber crime করেন,জানেন এর শাস্তি কি? আমরা বুড়ো-বুড়ি তো তাতে আপনার ঠাকুরদার কি?" ছবিঃ সুদীপা চট্টোপাধ্যায়ের ফেসবুক পেজ। 
advertisement
6/8
*তবে প্রশ্নগুলো কি ছিল, কেন সুদীপা এ ভাবে ক্ষেপে গেলেন, তা এখন আর এসবুক পোস্টে গেলে দেখা যাচ্ছে না। কারণ কমেন্ট সেকশন রেস্ট্রিক্ট করে দিয়েছেন সঞ্চালিকা। তবে তিনি যে ভীষণ বিরক্ত, তা আর বলার অপেক্ষা রাখে না।  ছবিঃ সুদীপা চট্টোপাধ্যায়ের ফেসবুক পেজ।
*তবে প্রশ্নগুলো কি ছিল, কেন সুদীপা এ ভাবে ক্ষেপে গেলেন, তা এখন আর এসবুক পোস্টে গেলে দেখা যাচ্ছে না। কারণ কমেন্ট সেকশন রেস্ট্রিক্ট করে দিয়েছেন সঞ্চালিকা। তবে তিনি যে ভীষণ বিরক্ত, তা আর বলার অপেক্ষা রাখে না।  ছবিঃ সুদীপা চট্টোপাধ্যায়ের ফেসবুক পেজ।
advertisement
7/8
*প্রসঙ্গত, সম্প্রতি ডেলিভারি বয়দের নিয়ে মন্তব্য করে চরম কটাক্ষের শিকার হন সুদীপা। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয়, সেখানে তাঁকে ক্ষমা পর্যন্ত চাইতে হয়। ছবিঃ সুদীপা চট্টোপাধ্যায়ের ফেসবুক পেজ।
*প্রসঙ্গত, সম্প্রতি ডেলিভারি বয়দের নিয়ে মন্তব্য করে চরম কটাক্ষের শিকার হন সুদীপা। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয়, সেখানে তাঁকে ক্ষমা পর্যন্ত চাইতে হয়। ছবিঃ সুদীপা চট্টোপাধ্যায়ের ফেসবুক পেজ।
advertisement
8/8
*এখানেই শেষ নয়। দুর্গাপুজোর সময়ে শাড়ি, গয়না নিয়ে বারে বারে নেটিজেনদের কটাক্ষের শিকার হয়েছেন অভিনেত্রী তথা সঞ্চালিকা। এ বারে অবশ্য তিনি অসুস্থ বলার পরেও কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন অনেকেই।  ছবিঃ সুদীপা চট্টোপাধ্যায়ের ফেসবুক পেজ।
*এখানেই শেষ নয়। দুর্গাপুজোর সময়ে শাড়ি, গয়না নিয়ে বারে বারে নেটিজেনদের কটাক্ষের শিকার হয়েছেন অভিনেত্রী তথা সঞ্চালিকা। এ বারে অবশ্য তিনি অসুস্থ বলার পরেও কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন অনেকেই।  ছবিঃ সুদীপা চট্টোপাধ্যায়ের ফেসবুক পেজ।
advertisement
advertisement
advertisement