Raj Chakraborty-Subhashree Ganguly: 'এত লোক দেখানো কেন'! রাজ-শুভশ্রীর চুমু নিয়ে কটাক্ষের ঝড়, 'সস্তা পাবলিসিটি'র তকমা

Last Updated:
Raj Chakraborty-Subhashree Ganguly: রাজের সঙ্গে ঘনিষ্ঠ সেই মুহূর্তের ছবি ইনস্টাগ্রামে ভাগ করে নিয়েছেন শুভশ্রী। লেখেন, 'হ্যাপি নিউজ ইয়ার'। আর তার পরেই ট্রোলের শিকার হতে হয় তাঁকে।
1/5
ভালবাসার মানুষের ঠোঁটে ঠোট রেখে নতুন বছরকে স্বাগত জানিয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। স্বামী রাজ চক্রবর্তীর সঙ্গে গভীর চুম্বনে ডুবেছেন অভিনেত্রী।
ভালবাসার মানুষের ঠোঁটে ঠোট রেখে নতুন বছরকে স্বাগত জানিয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। স্বামী রাজ চক্রবর্তীর সঙ্গে গভীর চুম্বনে ডুবেছেন অভিনেত্রী।
advertisement
2/5
রাজের সঙ্গে ঘনিষ্ঠ সেই মুহূর্তের ছবি ইনস্টাগ্রামে ভাগ করে নিয়েছেন শুভশ্রী। লেখেন, 'হ্যাপি নিউজ ইয়ার'। আর তার পরেই ট্রোলের শিকার হতে হয় তাঁকে।
রাজের সঙ্গে ঘনিষ্ঠ সেই মুহূর্তের ছবি ইনস্টাগ্রামে ভাগ করে নিয়েছেন শুভশ্রী। লেখেন, 'হ্যাপি নিউজ ইয়ার'। আর তার পরেই ট্রোলের শিকার হতে হয় তাঁকে।
advertisement
3/5
নতুন বছরে শুভশ্রীর শুভেচ্ছা জানানোর ধরন পছন্দ হয়নি নেটিজেনদের। জনৈক লিখেছেন, 'সারাক্ষণ প্রমাণের চেষ্টা হ্যাপি কাপল! এইসব ছবি তুলে পোস্ট দেওয়া! বাস্তবে অসুখীদেরই কাজের ট্রেন্ড চলছে বর্তমানে।'
নতুন বছরে শুভশ্রীর শুভেচ্ছা জানানোর ধরন পছন্দ হয়নি নেটিজেনদের। জনৈক লিখেছেন, 'সারাক্ষণ প্রমাণের চেষ্টা হ্যাপি কাপল! এইসব ছবি তুলে পোস্ট দেওয়া! বাস্তবে অসুখীদেরই কাজের ট্রেন্ড চলছে বর্তমানে।'
advertisement
4/5
আরেকজন আবার লিখেছেন, 'সস্তা পাবলিসিটি না করলেই নয় না? মা হয়েছেন তো সন্তানদের এই শিক্ষা দেবেন? এসব দেখে তারা আপনাদের সম্মান করবে তো?', অন্য জনের প্রশ্ন'এত লোক দেখানো কেন?'
আরেকজন আবার লিখেছেন, 'সস্তা পাবলিসিটি না করলেই নয় না? মা হয়েছেন তো সন্তানদের এই শিক্ষা দেবেন? এসব দেখে তারা আপনাদের সম্মান করবে তো?', অন্য জনের প্রশ্ন'এত লোক দেখানো কেন?'
advertisement
5/5
এমনই অসংখ্য কটূক্তিতে ভরে গিয়েছে শুভশ্রীর পোস্ট। কিন্তু তাতে কী! যাবতীয় নেতিনাচকতাকে তোয়াক্কা না করেই নিজেদের শর্তে বাঁচেন তাঁরা।
এমনই অসংখ্য কটূক্তিতে ভরে গিয়েছে শুভশ্রীর পোস্ট। কিন্তু তাতে কী! যাবতীয় নেতিনাচকতাকে তোয়াক্কা না করেই নিজেদের শর্তে বাঁচেন তাঁরা।
advertisement
advertisement
advertisement