Subhashree Ganguly: প্রচারে শাড়ি! 'ইন্দুবালা' সফল হতেই হাইস্লিট ড্রেসে শুভশ্রী! সাকসেস পার্টির ছবি

Last Updated:
Subhashree Ganguly: কল্লোল লাহিড়ীর উপন্যাস অবলম্বনে তৈরি এই সিরিজটি দর্শকমহলে সাড়া ফেলেছে। দেবালয় ভট্টাচার্যের নির্দেশনা থেকে শুভশ্রীর অভিনয়, সিরিজের গান, সব কিছুই প্রশংসা কুড়িয়েছে।
1/6
ওটিটি-তে পা রাখলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। আর হাতেখড়িতেই সাফল্য। 'ইন্দুবালা ভাতের হোটেল'-এর দু'টি কিস্তিই মুক্তি পেয়েছে ইতিমধ্যে। কল্লোল লাহিড়ীর উপন্যাস অবলম্বনে তৈরি এই সিরিজটি দর্শকমহলে সাড়া ফেলেছে। দেবালয় ভট্টাচার্যের নির্দেশনা থেকে শুভশ্রীর অভিনয়, সিরিজের গান, সব কিছুই প্রশংসা কুড়িয়েছে।
ওটিটি-তে পা রাখলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। আর হাতেখড়িতেই সাফল্য। 'ইন্দুবালা ভাতের হোটেল'-এর দু'টি কিস্তিই মুক্তি পেয়েছে ইতিমধ্যে। কল্লোল লাহিড়ীর উপন্যাস অবলম্বনে তৈরি এই সিরিজটি দর্শকমহলে সাড়া ফেলেছে। দেবালয় ভট্টাচার্যের নির্দেশনা থেকে শুভশ্রীর অভিনয়, সিরিজের গান, সব কিছুই প্রশংসা কুড়িয়েছে।
advertisement
2/6
শুক্রবার রাতে সিরিজের সাফল্য উদযাপন করলেন অভিনেতা, কলাকুশলী এবং নির্মাতারা। লেন্সবন্দি আনন্দের মুহূর্তগুলি সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন শুভশ্রী।
শুক্রবার রাতে সিরিজের সাফল্য উদযাপন করলেন অভিনেতা, কলাকুশলী এবং নির্মাতারা। লেন্সবন্দি আনন্দের মুহূর্তগুলি সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন শুভশ্রী।
advertisement
3/6
দেবালয়, শুভশ্রী, প্রযোজক শ্রীকান্ত মোহতা, মহেন্দ্র সোনি, প্রত্যেকেই আপ্লুত সিরিজের এই সাফল্যে। ছিলেন 'লছমী' স্নেহা চট্টোপাধ্যায়ও। ব্যস্ত রুটিন থেকে সময় বার করে উদযাপনে মেতে উঠলেন সকলে।
দেবালয়, শুভশ্রী, প্রযোজক শ্রীকান্ত মোহতা, মহেন্দ্র সোনি, প্রত্যেকেই আপ্লুত সিরিজের এই সাফল্যে। ছিলেন 'লছমী' স্নেহা চট্টোপাধ্যায়ও। ব্যস্ত রুটিন থেকে সময় বার করে উদযাপনে মেতে উঠলেন সকলে।
advertisement
4/6
'ইন্দুবালা ভাতের হোটেল'-এর প্রচারের সময়ে শাড়িতেই দেখা গিয়েছিল শুভশ্রীকে। তবে সাকসেস পার্টিতে একদম অন্য অবতারে ধরা দিলেন অভিনেত্রী।
'ইন্দুবালা ভাতের হোটেল'-এর প্রচারের সময়ে শাড়িতেই দেখা গিয়েছিল শুভশ্রীকে। তবে সাকসেস পার্টিতে একদম অন্য অবতারে ধরা দিলেন অভিনেত্রী।
advertisement
5/6
কালো রঙের কোল্ড শোল্ডার, হাই স্লিট গাউনে তাক লাগালেন পর্দার ইন্দুবালা। অনুরাগীদের ধন্যবাদ জানাতেও ভোলেননি তিনি।
কালো রঙের কোল্ড শোল্ডার, হাই স্লিট গাউনে তাক লাগালেন পর্দার ইন্দুবালা। অনুরাগীদের ধন্যবাদ জানাতেও ভোলেননি তিনি।
advertisement
6/6
ইনস্টাগ্রামে শুভশ্রী লেখেন, 'যাঁরা 'ইন্দুবালা ভাতের হোটেল' দেখেছেন, তাঁদের প্রত্যেককে ধন্যবাদ। সারা দেশ এবং বিদেশ থেকে যা প্রতিক্রিয়া পেয়েছি, তাতে আমরা আপ্লুত।'
ইনস্টাগ্রামে শুভশ্রী লেখেন, 'যাঁরা 'ইন্দুবালা ভাতের হোটেল' দেখেছেন, তাঁদের প্রত্যেককে ধন্যবাদ। সারা দেশ এবং বিদেশ থেকে যা প্রতিক্রিয়া পেয়েছি, তাতে আমরা আপ্লুত।'
advertisement
advertisement
advertisement