advertisement

Subhashree Ganguly Raj Chakraborty Daughter: 'আমাদের মা, হাতেখড়ি'! রাজ-শুভশ্রীর মেয়ে ইয়ালিনি পড়াশোনা শুরু করল, লাল শাড়িতে যেন ছোট্ট ঠাকুর

Last Updated:
Subhashree Ganguly Raj Chakraborty Daughter: শুক্রবার মেয়ের হাতেখড়ি দিলেন শুভশ্রী ও রাজ। সোশ্যাল মিডিয়ায় 'আমাদের মা, হাতেখড়ি' লিখে ছবি পোস্ট করেছেন শুভশ্রী।
1/11
প্রায় আড়াই বছর বয়স রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের মেয়ে ইয়ালিনির। এর মধ্যেই লেখাপড়ার সঙ্গে পরিচয় হয়ে গেল তার।
প্রায় আড়াই বছর বয়স রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের মেয়ে ইয়ালিনির। এর মধ্যেই লেখাপড়ার সঙ্গে পরিচয় হয়ে গেল তার।
advertisement
2/11
যদিও প্লে-স্কুলে যায় ইয়ালিনি। মা শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের সঙ্গেও নানা ছড়া কাটতে দেখা যায় একরত্তিকে।
যদিও প্লে-স্কুলে যায় ইয়ালিনি। মা শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের সঙ্গেও নানা ছড়া কাটতে দেখা যায় একরত্তিকে।
advertisement
3/11
তবে এবার চকে, স্লেটে হাতেখড়ি হল ইয়ালিনি চক্রবর্তীর। গত বছরই সরস্বতী পুজোয় মেয়ের হাতেখড়ির কথা জানিয়েছিলেন শুভশ্রী।
তবে এবার চকে, স্লেটে হাতেখড়ি হল ইয়ালিনি চক্রবর্তীর। গত বছরই সরস্বতী পুজোয় মেয়ের হাতেখড়ির কথা জানিয়েছিলেন শুভশ্রী।
advertisement
4/11
অভিনেত্রী জানিয়েছিলেন ২০২৬-এর পুজোয় বই-খাতার সঙ্গে 'অফিশিয়ালি' পরিচয় হবে ইয়ালিনির। আর হলও তাই।
অভিনেত্রী জানিয়েছিলেন ২০২৬-এর পুজোয় বই-খাতার সঙ্গে 'অফিশিয়ালি' পরিচয় হবে ইয়ালিনির। আর হলও তাই।
advertisement
5/11
শুক্রবার মেয়ের হাতেখড়ি দিলেন শুভশ্রী ও রাজ। সোশ্যাল মিডিয়ায় 'আমাদের মা, হাতেখড়ি' লিখে ছবি পোস্ট করেছেন শুভশ্রী।
শুক্রবার মেয়ের হাতেখড়ি দিলেন শুভশ্রী ও রাজ। সোশ্যাল মিডিয়ায় 'আমাদের মা, হাতেখড়ি' লিখে ছবি পোস্ট করেছেন শুভশ্রী।
advertisement
6/11
এদিন রাজ চক্রবর্তী ও শুভশ্রী ইয়ালিনির হাতেখড়ির ছবি পোস্ট করেছেন।
এদিন রাজ চক্রবর্তী ও শুভশ্রী ইয়ালিনির হাতেখড়ির ছবি পোস্ট করেছেন।
advertisement
7/11
লাল পাড় সাদা শাড়ি আর সোনার হার পরে যেন ছোট্ট সরস্বতী ইয়ালিনি। পায়ে আবার আলতাও পরেছে সে।
লাল পাড় সাদা শাড়ি আর সোনার হার পরে যেন ছোট্ট সরস্বতী ইয়ালিনি। পায়ে আবার আলতাও পরেছে সে।
advertisement
8/11
ছোট্ট পা দু'খানির ছবিও ভাগ করেছেন রাজ-শুভশ্রী। একগুচ্ছ ছবির মধ্যে দেখা যাচ্ছে কখনও মায়ের কোলে ইয়ালিনি।
ছোট্ট পা দু'খানির ছবিও ভাগ করেছেন রাজ-শুভশ্রী। একগুচ্ছ ছবির মধ্যে দেখা যাচ্ছে কখনও মায়ের কোলে ইয়ালিনি।
advertisement
9/11
কখনও দুই ছেলে-মেয়েকে কোলে নিয়ে পুজোয় বসেছেন শুভশ্রী কখনও আবার বাবা রাজের ক্যামেরাবন্দি হয়েছে দুই ভাই-বোন।
কখনও দুই ছেলে-মেয়েকে কোলে নিয়ে পুজোয় বসেছেন শুভশ্রী কখনও আবার বাবা রাজের ক্যামেরাবন্দি হয়েছে দুই ভাই-বোন।
advertisement
10/11
একরত্তির হাতেখড়ির এই ছবি দেখে উচ্ছ্বসিত নেটিজেনরা। ইয়ালিনির আগামী জীবনের জন্য শুভ কামনাও জানিয়েছেন অনেকে।
একরত্তির হাতেখড়ির এই ছবি দেখে উচ্ছ্বসিত নেটিজেনরা। ইয়ালিনির আগামী জীবনের জন্য শুভ কামনাও জানিয়েছেন অনেকে।
advertisement
11/11
ছেলে ইউভানের বয়স চার হতে দ্বিতীয় সন্তান আসার সুখবর দিয়েছিলেন রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়।
ছেলে ইউভানের বয়স চার হতে দ্বিতীয় সন্তান আসার সুখবর দিয়েছিলেন রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়।
advertisement
advertisement
advertisement