Sridevi Death Update: শ্রীদেবীর মৃত্যুরহস্যে চাঞ্চল্যকর মোড়, বাথরুমে পড়ে গিয়ে দাঁত ভেঙে গিয়েছিল নায়িকার! পড়লেন কীভাবে? মুখ খুললেন বনি

Last Updated:
Sridevi Death Update: বাথটবে স্বাভাবিক মৃত্যু নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে, তা নিয়ে হাজারো অভিযোগ উঠেছিল বনি কাপুরের দিকে৷ ফের মুখ খুললেন স্বামী শ্রীদেবীর স্বামী।
1/8
বলিউডের চাঁদনি-র মৃত্যু নিয়ে আজও ধোঁয়াশা রয়েছে টিনসেল টাউনে৷ ২০১৮ সালের ২৪ ফেব্রুয়ারি, দুবাইয়ের জুমেইরাহ এমিরেটস টাওয়ারের বাথরুমের বাথটবে মৃত অবস্থায় পাওয়া যায় অভিনেত্রীকে৷ শ্রীদেবীর মৃত্যুর খবরে তোলপাড় হয়েছিল গোটা বিশ্ব।
বলিউডের চাঁদনি-র মৃত্যু নিয়ে আজও ধোঁয়াশা রয়েছে টিনসেল টাউনে৷ ২০১৮ সালের ২৪ ফেব্রুয়ারি, দুবাইয়ের জুমেইরাহ এমিরেটস টাওয়ারের বাথরুমের বাথটবে মৃত অবস্থায় পাওয়া যায় অভিনেত্রীকে৷ শ্রীদেবীর মৃত্যুর খবরে তোলপাড় হয়েছিল গোটা বিশ্ব।
advertisement
2/8
মৃ্ত্যুর পর এতগুলো বছর পার হয়ে গেলেও শ্রী-র মৃত্যুর কারণ নিয়ে এখনও চর্চা থামেনি৷ ৫৪ বছরের অভিনেত্রীর অকালমৃত্যু কোনওভাবেই মেনে নিতে পারেননি ভক্তরা৷ বাথটবে স্বাভাবিক মৃত্যু নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে, তা নিয়ে হাজারো অভিযোগ উঠেছিল স্বামী বনি কাপুরের দিকে৷
মৃ্ত্যুর পর এতগুলো বছর পার হয়ে গেলেও শ্রী-র মৃত্যুর কারণ নিয়ে এখনও চর্চা থামেনি৷ ৫৪ বছরের অভিনেত্রীর অকালমৃত্যু কোনওভাবেই মেনে নিতে পারেননি ভক্তরা৷ বাথটবে স্বাভাবিক মৃত্যু নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে, তা নিয়ে হাজারো অভিযোগ উঠেছিল স্বামী বনি কাপুরের দিকে৷
advertisement
3/8
সম্প্রতি শ্রীদেবীর মৃত্যু নিয়ে মুখ খুললেন স্বামী বনি কাপুর। তিনি জানান, শেষের দিকে নাকি প্রায়ই অসুস্থ হয়ে পড়তেন শ্রী।
সম্প্রতি শ্রীদেবীর মৃত্যু নিয়ে মুখ খুললেন স্বামী বনি কাপুর। তিনি জানান, শেষের দিকে নাকি প্রায়ই অসুস্থ হয়ে পড়তেন শ্রী।
advertisement
4/8
ছিপছিপে চেহারা ধরে রাখতে খাওয়াদাওয়া বিশেষ ভাবে নিয়ন্ত্রণ করতেন শ্রীদেবী। সে কারণেই তাঁর রক্তচাপ কম থাকত বেশির ভাগ সময়। এ ভাবেই ক্রমশ শরীর ভাঙছিল অভিনেত্রীর।
ছিপছিপে চেহারা ধরে রাখতে খাওয়াদাওয়া বিশেষ ভাবে নিয়ন্ত্রণ করতেন শ্রীদেবী। সে কারণেই তাঁর রক্তচাপ কম থাকত বেশির ভাগ সময়। এ ভাবেই ক্রমশ শরীর ভাঙছিল অভিনেত্রীর।
advertisement
5/8
পর্দায় নিজেকে কেমন দেখাচ্ছে, তা নিয়ে সব সময় ভাবিত ছিলেন শ্রীদেবী। সৌন্দর্য ধরে রাখতে তিনি যা করতেন, তার প্রভাব স্বাস্থ্যেও পড়েছিল।
পর্দায় নিজেকে কেমন দেখাচ্ছে, তা নিয়ে সব সময় ভাবিত ছিলেন শ্রীদেবী। সৌন্দর্য ধরে রাখতে তিনি যা করতেন, তার প্রভাব স্বাস্থ্যেও পড়েছিল।
advertisement
6/8
বনি বলেছেন, ''ও সব সময়ে চাইত, ওকে যেন পর্দায় দেখতে ভাল লাগে, ওর চেহারার গড়নও যেন ঠিক থাকে।''
বনি বলেছেন, ''ও সব সময়ে চাইত, ওকে যেন পর্দায় দেখতে ভাল লাগে, ওর চেহারার গড়নও যেন ঠিক থাকে।''
advertisement
7/8
খাওয়াদাওয়ার অনিয়মের ফলে বরাবরই নিম্ন রক্তচাপ থাকত শ্রীদেবীর। প্রায়ই অসুস্থ হয়ে পড়তেন, চোখের সামনে অন্ধকার দেখতেন। চিকিৎসক বার বার নিষেধ করা সত্ত্বেও ঠিক মতো খাওয়াদাওয়া করতেন না, আশঙ্কা ছিল যদি ওজন বেড়ে যায়।
খাওয়াদাওয়ার অনিয়মের ফলে বরাবরই নিম্ন রক্তচাপ থাকত শ্রীদেবীর। প্রায়ই অসুস্থ হয়ে পড়তেন, চোখের সামনে অন্ধকার দেখতেন। চিকিৎসক বার বার নিষেধ করা সত্ত্বেও ঠিক মতো খাওয়াদাওয়া করতেন না, আশঙ্কা ছিল যদি ওজন বেড়ে যায়।
advertisement
8/8
শ্রীদেবীর মৃত্যুর পরে একটি ঘটনা জানতে পেরেছিলেন বনি। অভিনেতা নাগার্জুন সেই ঘটনা জানিয়েছিলেন বনিকে। প্রযোজকের কথায়, ''খুব দু্র্ভাগ্যজনক ঘটনা। ওর মৃত্যুর পরে নাগার্জুন শোকপ্রকাশ করতে এসেছিলেন আমাদের বাড়ি। নাগার্জুন জানান, একটি ছবির শ্যুটিং-এর সময়ে প্রায় খাওয়া বন্ধ করে দিয়েছিলেন শ্রীদেবী। যার ফলস্বরূপ শ্রীদেবী শৌচালয়ে পড়ে যান এবং ওঁর দাঁত ভেঙে যায়।''
শ্রীদেবীর মৃত্যুর পরে একটি ঘটনা জানতে পেরেছিলেন বনি। অভিনেতা নাগার্জুন সেই ঘটনা জানিয়েছিলেন বনিকে। প্রযোজকের কথায়, ''খুব দু্র্ভাগ্যজনক ঘটনা। ওর মৃত্যুর পরে নাগার্জুন শোকপ্রকাশ করতে এসেছিলেন আমাদের বাড়ি। নাগার্জুন জানান, একটি ছবির শ্যুটিং-এর সময়ে প্রায় খাওয়া বন্ধ করে দিয়েছিলেন শ্রীদেবী। যার ফলস্বরূপ শ্রীদেবী শৌচালয়ে পড়ে যান এবং ওঁর দাঁত ভেঙে যায়।''
advertisement
advertisement
advertisement