Kanchan-Sreemoyee Wedding: বিয়ে করেই কিসের 'আক্ষেপ'? কাঞ্চনকে নিয়ে 'সুখী' তো মিসেস শ্রীময়ী! মুখ খুলতেই তোলপাড়...

Last Updated:
Kanchan-Sreemoyee Wedding: মিস থেকে মিসেস শ্রীময়ী চট্টরাজ, এই অনুভূতিটা পুরো অন্যরকম৷ সেই প্রসঙ্গে সংবাদমাধ্যমকে অভিনেত্রী বলেন,এতদিন ধরে একটা বন্ধুত্ব ছিল, এখন শুধু একে অপরকে ভাল রাখার দায়িত্ব৷
1/7
কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ এখন টলিপাড়ার টক অফ দ্য টাউন৷ তাদের প্রেমের পর বিয়ে নিয়ে চর্চা এখন সকলের মুখে মুখে৷ হবে না-ই বা কেন, নিজেদের সম্পর্ককে কখনও ভাই-বোন, কখনও বন্ধুত্ব বলে দাবি করেছেন তাঁরা৷ এবার আইনত স্বামী-স্ত্রী হলেন তারকা জুটি৷
কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ এখন টলিপাড়ার টক অফ দ্য টাউন৷ তাদের প্রেমের পর বিয়ে নিয়ে চর্চা এখন সকলের মুখে মুখে৷ হবে না-ই বা কেন, নিজেদের সম্পর্ককে কখনও ভাই-বোন, কখনও বন্ধুত্ব বলে দাবি করেছেন তাঁরা৷ এবার আইনত স্বামী-স্ত্রী হলেন তারকা জুটি৷
advertisement
2/7
প্রাক্তন  স্ত্রী পিঙ্কির সঙ্গে ডিভোর্সের কথা প্রকাশ্যে আসার দিন দু'য়েকের মধ্যে গত ১৪ ফেব্রুয়ারি আইনত বিয়েটা সেরে নিলেন কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ৷ আচমকাই সকলকে চমকে দিয়ে বিয়ের খবর ফাঁস করলেন তারকা জুটি৷
প্রাক্তন স্ত্রী পিঙ্কির সঙ্গে ডিভোর্সের কথা প্রকাশ্যে আসার দিন দু'য়েকের মধ্যে গত ১৪ ফেব্রুয়ারি আইনত বিয়েটা সেরে নিলেন কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ৷ আচমকাই সকলকে চমকে দিয়ে বিয়ের খবর ফাঁস করলেন তারকা জুটি৷
advertisement
3/7
বিয়ে নিয়ে হাজারে জল্পনার মধ্যে সংবাদমাধ্যমে মুখ খুলেছেন অভিনেতার স্ত্রী শ্রীময়ী চট্টরাজ৷ তিনি জানান, ভ্যালেন্টাইন্স ডে-র দিন হাঁটু মুড়ে ফিল্মি কায়দায় প্রপোজ করেন কাঞ্চন মল্লিক৷ তারপরই বলেন, 'আমাকে বিয়ে করবে?' সঙ্গে সঙ্গে উত্তরে হ্যাঁ  বলেন অভিনেত্রী৷ বিয়ের পরিকল্পনা আগেই সেরে রেখেছিলেন কাঞ্চন, তবে তা নাকি ঘুনাক্ষরে টের পাননি তিনি৷
বিয়ে নিয়ে হাজারে জল্পনার মধ্যে সংবাদমাধ্যমে মুখ খুলেছেন অভিনেতার স্ত্রী শ্রীময়ী চট্টরাজ৷ তিনি জানান, ভ্যালেন্টাইন্স ডে-র দিন হাঁটু মুড়ে ফিল্মি কায়দায় প্রপোজ করেন কাঞ্চন মল্লিক৷ তারপরই বলেন, 'আমাকে বিয়ে করবে?' সঙ্গে সঙ্গে উত্তরে হ্যাঁ বলেন অভিনেত্রী৷ বিয়ের পরিকল্পনা আগেই সেরে রেখেছিলেন কাঞ্চন, তবে তা নাকি ঘুনাক্ষরে টের পাননি তিনি৷
advertisement
4/7
মিস থেকে মিসেস শ্রীময়ী চট্টরাজ, এই অনুভূতিটা পুরো অন্যরকম৷ সেই প্রসঙ্গে সংবাদমাধ্যমকে অভিনেত্রী বলেন,এতদিন ধরে একটা বন্ধুত্ব ছিল, এখন শুধু একে অপরকে ভাল রাখার দায়িত্ব৷ তবে বন্ধুত্বের সম্পর্কটা যেন এভাবেই অটুট থাকে সারাজীবন৷
মিস থেকে মিসেস শ্রীময়ী চট্টরাজ, এই অনুভূতিটা পুরো অন্যরকম৷ সেই প্রসঙ্গে সংবাদমাধ্যমকে অভিনেত্রী বলেন,এতদিন ধরে একটা বন্ধুত্ব ছিল, এখন শুধু একে অপরকে ভাল রাখার দায়িত্ব৷ তবে বন্ধুত্বের সম্পর্কটা যেন এভাবেই অটুট থাকে সারাজীবন৷
advertisement
5/7
সংবাদমাধ্যমকে শ্রীময়ী আরও বলেছেন, একটা  আক্ষেপ শুধু রয়ে গেছে, আর একটু আগে যদি ওকে পেতাম৷ তাহলে জীবনটা আরও বেশি উপভোগ করতে পারতাম৷ শুধু তাই নয়, মা-বাবার জায়গাটা তো সবার চেয়ে আলাদা, তাই শ্বশুর-শাড়িকে সবথেকে বেশি মিস করছি৷
সংবাদমাধ্যমকে শ্রীময়ী আরও বলেছেন, একটা আক্ষেপ শুধু রয়ে গেছে, আর একটু আগে যদি ওকে পেতাম৷ তাহলে জীবনটা আরও বেশি উপভোগ করতে পারতাম৷ শুধু তাই নয়, মা-বাবার জায়গাটা তো সবার চেয়ে আলাদা, তাই শ্বশুর-শাড়িকে সবথেকে বেশি মিস করছি৷
advertisement
6/7
শ্রীময়ী জানান, ১৪ ফেব্রুয়ারির দিন সপরিবারে কাঞ্চনের বাড়িতে গিয়েই হতবাক হয়ে যান অভিনেত্রী৷ গোটা ফ্ল্যাট ফুল ও বেলুনে সাজান অভিনেতা৷ বাড়িভর্তি লোকের সামনেই শ্রীময়ীকে বিয়ের প্রস্তাব দেন কাঞ্চন৷ তৃতীয়  স্ত্রীকে উপহার হিসেবে প্ল্যাটিনামের আংটি উপহার দেন৷ সকলের সামনে লজ্জায় রাঙা হয়ে যান শ্রীময়ী চট্টরাজ৷
শ্রীময়ী জানান, ১৪ ফেব্রুয়ারির দিন সপরিবারে কাঞ্চনের বাড়িতে গিয়েই হতবাক হয়ে যান অভিনেত্রী৷ গোটা ফ্ল্যাট ফুল ও বেলুনে সাজান অভিনেতা৷ বাড়িভর্তি লোকের সামনেই শ্রীময়ীকে বিয়ের প্রস্তাব দেন কাঞ্চন৷ তৃতীয় স্ত্রীকে উপহার হিসেবে প্ল্যাটিনামের আংটি উপহার দেন৷ সকলের সামনে লজ্জায় রাঙা হয়ে যান শ্রীময়ী চট্টরাজ৷
advertisement
7/7
শ্রীময়ী আরও বলেন, আগে থেকেই অভিনেত্রীর ৯৫ বছর বয়সী দাদুর কাছে বিয়ের অনুমতি চেয়ে রেখেছিলেন কাঞ্চন৷ তবে কি দাদুর সম্মতিতেই বিয়েটা তড়িঘড়ি করে নিলেন তাঁরা৷ এখন শুধু সামাজিক মতে চারহাত এক হওয়ার পালা৷
শ্রীময়ী আরও বলেন, আগে থেকেই অভিনেত্রীর ৯৫ বছর বয়সী দাদুর কাছে বিয়ের অনুমতি চেয়ে রেখেছিলেন কাঞ্চন৷ তবে কি দাদুর সম্মতিতেই বিয়েটা তড়িঘড়ি করে নিলেন তাঁরা৷ এখন শুধু সামাজিক মতে চারহাত এক হওয়ার পালা৷
advertisement
advertisement
advertisement