Abhimanyu-Damini Romance: কোলে বসিয়ে জড়িয়ে ধরে আদর প্রেমিকাকে, পানীয়র গ্লাস হাতে শ্রাবন্তী পুত্র অভিমন্যু, ভাইরাল অন্তরঙ্গ মুহূর্ত
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Abhimanyu-Damini Romance: প্রেমিকা দামিনীকে কোলে বসিয়ে ছবিতে পোজ দিয়েছেন ঝিনুক৷ আদুরে মুহূর্তে দেখা মাত্রই ছবি ভাইরাল হয়েছে৷ কখনও ডিনার ডেট তো কখনও পার্টি হামেশাই অন্তরঙ্গ মুহূর্তে নজর কাড়েন শ্রাবন্তীর ছেলে ও হবু বউমা৷
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
হবু বউমা দামিনীর সঙ্গে দারুণ সম্পর্ক শ্রাবন্তীর৷ ছেলে ও তাঁর প্রেমিকার সঙ্গে একাধিকবার দেখা গিয়েছে টলি নায়িকাকে৷ বেড়াতে যাওয়া থেকে পার্টি সবটাই তাঁরা একসঙ্গে করেন৷ নতুন বছরে বিদেশি ব্র্যান্ডের একাধিক জিনিস উপহার দিয়েছেন শ্রাবন্তী৷ সেই ছবি শেয়ার করেছেন দামিনী এবং ধন্যবাদও জানিয়েছেন শ্রাবন্তীকে৷