Sourav Das- Darshana Banik Wedding: গায়েহলুদের সকালে কেমন সাজলেন সৌরভ? সঙ্গী ছিলেন কারা? রইল সব ছবি

Last Updated:
বিয়ের দিন রুপোর কাজ করা বেনারসি আর সাবেকি সোনার গয়নায় সাজবেন নায়িকা। বাইপাসের ধারে একটি ব্যাঙ্কোয়েটে বসবে তাঁদের বিয়ের আসর।
1/7
টলিপাড়ায় আপাতত জোরকদমে চলছে বিয়ের মরশুম। সম্প্রতি গাঁটছড়া বেঁধেছেন অভিনেত্রী সন্দীপ্তা সেন এবং সৌম্য় মুখোপাধ্য়ায়। তারপরেই আজ শুক্রবার গাঁটছড়া বাঁধছেন টলিপাড়ার আরও এক হেভিওয়েট অভিনেতা সৌরভ দাস এবং মডেল-অভিনেত্রী দর্শনা বণিক।
টলিপাড়ায় আপাতত জোরকদমে চলছে বিয়ের মরশুম। সম্প্রতি গাঁটছড়া বেঁধেছেন অভিনেত্রী সন্দীপ্তা সেন এবং সৌম্য় মুখোপাধ্য়ায়। তারপরেই আজ শুক্রবার গাঁটছড়া বাঁধছেন টলিপাড়ার আরও এক হেভিওয়েট অভিনেতা সৌরভ দাস এবং মডেল-অভিনেত্রী দর্শনা বণিক।
advertisement
2/7
অভিনেতার বেহালার বাড়িতে আপাতত হুল্লোড় শুরু হয়ে গিয়েছে। সাজানো হয়েছে ফুল- আলো দিয়ে। মা-বাবা-বোনের সঙ্গে সৌরভের ছবি সকাল থেকেই ছড়িয়ে পড়েছে টলিপাড়ার অন্দরে। হলুদ পোশাক পরেছিলেন অভিনেতার বোন। মায়ের পরনেও ছিল হলুদ শাড়ি। সৌরভ পরেছিলেন সাদা পাঞ্জাবী আর ধুতি।
অভিনেতার বেহালার বাড়িতে আপাতত হুল্লোড় শুরু হয়ে গিয়েছে। সাজানো হয়েছে ফুল- আলো দিয়ে। মা-বাবা-বোনের সঙ্গে সৌরভের ছবি সকাল থেকেই ছড়িয়ে পড়েছে টলিপাড়ার অন্দরে। হলুদ পোশাক পরেছিলেন অভিনেতার বোন। মায়ের পরনেও ছিল হলুদ শাড়ি। সৌরভ পরেছিলেন সাদা পাঞ্জাবী আর ধুতি।
advertisement
3/7
আমেরিকা থেকে দর্শনার দাদারাও এসে গিয়েছেন। শুক্রবার সকাল থেকে গায়েহলুদের অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে। হলুদ শাড়ি আর হলুদ ব্লাউজে সেজেছেন দর্শনা। সঙ্গে মানানসই গয়না।
আমেরিকা থেকে দর্শনার দাদারাও এসে গিয়েছেন। শুক্রবার সকাল থেকে গায়েহলুদের অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে। হলুদ শাড়ি আর হলুদ ব্লাউজে সেজেছেন দর্শনা। সঙ্গে মানানসই গয়না।
advertisement
4/7
তাঁত বা জামদানি নয়, সিল্কের শাড়ি পরেছিলেন দর্শনা। আইবুড়োভাত, বৃদ্ধি থেকে গায়েহলুদের প্রতিটা মুহূর্তের ছবি পোস্ট করছেন সৌরভ দর্শনা নিজেই।
তাঁত বা জামদানি নয়, সিল্কের শাড়ি পরেছিলেন দর্শনা। আইবুড়োভাত, বৃদ্ধি থেকে গায়েহলুদের প্রতিটা মুহূর্তের ছবি পোস্ট করছেন সৌরভ দর্শনা নিজেই।
advertisement
5/7
বাঙালি রীতি মেনেই বিয়ে করবেন সৌরভ-দর্শনা। আর তার মাঝেই আইবুড়ো ভাত থেকে শুরু করে সব বিয়ের জন্য বানানো বিশেষ গাছকৌটো-কুলো সবই তারকা জুটি শেয়ার করে নিচ্ছেন স্যোশাল মিডিয়ায়।
বাঙালি রীতি মেনেই বিয়ে করবেন সৌরভ-দর্শনা। আর তার মাঝেই আইবুড়ো ভাত থেকে শুরু করে সব বিয়ের জন্য বানানো বিশেষ গাছকৌটো-কুলো সবই তারকা জুটি শেয়ার করে নিচ্ছেন স্যোশাল মিডিয়ায়।
advertisement
6/7
টলিপাড়ার এই জুটি বিবাহ ঘোষণা সকলকে চমকে দিয়েছিল গত মাসের শেষের দিকে। তার পর ১৭ দিনে কেটে গেল।
টলিপাড়ার এই জুটি বিবাহ ঘোষণা সকলকে চমকে দিয়েছিল গত মাসের শেষের দিকে। তার পর ১৭ দিনে কেটে গেল।
advertisement
7/7
বিয়ের দিন রুপোর কাজ করা বেনারসি আর সাবেকি সোনার গয়নায় সাজবেন নায়িকা। বাইপাসের ধারে একটি ব্যাঙ্কোয়েটে বসবে তাঁদের বিয়ের আসর।
বিয়ের দিন রুপোর কাজ করা বেনারসি আর সাবেকি সোনার গয়নায় সাজবেন নায়িকা। বাইপাসের ধারে একটি ব্যাঙ্কোয়েটে বসবে তাঁদের বিয়ের আসর।
advertisement
advertisement
advertisement