Sonali Chakraborty: নেই পাশে, তবু আছে ব্যথা ভরা স্মরণে, জমাট বাঁধা কান্না যেন কলমের ভাষায় প্রকাশ পেল, সোশ্যাল মিডিয়ায় এখনও ভেসে ওঠে সোনালির হাসিমাখা মুখ

Last Updated:
Sonali Chakraborty: স্ত্রী সোনালি চক্রবর্তীর হাসিমাখা ছবির স্মৃতি শেয়ার করে মনের ক্ষত প্রকাশ করলেন অভিনেতা শঙ্কর চক্রবর্তী
1/8
এই শোক সারা জীবনেও ভোলা সম্ভব নয়, স্ত্রীর প্রয়াণের সাতদিন পরেই শঙ্কর চক্রবর্তী কলম ধরলেন লিখলেন ফেসবুকে ৷ ছবি সৌজন্যে ফেসবুক ৷
এই শোক সারা জীবনেও ভোলা সম্ভব নয়, স্ত্রীর প্রয়াণের সাতদিন পরেই শঙ্কর চক্রবর্তী কলম ধরলেন লিখলেন ফেসবুকে ৷ ছবি সৌজন্যে ফেসবুক ৷
advertisement
2/8
কান্নায় ভরে উঠল বুক ৷ স্ত্রীর চার বছর আগের একটি হাস্ব্যোজ্বল মুখের ছবি শেয়ার করে শঙ্কর চক্রবর্তী তাঁর মনের গভীর ক্ষতস্থান যে কতখানি দগদগে তা বোঝাবার চেষ্টা করেছেন ৷ ছবি সৌজন্যে ফেসবুক ৷
কান্নায় ভরে উঠল বুক ৷ স্ত্রীর চার বছর আগের একটি হাস্ব্যোজ্বল মুখের ছবি শেয়ার করে শঙ্কর চক্রবর্তী তাঁর মনের গভীর ক্ষতস্থান যে কতখানি দগদগে তা বোঝাবার চেষ্টা করেছেন ৷ ছবি সৌজন্যে ফেসবুক ৷
advertisement
3/8
শঙ্কর চক্রবর্তী ফেসবুকে লিখলেন এই তো সেদিনও তুমি ছিলে ওই হাসিমুখ আর দেখতে পাবোনা ৷ সোশ্যাল মিডিয়ায় চোখ ভিজল ভক্তের ৷ ছবি সৌজন্যে ফেসবুক ৷
শঙ্কর চক্রবর্তী ফেসবুকে লিখলেন এই তো সেদিনও তুমি ছিলে ওই হাসিমুখ আর দেখতে পাবোনা ৷ সোশ্যাল মিডিয়ায় চোখ ভিজল ভক্তের ৷ ছবি সৌজন্যে ফেসবুক ৷
advertisement
4/8
শঙ্কর চক্রবর্তী ফেসবুকে লিখলেন এই তো সেদিনও তুমি ছিলে ওই হাসিমুখ আর দেখতে পাবোনা ৷ সোশ্যাল মিডিয়ায় চোখ ভিজল ভক্তের ৷ ছবি সৌজন্যে ফেসবুক ৷
শঙ্কর চক্রবর্তী ফেসবুকে লিখলেন এই তো সেদিনও তুমি ছিলে ওই হাসিমুখ আর দেখতে পাবোনা ৷ সোশ্যাল মিডিয়ায় চোখ ভিজল ভক্তের ৷ ছবি সৌজন্যে ফেসবুক ৷
advertisement
5/8
বাংলা টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় জুটি শঙ্কর চক্রবর্তী ও তাঁর স্ত্রী সোনালি চক্রবর্তী ৷ একসঙ্গে জীবনের অনেক চড়াই উতরাই পার করেছেন তাঁরা ৷ সেই সমস্তকে ছাপিয়ে ৩১ অক্টোবর ২০২২,  ভোরবেলায় চলে গিয়েছলেন সোনালি চক্রবর্তী ৷ ছবি সৌজন্যে ফেসবুক ৷
বাংলা টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় জুটি শঙ্কর চক্রবর্তী ও তাঁর স্ত্রী সোনালি চক্রবর্তী ৷ একসঙ্গে জীবনের অনেক চড়াই উতরাই পার করেছেন তাঁরা ৷ সেই সমস্তকে ছাপিয়ে ৩১ অক্টোবর ২০২২, ভোরবেলায় চলে গিয়েছলেন সোনালি চক্রবর্তী ৷ ছবি সৌজন্যে ফেসবুক ৷
advertisement
6/8
দীর্ঘ সময় ধরেই নানান ধরনের শারীরিক সমস্যায় ভুগছিলেন সোনালি চক্রবর্তী ৷ দীর্ঘ লড়াই শেষ হয়ে যায় ৩১ অক্টোবর ২০২২, ভোর ৪.০৫-এ ৷ বাইপাসের এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সোনালি চক্রবর্তী ৷ ছবি সৌজন্যে ফেসবুক ৷
দীর্ঘ সময় ধরেই নানান ধরনের শারীরিক সমস্যায় ভুগছিলেন সোনালি চক্রবর্তী ৷ দীর্ঘ লড়াই শেষ হয়ে যায় ৩১ অক্টোবর ২০২২, ভোর ৪.০৫-এ ৷ বাইপাসের এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সোনালি চক্রবর্তী ৷ ছবি সৌজন্যে ফেসবুক ৷
advertisement
7/8
সুখে দুঃখের সংসারে দিন কেটেছে তাঁদের বেশ ৷ দিন পনেরো আগে দীপাবলির ছবি ফেসবুকে পোস্ট করে শঙ্কর চক্রবর্তী লিখেছিলেন দীপাবলিতে শখ হল তাই জ্বালালেন ফুলঝুরি ৷ ছবি সৌজন্যে ফেসবুক
সুখে দুঃখের সংসারে দিন কেটেছে তাঁদের বেশ ৷ দিন পনেরো আগে দীপাবলির ছবি ফেসবুকে পোস্ট করে শঙ্কর চক্রবর্তী লিখেছিলেন দীপাবলিতে শখ হল তাই জ্বালালেন ফুলঝুরি ৷ ছবি সৌজন্যে ফেসবুক
advertisement
8/8
তখনও শঙ্কর চক্রবর্তী কি জানতেন? পরের সোমবারেই তারাবাতির তারাটা খসে যাবে, রং মশালের আলো মিলিয়ে যাবে অন্ধকারে ৷ ছবি সৌজন্যে ফেসবুক ৷
তখনও শঙ্কর চক্রবর্তী কি জানতেন? পরের সোমবারেই তারাবাতির তারাটা খসে যাবে, রং মশালের আলো মিলিয়ে যাবে অন্ধকারে ৷ ছবি সৌজন্যে ফেসবুক ৷
advertisement
advertisement
advertisement