‘ওঁদের জুটি অটুট থাকুক...’, সোনাক্ষী-জাহিরের বিয়ে নিয়ে আবেগপ্রবণ শত্রুঘ্ন সিনহা; কিন্তু কোথায় গেলেন অভিনেত্রীর দুই দাদা?
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
Shatrughan Sinha on Sonakshi Sinha Zaheer Iqbal Wedding: আর সেই বিয়ের আসর বসেছিল অভিনেত্রীর বান্দ্রার অ্যাপার্টমেন্টে। উপস্থিত ছিলেন সোনাক্ষীর ঘনিষ্ঠজনেরা।
গত ২৩ জুন অর্থাৎ রবিবার অভিনেতা জাহির ইকবালের সঙ্গে বিবাহবন্ধনে বাঁধা পড়েছেন অভিনেত্রী সোনাক্ষী সিনহা। আর সেই বিয়ের আসর বসেছিল অভিনেত্রীর বান্দ্রার অ্যাপার্টমেন্টে। উপস্থিত ছিলেন সোনাক্ষীর ঘনিষ্ঠজনেরা। তবে সন্ধ্যাবেলায় এক গ্র্যান্ড রিসেপশনের আয়োজন করেছিলেন নবদম্পতি। সেখানে যেন বসেছিল তারাদের হাট! বিয়ের দিন কয়েক পরেই সোনাক্ষীর বাবা তথা বর্ষীয়ান অভিনেতা শত্রুঘ্ন সিনহা মুখ খুলেছেন সংবাদমাধ্যমের সামনে।
advertisement
advertisement
advertisement
advertisement
প্রসঙ্গত সোনাক্ষীর বিয়ের রেজিস্ট্রির অনুষ্ঠান এবং রিসেপশনে উপস্থিত হয়েছিলেন তাঁর বাবা-মা শত্রুঘ্ন সিনহা এবং পুনম সিনহা। অথচ অভিনেত্রীর যমজ দাদা লব এবং কুশের দেখা মেলেনি কোনও অনুষ্ঠানেই। ঘনিষ্ঠ সূত্রের তরফে এই খবরে সীলমোহর দেওয়া হয়েছে। এমনকী ওই সূত্র জানিয়েছে যে, “সোনাক্ষীর মা-বাবা বিয়েতে উপস্থিত ছিলেন এবং স্বাভাবিক ভাবেই দিনটি নিয়ে উচ্ছ্বসিত ছিলেন। যদিও তাঁর দাদারা বিয়ে কিংবা রিসেপশনে আসেননি। এমনকী অনুষ্ঠানস্থলে তাঁদের দু’জনের প্রবেশ করার কোনও ছবি পাননি ছবিশিকারীরা। সকলেই বিষয়টাকে অদ্ভুত বলে মনে করছেন।”
advertisement
স্পেশ্যাল ম্যারেজ অ্যাক্টের আওতায় বিয়ে করেছেন সোনাক্ষী সিনহা এবং জাহির ইকবাল। সোনাক্ষীর মুম্বই বান্দ্রা ওয়েস্টের নতুন অ্যাপার্টমেন্টেই সম্পন্ন হয়েছে বিয়েটা। সেই মুহূর্তের ছবিও ইনস্টাগ্রামে ভাগ করে নিয়েছেন নববিবাহিত জুটি। যেখানে উপস্থিত ছিলেন অভিনেত্রীর পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুবান্ধব। এদিকে রিসেপশনের ছবিও ভাগ করে নিয়েছেন সোনাক্ষী এবং জাহির। সেখানে যোগ দিয়েছিলেন বি-টাউনের তারকারা।