Sonakshi Sinha: অবাক কাণ্ড! কোটি টাকার নতুন শাড়ি নয়, পুরনো শাড়িতেই বিয়ে করেছিলেন সোনাক্ষী... কিন্তু কেন?
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
বিয়ের দিন সকালে তিনি পরেছিলেন মা পুনম সিন্হার বিয়ের সময়ের লক্ষ্ণৌ চিকন। সন্ধ্যায় তিনি সেজেছিলেন লাল বেনরাসি, সঙ্গে কুন্দনের গহনা।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
দাবাং, হলিডে, 'লুটেরা', 'ওয়ান্স আপন আ টাইম ইন মুম্বই দোবারা', 'বুলেট রাজা', 'আর রাজকুমার', 'অ্যাকশন জ্যাকসন', 'তেভর', 'আকিরা', 'ফোর্স ২', 'নূর', 'ইত্তেফাক', 'ওয়েলকাম টু নিউইয়র্ক', 'হ্যাপি ফির ভাগ যায়েগি', 'কলঙ্ক', 'খান্দানি শাফাখানা', 'লাল কাপ্তান' এবং 'দাবাং ৩ ছবিতে দেখা গিয়েছে তাঁকে৷ সম্প্রতি হীরামান্ডি ওয়েব সিরিজে নজর কাড়েন নায়িকা।
advertisement
advertisement
শত্রুঘ্ন জানান, “আমার বার্ষিক রুটিন ফুল-বডি চেক-আপ হয়েছে। আমি তো ষাটোর্ধ্ব সকলকেই এই পরামর্শ দিয়ে থাকি। ভোটের প্রচারের জন্য আমাকে তিন মাস ধরে টানা ছোটাছুটি করতে হয়েছে। এরপরেই আমার মেয়ের বিয়ে হল। আমি তো আর এখন সেই তরুণ নেই, যাঁর রক্ত টগবগ করে সারাক্ষণ ফুটবে। যিনি এক দিনে তিন শিফটে কাজ করেও সারা রাত পার্টি করার এনার্জি পেয়ে যাবেন। আমায় তো গতি কমাতেই হবে।”