বিয়ের মাত্র মাস দু’য়েকের মধ্যেই বাড়ি বিক্রি করতে চলেছেন সোনাক্ষী; তাজ্জব ভক্তদের প্রশ্ন, ‘এত তাড়াতাড়ি?’
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
আসলে সোনাক্ষীর এই অ্যাপার্টমেন্টেই গত ২৩ জুন বসেছিল তাঁর এবং জাহির ইকবালের বিয়ের আসর। ৪ হাজার বর্গফুটের এই অ্যাপার্টমেন্টটি সোনাক্ষী কিনেছিলেন গত বছর।
অভিনেতা জাহির ইকবালকে বিয়ে করার বিষয়ে কন্যা সোনাক্ষীর সিদ্ধান্তে সেরকম মত ছিল না সিনহা পরিবারের। কিন্তু কন্যার সুখের জন্য সমস্ত কিছুকে পিছনে ফেলে বিয়েতে সামিল হয়েছিলেন বর্ষীয়ান অভিনেতা শত্রুঘ্ন সিনহা এবং পুনম সিনহা। কিন্তু সোনাক্ষীর দাদা লব সিনহাকে বোনের বিয়েতে যোগ দিতে দেখা যায়নি। আর এর থেকেই স্পষ্ট হয়ে গিয়েছে যে, সোনাক্ষীর সঙ্গে তাঁর দাদাদের মতের মিল নেই একেবারেই। এদিকে আবার সম্প্রতি উদযাপিত হয়েছে রাখিবন্ধন উৎসব।
advertisement
সেই অনুষ্ঠানেও দাদাদের সঙ্গে কোনও ছবিই পোস্ট করতে দেখা যায়নি অভিনেত্রীকে। ইতিমধ্যেই খবর ভেসে বেড়াচ্ছে যে, মুম্বইয়ের বান্দ্রায় সোনাক্ষীর বিলাসবহুল অ্যাপার্টমেন্টটি বিক্রি হতে চলেছে। আসলে সোনাক্ষীর এই অ্যাপার্টমেন্টেই গত ২৩ জুন বসেছিল তাঁর এবং জাহির ইকবালের বিয়ের আসর। ৪ হাজার বর্গফুটের এই অ্যাপার্টমেন্টটি সোনাক্ষী কিনেছিলেন গত বছর। বর্তমানে সেটি বিক্রির খবর এসেছে। সোনাক্ষীর এই আকস্মিক সিদ্ধান্তের কথা শুনে বেশ তাজ্জব তাঁর ভক্তরাও।
advertisement
কারণ নিজের দীর্ঘদিনের প্রেমিক জাহিরকে এখানেই বিয়ে করেছিলেন অভিনেত্রী। ফলে বিয়ের একরাশ সুন্দর এবং সুখের স্মৃতি ছড়িয়ে রয়েছে গোটা বাড়িটাতেই। কিন্তু আচমকা এই অ্যাপার্টমেন্ট বিক্রির সিদ্ধান্ত কেন নিলেন অভিনেত্রী? সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে ভক্তদের মনে। একটি রিয়েল এস্টেটের তরফে ইনস্টাগ্রামে সোনাক্ষীর অ্যাপার্টমেন্টের বিস্তারিত তথ্য ভাগ করে নেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ বিষয়টি হল, সমুদ্রমুখী এই বিলাসবহুল অ্যাপার্টমেন্টে রয়েছে মোট ৪টি বেডরুম।
advertisement
৩টি গাড়ি পার্ক করার জায়গা রয়েছে ওই অ্যাপার্টমেন্টে। এর মূল্য রাখা হয়েছে ২৫ কোটি। এদিকে ওই রিয়েল এস্টেটের ইনস্টাগ্রাম পোস্টে লাইক দিয়েছেন খোদ সোনাক্ষীও। এদিকে অভিনেত্রীর এত তড়িঘড়ি অ্যাপার্টমেন্ট বিক্রির সিদ্ধান্তে স্বাভাবিক ভাবেই চমকে গিয়েছেন ভক্তরাও। এক ব্যবহারকারী ওই পোস্টে লিখেছেন, “এটা তো সোনাক্ষী সিনহার বাড়ি। যেটা তিনি খুব শীঘ্রই ছেড়ে দেবেন!” আর একজনের আবার প্রশ্ন, “এত তাড়াতাড়ি কেন সোনাক্ষী সিনহা নিজের বাড়ি বিক্রি করছেন? যেটা তিনি কিছু সময় আগেই কিনেছিলেন।”
advertisement
টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন থেকে জানা গিয়েছে যে, গত বছরের সেপ্টেম্বর মাসে ১১ কোটি টাকায় এই বিলাসবহুল অ্যাপার্টমেন্টটি কিনেছিলেন অভিনেত্রী। এর চুক্তিতে স্বাক্ষর করেছিলেন তাঁর মা পুনম সিনহা। ২৬-তলার এই অ্যাপার্টমেন্ট থেকে দেখা যায় সমুদ্র এবং বান্দ্রা-ওরলি সি লিঙ্কের দৃশ্যও। এদিকে আবার রাখিবন্ধন উৎসব উপলক্ষে সোনাক্ষী নিজের দাদাদের সঙ্গে ছবি না পোস্ট করায় বেশ জল্পনা তৈরি হয়েছে ভক্তমহলে। অনেকেরই বিশ্বাস, দাদাদের সঙ্গে ঝামেলা চলছে অভিনেত্রীর।
advertisement
গত ২৩ জুন বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন সোনাক্ষী সিনহা এবং জাহির ইকবাল। সেখানে অভিনেত্রীর মা-বাবা পুনম সিনহা এবং শত্রুঘ্ন সিনহা উপস্থিত হয়েছিলেন। অথচ দেখা যায়নি অভিনেত্রীর দাদাদের। এ নিয়েও তীব্র জল্পনা হয়েছিল সেই সময়। বর্তমানে নিজেদের তৃতীয় মধুচন্দ্রিমা উপভোগ করছেন নবদম্পতি। ইনস্টাগ্রামে কিছু ছবিও শেয়ার করেছেন সোনাক্ষী। তাতে দেখা যাচ্ছে, নিউ ইয়র্কের রাস্তায় জাহির ইকবালের সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন অভিনেত্রী।