1/ 5


শাহরুখ খান ও গৌরীর প্রেম কথা অনেকটা সিনেমার মতো। গৌরীকে যখন ভালোবেসে বিয়ে করেছিলেন এসআরকে, তখন টাকা পয়সা নাম কোনওটাই ছিল না শাহরুখের। শুধু মাত্র ভালোবাসার টানে সব বাঁধা কাটিয়ে বিয়ে করেছিলেন তাঁরা। photo source collected
2/ 5


এর পর থেকে অনেক বার অনেককেই বলতে শোনা যায়, শাহরুখের সফলতার পিঁছনে কাজ করেছে গৌরীর ভাগ্য। এমনকি অনেকেই বয়সের উধাহরণ দিতে গিয়ে বলেন, গৌরী নাকি শাহরুখ খানের থেকে বয়সে বড়। তাও এক দু'মাস নয়, একেবারে দু'বছরের বড়। photo source collected
3/ 5


তবে এ কথা একেবারেই সত্যি নয়। দিল্লি শহরে স্কুল জীবন থেকেই একে অপরকে পছন্দ করতেন তাঁরা। এক ক্লাসে পড়তেন না তাঁরা। photo source collected