Sohini Sarkar-Shovan Ganguly: শোভন-সোহিনী প্রথমবার প্রকাশ্যে! গুঞ্জনের মাঝেই গায়কের সঙ্গে গঙ্গার ধারে জন্মদিন পালন নায়িকার

Last Updated:
Sohini Sarkar-Shovan Ganguly: রণজয় বিষ্ণুর সঙ্গে বিচ্ছেদের পরই নাকি শোভনের সঙ্গে বিশেষ বন্ধুত্ব তৈরি হয়েছে সোহিনীর। শিলমোহর পড়েনি বটে, কিন্তু মাঝেমধ্যেই সেই গুঞ্জনের আগুনে ঘি ঢালা হচ্ছে।
1/7
জন্মদিনে প্রকাশ্যে এল টলিপাড়ার নতুন জুটি। সোহিনী সরকার এবং শোভন গঙ্গোপাধ্যায়। নায়িকা এবং গায়ককে নিয়ে চারদিকে জোর গুঞ্জন। রণজয় বিষ্ণুর সঙ্গে বিচ্ছেদের পরই নাকি শোভনের সঙ্গে বিশেষ বন্ধুত্ব তৈরি হয়েছে সোহিনীর।
জন্মদিনে প্রকাশ্যে এল টলিপাড়ার নতুন জুটি। সোহিনী সরকার এবং শোভন গঙ্গোপাধ্যায়। নায়িকা এবং গায়ককে নিয়ে চারদিকে জোর গুঞ্জন। রণজয় বিষ্ণুর সঙ্গে বিচ্ছেদের পরই নাকি শোভনের সঙ্গে বিশেষ বন্ধুত্ব তৈরি হয়েছে সোহিনীর।
advertisement
2/7
শিলমোহর পড়েনি বটে, কিন্তু মাঝেমধ্যেই সেই গুঞ্জনের আগুনে ঘি ঢালা হচ্ছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় হইচই শুরু হয়েছে। সেই গুঞ্জন-গাথার নায়ক-নায়িকাকে একসঙ্গে দেখল নেটপাড়া। তাও আবার সোহিনীর জন্মদিনে।
শিলমোহর পড়েনি বটে, কিন্তু মাঝেমধ্যেই সেই গুঞ্জনের আগুনে ঘি ঢালা হচ্ছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় হইচই শুরু হয়েছে। সেই গুঞ্জন-গাথার নায়ক-নায়িকাকে একসঙ্গে দেখল নেটপাড়া। তাও আবার সোহিনীর জন্মদিনে।
advertisement
3/7
ইন্ডাস্ট্রির বন্ধুদের সঙ্গে জন্মদিন পালন করেছিলেন সোহিনী। অভিনেত্রী অঙ্কিতা চক্রবর্তী, অভিনেতা প্রান্তিক বন্দ্যোপাধ্যায়-সহ আরও অনেকে মিলে গঙ্গার ধারে হাওয়া বদল করতে গিয়েছিলেন। আর সেখানেই প্রকাশ্যে এল সেই বিরল ছবি।
ইন্ডাস্ট্রির বন্ধুদের সঙ্গে জন্মদিন পালন করেছিলেন সোহিনী। অভিনেত্রী অঙ্কিতা চক্রবর্তী, অভিনেতা প্রান্তিক বন্দ্যোপাধ্যায়-সহ আরও অনেকে মিলে গঙ্গার ধারে হাওয়া বদল করতে গিয়েছিলেন। আর সেখানেই প্রকাশ্যে এল সেই বিরল ছবি।
advertisement
4/7
একটিমাত্র ছবিতে সকলের পিছনে দেখা দিলেন গায়ক। হাত পা মেলে হাসিমুখে কাচের দরজার পিছন থেকে পোজ দিলেন শোভন। প্রান্তিক সেই ছবিগুলি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘বার্থডে ডে আউট।’ মন্তব্য বাক্সে লিখেছেন, ‘সোহিনীর জন্মদিন ছিল।’
একটিমাত্র ছবিতে সকলের পিছনে দেখা দিলেন গায়ক। হাত পা মেলে হাসিমুখে কাচের দরজার পিছন থেকে পোজ দিলেন শোভন। প্রান্তিক সেই ছবিগুলি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘বার্থডে ডে আউট।’ মন্তব্য বাক্সে লিখেছেন, ‘সোহিনীর জন্মদিন ছিল।’
advertisement
5/7
প্রশ্ন জাগছে, শোভন কবে থেকে সোহিনীর সফরসঙ্গী হলেন? এই ঘনিষ্ঠতা কি কেবলই বন্ধুত্ব? টলিপাড়ার অন্দরের খবর, রণজয়ের সঙ্গে বিচ্ছেদের পর শোভনের সঙ্গেই সম্পর্কে জড়িয়েছেন সোহিনী।
প্রশ্ন জাগছে, শোভন কবে থেকে সোহিনীর সফরসঙ্গী হলেন? এই ঘনিষ্ঠতা কি কেবলই বন্ধুত্ব? টলিপাড়ার অন্দরের খবর, রণজয়ের সঙ্গে বিচ্ছেদের পর শোভনের সঙ্গেই সম্পর্কে জড়িয়েছেন সোহিনী।
advertisement
6/7
উল্টোদিকে স্বস্তিকা দত্তের সঙ্গে বিচ্ছেদের পর সোহিনীর সঙ্গেই নাকি সময় কাটাতে দেখা যাচ্ছে শোভনকে। শোনা যাচ্ছে, যিশু সেনগুপ্তর উদ্যোগে আয়োজিত ২২ শ্রাবণের অনুষ্ঠানে নাকি শোভন-সোহিনী কাছাকাছি আসে।
উল্টোদিকে স্বস্তিকা দত্তের সঙ্গে বিচ্ছেদের পর সোহিনীর সঙ্গেই নাকি সময় কাটাতে দেখা যাচ্ছে শোভনকে। শোনা যাচ্ছে, যিশু সেনগুপ্তর উদ্যোগে আয়োজিত ২২ শ্রাবণের অনুষ্ঠানে নাকি শোভন-সোহিনী কাছাকাছি আসে।
advertisement
7/7
এর আগে সোহিনীর মায়ের জন্মদিনে শোভনের উপস্থিতি এই জল্পনাকে আরও জোড়ালো করেছে। তবে কি ধীরে ধীরে নায়িকা এবং গায়ক টলিপাড়ার যুগল হিসেবে প্রকাশ্যে আসছেন?
এর আগে সোহিনীর মায়ের জন্মদিনে শোভনের উপস্থিতি এই জল্পনাকে আরও জোড়ালো করেছে। তবে কি ধীরে ধীরে নায়িকা এবং গায়ক টলিপাড়ার যুগল হিসেবে প্রকাশ্যে আসছেন?
advertisement
advertisement
advertisement