৩১ বছরের বলিউড অভিনেত্রী এবার ‘কল গার্ল’ ? খোলাখুলি বললেন, ‘আমি সন্তুষ্ট...’
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
৩১ বছরের তরুণ অভিনেত্রী, হিন্দি তো বটেই, দক্ষিণী সিনেমাতেও চুটিয়ে কাজ করেছেন, অভিনয় করেছেন ওয়েব সিরিজে, তিনিই হয়ে গেলেন ‘কল গার্ল’। কী কারণে এমন ‘পরিণতি’?
advertisement
advertisement
advertisement
সম্প্রতি হলিউড ছবি 'মাঙ্কি ম্যান' নিয়ে কথা বলেছেন শোভিতা ধুলিপাল্লা। এই ছবিতে তিনি 'কল গার্ল'-এর চরিত্রে অভিনয় করেছেন। 'পোনিয়িন সেলভান' ১ এবং ২, 'মেড ইন হেভেন' সিজন ১ এবং ২-এর মতো চলচ্চিত্র এবং শোতে কাজ করার পর, 'মাঙ্কি ম্যান' ছবিতে কল গার্লের চরিত্রে অভিনয়ের সিদ্ধান্তে হতবাক শোভিতার অনুরাগীরা। সম্প্রতি নিউইয়র্ক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে, এই চরিত্রে কাজের অভিজ্ঞতা নিয়ে মুখ খুলেছেন তিনি।
advertisement
৫ এপ্রিল আমেরিকায় মুক্তি পায় এই ছবি। চলতি মাসের ২৬ তারিখে ভারতে মুক্তির প্রস্তুতি চলছে। শোভিতা বলেন, “'মাঙ্কি ম্যান'-এ 'কল গার্ল' সীতার চরিত্রে অভিনয় করাটা সম্মানের। তিনি জানান, এই ছবিতে তাঁর ভূমিকা গুরুত্বপূর্ণ। ছবিতে কাজ করে তিনি সন্তুষ্ট। শোভিতার কথায়, “এমন একটি চরিত্রে অভিনয় করতে পেরে আমি গর্বিত। আমাকে অনুপ্রাণিত করে বা আমার কাছে মূল্য রয়েছে এমন জিনিস আমি গল্পে দেখতে চাই”।
advertisement