Smriti Mandhana Wedding: বিশ্বকাপ জয়ে চোখে জল ননদের, মাঠে ছুটে এলেন হবু স্বামী পলাশ! নভেম্বরেই বিয়ের পিঁড়িতে স্মৃতি মন্ধানা

Last Updated:
Smriti Mandhana Wedding: নভেম্বর মাসটা স্মৃতি মন্ধানার জীবনে হয়ে উঠল একেবারে বিশেষ। ২ নভেম্বর ভারতের মহিলা ক্রিকেট দল প্রথমবারের মতো বিশ্বকাপ জিতেছে। সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী ছিলেন স্মৃতির জীবনের বিশেষ মানুষ, সুরকার পলাশ মুচ্ছল।
1/5
নভেম্বর মাসটা স্মৃতি মন্ধানার জীবনে হয়ে উঠল একেবারে বিশেষ। ২ নভেম্বর ভারতের মহিলা ক্রিকেট দল প্রথমবারের মতো বিশ্বকাপ জিতেছে। সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী ছিলেন স্মৃতির জীবনের বিশেষ মানুষ, সুরকার পলাশ মুচ্ছল।
নভেম্বর মাসটা স্মৃতি মন্ধানার জীবনে হয়ে উঠল একেবারে বিশেষ। ২ নভেম্বর ভারতের মহিলা ক্রিকেট দল প্রথমবারের মতো বিশ্বকাপ জিতেছে। সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী ছিলেন স্মৃতির জীবনের বিশেষ মানুষ, সুরকার পলাশ মুচ্ছল।
advertisement
2/5
ডি ওয়াই পাতিল স্টেডিয়ামে উপস্থিত ছিলেন পলাশ ও তাঁর বোন, গায়িকা পলক মুচ্ছল। ম্যাচ শেষে উত্তেজনা চরমে উঠতেই পলাশ ছুটে আসেন মাঠে, স্মৃতির গায়ে জড়িয়ে দেন ভারতের পতাকা, আলিঙ্গনে মেতে ওঠেন দু’জনে। মুহূর্তেই ভাইরাল হয় সেই দৃশ্য।
ডি ওয়াই পাতিল স্টেডিয়ামে উপস্থিত ছিলেন পলাশ ও তাঁর বোন, গায়িকা পলক মুচ্ছল। ম্যাচ শেষে উত্তেজনা চরমে উঠতেই পলাশ ছুটে আসেন মাঠে, স্মৃতির গায়ে জড়িয়ে দেন ভারতের পতাকা, আলিঙ্গনে মেতে ওঠেন দু’জনে। মুহূর্তেই ভাইরাল হয় সেই দৃশ্য।
advertisement
3/5
সূত্রের খবর, এই মাসের ২০ নভেম্বরেই চার হাত এক হতে চলেছে স্মৃতি ও পলাশের। ক্রিকেটার ও সুরকারের এই প্রেমের গল্প এখন বলিউড থেকে ক্রিকেটমহল—সব জায়গাতেই আলোচনার কেন্দ্রবিন্দু।
সূত্রের খবর, এই মাসের ২০ নভেম্বরেই চার হাত এক হতে চলেছে স্মৃতি ও পলাশের। ক্রিকেটার ও সুরকারের এই প্রেমের গল্প এখন বলিউড থেকে ক্রিকেটমহল—সব জায়গাতেই আলোচনার কেন্দ্রবিন্দু।
advertisement
4/5
হবু ননদ পলক মুচ্ছল ইনস্টাগ্রামে লিখেছেন, “এই জয় ভারতীয় টিমের প্রতিটা মেয়ের জয়। ওরা দেখিয়েছে, নিজের উপর ভরসা রাখলে নিজের ভাগ্য নিজেই লেখা যায়। স্মৃতির অধ্যাবসায় দেখেছি, খারাপ সময় কীভাবে কাটিয়েছে জানি। তাই ওর জয়টা ব্যক্তিগত মনে হচ্ছিল।”
হবু ননদ পলক মুচ্ছল ইনস্টাগ্রামে লিখেছেন, “এই জয় ভারতীয় টিমের প্রতিটা মেয়ের জয়। ওরা দেখিয়েছে, নিজের উপর ভরসা রাখলে নিজের ভাগ্য নিজেই লেখা যায়। স্মৃতির অধ্যাবসায় দেখেছি, খারাপ সময় কীভাবে কাটিয়েছে জানি। তাই ওর জয়টা ব্যক্তিগত মনে হচ্ছিল।”
advertisement
5/5
তিনি আরও যোগ করেন, “তোমার শক্তি, ধৈর্য আর সহনশীলতা দেখে নিজের চোখের জল ধরে রাখতে পারিনি। গোটা দেশকে এমন মুহূর্ত দেওয়ার জন্য ধন্যবাদ।”
তিনি আরও যোগ করেন, “তোমার শক্তি, ধৈর্য আর সহনশীলতা দেখে নিজের চোখের জল ধরে রাখতে পারিনি। গোটা দেশকে এমন মুহূর্ত দেওয়ার জন্য ধন্যবাদ।”
advertisement
advertisement
advertisement