অনেকেই হয়তো জানেন না, কেকে বলিউডে নিজের জায়গা তৈরির আগে সাড়ে তিন হাজারেরও বেশি জিঙ্গল গেয়েছিলেন। একবার কেকে একটি সাক্ষাত্কারে বলেছিলেন, হরিহরন দিল্লিতে তাঁর একটি প্রোগ্রাম দেখেন। তার পর
তিনিই তাঁকে মুম্বাইতে আসতে বলেছিলেন। কিছু সময় পর কেকে মুম্বাই চলে যান।