Durga Puja Song: এই পুজোতেই হচ্ছে ইচ্ছেপূরণ! নতুন রূপে সারেগামাপা জয়ী 'গায়ক' অর্কদীর মিশ্র

Last Updated:
বেশ কয়েকটি নিজের গান তৈরি করেছেন অর্ক৷ নিজের লাইভ শোতে সেই গানগুলি গাইছেন৷ যার মধ্যে টক্সিসিটি গানটি বেশ জনপ্রিয় হয়েছে৷
1/7
দুর্গার পুজোকে ঘিরে বাঙালির ঘরে আনাগোনা করে অনেক নতুন জিনিস৷ নতুন জামা কাপড়ের সঙ্গে মিলে যায় নতুন পুজোবার্ষিকীর গন্ধ৷ সঙ্গে পুজোর গান, যা পুজোর দিনগুলোর আমেজ তৈরি করে দেয়৷ পুজো প্যান্ডেলে বড় সাউন্ড বক্সে গান বাজানো বহুকালের রীতি৷ এখন কিছুটা সেই সুরের ছন্দপতন হলেও সুরকার-গায়ক-গায়িকারা মুখিয়ে থাকে পুজোয়ে কিছু স্পেশ্যাল গান ভক্তদের উপহার দিতে৷ এবার সেই তালিকায় রয়েছেন অর্কদীপ মিশ্র৷
দুর্গা পুজোকে ঘিরে বাঙালির ঘরে আনাগোনা করে অনেক নতুন জিনিস৷ নতুন জামা কাপড়ের সঙ্গে মিলে যায় নতুন পুজোবার্ষিকীর গন্ধ৷ সঙ্গে পুজোর গান, যা পুজোর দিনগুলোর আমেজ তৈরি করে দেয়৷ পুজো প্যান্ডেলে বড় সাউন্ড বক্সে গান বাজানো বহুকালের রীতি৷ এখন কিছুটা সেই সুরের ছন্দপতন হলেও সুরকার-গায়ক-গায়িকারা মুখিয়ে থাকেন পুজোয়ে কিছু স্পেশ্যাল গান ভক্তদের উপহার দিতে৷ এবার সেই তালিকায় রয়েছেন অর্কদীপ মিশ্র৷
advertisement
2/7
সারাগামাপা জয়ী অর্কদীপ এই পুজোতে অন্য রূপে৷ এবং তাতে দারুণ সাড়া পেয়েছেন৷
সারাগামাপা জয়ী অর্কদীপ এই পুজোতে অন্য রূপে৷ এবং তাতে দারুণ সাড়া পেয়েছেন৷
advertisement
3/7
গানের রিয়ালিটি শোয়ে মূলত ফোক গাইলেও অর্কদীপ এখন বিভিন্ন রকমের গান গাইতে ব্যস্ত৷ সঙ্গে তিনি গান কম্পোজও করছেন৷ এবার পুজোতে ভক্তদের জন্য রয়েছে তাঁর বিশেষ গান৷ তবে সেই গান তিনি গাইছেন না৷ আর এখানেই রয়েছে চমক!
গানের রিয়ালিটি শোয়ে মূলত ফোক গাইলেও অর্কদীপ এখন বিভিন্ন রকমের গান গাইতে ব্যস্ত৷ সঙ্গে তিনি গান কম্পোজও করছেন৷ এবার পুজোতে ভক্তদের জন্য রয়েছে তাঁর বিশেষ গান৷ তবে সেই গান তিনি গাইছেন না৷ আর এখানেই রয়েছে চমক!
advertisement
4/7
একসময় যে সুরকারে জন্য গান গেয়েছিলেন তিনি, এবার তাঁকেই দেখা যাবে অর্কর সুরে গান গাইতে৷ অর্কদীপের সুরে পুজোর গান গাইছেন লোপামুদ্রা মিত্র ও জয় সরকার৷ এর আগে জয় সরকারের সুরে বৌদি ক্যান্টিন ছবির গান গেয়েছিলেন অর্ক৷ এছাড়াও লোপামুদ্রার সঙ্গে নাচনি পোকা গানটি গেয়েছিলেন অর্কা৷
একসময় যে সুরকারে জন্য গান গেয়েছিলেন তিনি, এবার তাঁকেই দেখা যাবে অর্কর সুরে গান গাইতে৷ অর্কদীপের সুরে পুজোর গান গাইছেন লোপামুদ্রা মিত্র ও জয় সরকার৷ এর আগে জয় সরকারের সুরে বৌদি ক্যান্টিন ছবির গান গেয়েছিলেন অর্ক৷ এছাড়াও লোপামুদ্রার সঙ্গে নাচনি পোকা গানটি গেয়েছিলেন অর্কা৷ "এবার রোল রিভারসল হল", হেসে বলছেন অর্ক৷
advertisement
5/7
এবং সঙ্গে অর্কর বাড়তি পাওনা অবশ্যই নচিকেতা তাঁর সুরে গান গাইছেন৷ নচিদার গান শুনে বড় হয়েছি৷ তাঁর যে আমার তৈরি গান ভাল লাগবে এবং গাইতে রাজিও হবেন এটা অবশ্য বড় প্রাপ্তি৷ বলছেন অর্ক৷
এবং সঙ্গে অর্কর বাড়তি পাওনা অবশ্যই নচিকেতা তাঁর সুরে গান গাইছেন৷ "নচিদার গান শুনে বড় হয়েছি৷ তাঁর যে আমার তৈরি গান ভাল লাগবে এবং গাইতে রাজিও হবেন এটা অবশ্য বড় প্রাপ্তি৷" বলছেন অর্ক৷
advertisement
6/7
T-Series-র সঙ্গে জুটি বেঁধে পুজোর গান তৈরি করেছেন অর্কদীপ৷ একটি গান গেয়েছেন পৌশালী৷ বাকি দুটি লোপামুদ্রা মিত্র-জয় সরকার এবং নচিকেতা চক্রবর্তীর৷
T-Series-র সঙ্গে জুটি বেঁধে পুজোর গান তৈরি করেছেন অর্কদীপ৷ একটি গান গেয়েছেন পৌশালী৷ বাকি দুটি লোপামুদ্রা মিত্র-জয় সরকার এবং নচিকেতা চক্রবর্তীর৷
advertisement
7/7
বেশ কয়েকটি নিজের গান তৈরি করেছেন অর্ক৷ নিজের লাইভ শোতে সেই গানগুলি গাইছেন৷ যার মধ্যে টক্সিসিটি গানটি বেশ জনপ্রিয় হয়েছে৷
বেশ কয়েকটি নিজের গান তৈরি করেছেন অর্ক৷ নিজের লাইভ শোতে সেই গানগুলি গাইছেন৷ যার মধ্যে টক্সিসিটি গানটি বেশ জনপ্রিয় হয়েছে৷
advertisement
advertisement
advertisement