Aneek Dhar's Son Annaprasan: গায়ক অনীক ধরের ছেলের অন্নপ্রাশন, অনুষ্ঠানের থিমে চমক! হাজির ছিলেন কে কে? রইল সব ছবি

Last Updated:
আপাতত দুই ছেলে-মেয়েকে নিয়ে সুখের সংসার অনীক-দেবলীনার৷
1/13
গায়ক-সুরকার অনীক ধরের ছেলের অন্নপ্রাশন অনুষ্ঠান৷ কলকাতার একটি নামি অনুষ্ঠান ভেন্যুতে ছিল বিশাল ব্যবস্থাপনা৷ মিউজিক ইন্ডাস্ট্রির প্রায় সকলেই উপস্থিত ছিলেন সেখানে৷
গায়ক-সুরকার অনীক ধরের ছেলের অন্নপ্রাশন অনুষ্ঠান৷ কলকাতার একটি নামি অনুষ্ঠান ভেন্যুতে ছিল বিশাল ব্যবস্থাপনা৷ মিউজিক ইন্ডাস্ট্রির প্রায় সকলেই উপস্থিত ছিলেন সেখানে৷
advertisement
2/13
সঙ্গীতশিল্পী জোজো মুখোপাধ্যায় উপস্থিত ছিলেন তাঁর ছেলে আদিকে নিয়ে৷ ছোটদের নিয়ে ছবি তোলেন তিনি৷ অনীক ছিলেন ছেলে কোলে করে৷
সঙ্গীতশিল্পী জোজো মুখোপাধ্যায় উপস্থিত ছিলেন তাঁর ছেলে আদিকে নিয়ে৷ ছোটদের নিয়ে ছবি তোলেন তিনি৷ অনীক ছিলেন ছেলে কোলে করে৷
advertisement
3/13
অনীক তাঁর ছেলের নাম রেখেছেন আদবান৷ ‘আদবান’ শব্দটির অর্থ সূর্য।
অনীক তাঁর ছেলের নাম রেখেছেন আদবান৷ ‘আদবান’ শব্দটির অর্থ সূর্য।
advertisement
4/13
উল্লেখ্য, আদবানের ঘরোয়া অন্নপ্রাশনের অনুষ্ঠান আগেই হয়ে গিয়েছে৷ সেই ছবিও অনীক পোস্ট করেন তাঁর সোশ্যাল মিডিয়ায়৷
উল্লেখ্য, আদবানের ঘরোয়া অন্নপ্রাশনের অনুষ্ঠান আগেই হয়ে গিয়েছে৷ সেই ছবিও অনীক পোস্ট করেন তাঁর সোশ্যাল মিডিয়ায়৷
advertisement
5/13
সব আচার-অনুষ্ঠান পালন করে হয় অন্নপ্রাশন৷
সব আচার-অনুষ্ঠান পালন করে হয় অন্নপ্রাশন৷
advertisement
6/13
নাতির মুখে ভাতে ধর পরিবারে আয়োজন ছিল অনেক৷
নাতির মুখে ভাতে ধর পরিবারে আয়োজন ছিল অনেক৷
advertisement
7/13
ঘরোয়া অনুষ্ঠান মোটেও সাদামাটা ভাবে হয়নি৷ তবে শুধুমাত্র আত্মীয় ও কাছের মানুষরা হাজির ছিলেন সেই অনুষ্ঠানে৷
ঘরোয়া অনুষ্ঠান মোটেও সাদামাটা ভাবে হয়নি৷ তবে শুধুমাত্র আত্মীয় ও কাছের মানুষরা হাজির ছিলেন সেই অনুষ্ঠানে৷
advertisement
8/13
ফেব্রুয়ারিতে ঘরোয়া অন্নপ্রাশনের পর, মার্চ মাসের শুরুতে ছিল ধুমধাম করে অন্নপ্রাশনের পার্টি! বাইপাসের ধারে, এক বিলাশবহুল এলাকায় ছিল সেই অনুষ্ঠান৷ ছেলের নামের সঙ্গে মিলিয়ে ছিল অনুষ্ঠানের থিম৷ ‘আদবান’ শব্দটির মানে সূর্য, তাই থিম ছিল অ্যাস্ট্রোনমী, বা মহাকাশ বিজ্ঞানের সঙ্গে জুড়ে৷ ছবিতে সে বিষয়টি স্পষ্ট৷
ফেব্রুয়ারিতে ঘরোয়া অন্নপ্রাশনের পর, মার্চ মাসের শুরুতে ছিল ধুমধাম করে অন্নপ্রাশনের পার্টি! বাইপাসের ধারে, এক বিলাশবহুল এলাকায় ছিল সেই অনুষ্ঠান৷ ছেলের নামের সঙ্গে মিলিয়ে ছিল অনুষ্ঠানের থিম৷ ‘আদবান’ শব্দটির মানে সূর্য, তাই থিম ছিল অ্যাস্ট্রোনমী, বা মহাকাশ বিজ্ঞানের সঙ্গে জুড়ে৷ ছবিতে সে বিষয়টি স্পষ্ট৷
advertisement
9/13
গত ১০ সেপ্টেম্বর দ্বিতীয়বার বাবা হন সঙ্গীতশিল্পী অনীক ধর। সোশ্যাল মিডিয়ায় বাবা হওয়ার সুখবর নিজেই ভক্তদের সঙ্গে শেয়ার করেন গায়ক৷
গত ১০ সেপ্টেম্বর দ্বিতীয়বার বাবা হন সঙ্গীতশিল্পী অনীক ধর। সোশ্যাল মিডিয়ায় বাবা হওয়ার সুখবর নিজেই ভক্তদের সঙ্গে শেয়ার করেন গায়ক৷
advertisement
10/13
অনীক ধর এবং তাঁর স্ত্রী দেবলীনা খুবই সক্রিয় সোশ্যাল মিডিয়ায়৷ গান-নাচের ভিডিও পোস্ট করেন এই সেবিব্রিটি কাপল৷
অনীক ধর এবং তাঁর স্ত্রী দেবলীনা খুবই সক্রিয় সোশ্যাল মিডিয়ায়৷ গান-নাচের ভিডিও পোস্ট করেন এই সেবিব্রিটি কাপল৷
advertisement
11/13
২০১৮ সালে প্রথমবার বাবা হয়েছিলেন সঙ্গীতশিল্পী অনীক৷ ফুটফুটে কন্যা সন্তানের পর এবার তাঁদের ঘরে এসেছে পুত্রসন্তান৷
২০১৮ সালে প্রথমবার বাবা হয়েছিলেন সঙ্গীতশিল্পী অনীক৷ ফুটফুটে কন্যা সন্তানের পর এবার তাঁদের ঘরে এসেছে পুত্রসন্তান৷
advertisement
12/13
ছোট্ট ছেলেকে নিয়ে ইতিমধ্যেই তাঁরা বাইরে বেড়িয়েও এসেছেন৷
ছোট্ট ছেলেকে নিয়ে ইতিমধ্যেই তাঁরা বাইরে বেড়িয়েও এসেছেন৷
advertisement
13/13
আপাতত দুই ছেলে-মেয়েকে নিয়ে সুখের সংসার অনীক-দেবলীনার৷
আপাতত দুই ছেলে-মেয়েকে নিয়ে সুখের সংসার অনীক-দেবলীনার৷
advertisement
advertisement
advertisement