Singer Adnan Sami Life: স্ত্রীর অশ্লীল ভিডিও-চারটি বিয়ে-১৬৭ কেজি ওজন কমিয়ে চমক! আদনানের এই গল্প শুনলে মাথা ঘুরে যাবে

Last Updated:
Singer Adnan Sami Life: আশা ভোঁসলের সঙ্গে 'কভি তো নজর মিলাও' গেয়ে লক্ষ লক্ষ মানুষের মন জয় করেছিলেন আদনান সামি। কিন্তু সেই নাকি স্ত্রীয়ের অশ্লীল ভিডিও বানাতেন। জানুন
1/11
ধূমকেতুর মতো উত্থান, ধূমকেতুর মতোই পতন। একসময় গানের জগতে দাপিয়ে বেরিয়েছেন। কিন্তু এখন এককথায় কোনও পাত্তা নেই তাঁর। কথা বলছি আদনান সামির। আশা ভোঁসলের সঙ্গে 'কভি তো নজর মিলাও' গেয়ে লক্ষ লক্ষ মানুষের মন জয় করেছিলেন আদনান।
ধূমকেতুর মতো উত্থান, ধূমকেতুর মতোই পতন। একসময় গানের জগতে দাপিয়ে বেরিয়েছেন। কিন্তু এখন এককথায় কোনও পাত্তা নেই তাঁর। কথা বলছি আদনান সামির। আশা ভোঁসলের সঙ্গে 'কভি তো নজর মিলাও' গেয়ে লক্ষ লক্ষ মানুষের মন জয় করেছিলেন আদনান।
advertisement
2/11
আদনান সামির জন্ম লন্ডনে। বাবা, পাকিস্তানি বায়ুসেনার আধিকারিক। মা নৌরিন ছিলেন জম্মু কাশ্মীরের মেয়ে। তিনি আদনান সামি। তাঁকে বলা হয় সঙ্গীতের সুলতান।
আদনান সামির জন্ম লন্ডনে। বাবা, পাকিস্তানি বায়ুসেনার আধিকারিক। মা নৌরিন ছিলেন জম্মু কাশ্মীরের মেয়ে। তিনি আদনান সামি। তাঁকে বলা হয় সঙ্গীতের সুলতান।
advertisement
3/11
ইংল্যান্ডের ওয়েস্ট মিডল্যান্ডস-এর রাগবি স্কুল থেকে পড়াশোনার পরে লন্ডনের কিংস কলেজ। এরপর লিঙ্কনস ইন থেকে আইনজীবী হিসেবে উত্তীর্ণ হন আদনান। পাঁচ বছর বয়স থেকেই পিয়ানো বাজাতেন তিনি। নয় বছর বয়সে প্রথম সুর রচনা। ছুটিতে ভারতে এলে তিনি পণ্ডিত শিবকুমার শর্মার কাছে সন্তুর বাজানো শিখতেন।
ইংল্যান্ডের ওয়েস্ট মিডল্যান্ডস-এর রাগবি স্কুল থেকে পড়াশোনার পরে লন্ডনের কিংস কলেজ। এরপর লিঙ্কনস ইন থেকে আইনজীবী হিসেবে উত্তীর্ণ হন আদনান। পাঁচ বছর বয়স থেকেই পিয়ানো বাজাতেন তিনি। নয় বছর বয়সে প্রথম সুর রচনা। ছুটিতে ভারতে এলে তিনি পণ্ডিত শিবকুমার শর্মার কাছে সন্তুর বাজানো শিখতেন।
advertisement
4/11
তাঁর প্রথম সিঙ্গল ‘রান ফর হুজ লাইফ’ ছিল ইংরেজিতে। মুক্তি পায় ১৯৮৬ সালে। মধ্যপ্রাচ্যে তুমুল জনপ্রিয় হয় তাঁর গান। ১৯৯৫ সালে সিনেমার গানে পথ চলা শুরু। পাকিস্তানি সিনেমা ‘সরগম’-এ তিনি ছিলেন সঙ্গীত পরিচালক এবং অভিনেতা। এটাই তাঁর অভিনীত একমাত্র সিনেমা। পাকিস্তানে বেস্ট সেলিং অ্যালবামের মধ্যে অন্যতম ‘সরগম’।
তাঁর প্রথম সিঙ্গল ‘রান ফর হুজ লাইফ’ ছিল ইংরেজিতে। মুক্তি পায় ১৯৮৬ সালে। মধ্যপ্রাচ্যে তুমুল জনপ্রিয় হয় তাঁর গান। ১৯৯৫ সালে সিনেমার গানে পথ চলা শুরু। পাকিস্তানি সিনেমা ‘সরগম’-এ তিনি ছিলেন সঙ্গীত পরিচালক এবং অভিনেতা। এটাই তাঁর অভিনীত একমাত্র সিনেমা। পাকিস্তানে বেস্ট সেলিং অ্যালবামের মধ্যে অন্যতম ‘সরগম’।
advertisement
5/11
এরপর বলিউডে গান ও অভিনয়, দু’দিকেই সুযোগ আসতে থাকে আদনানের কাছে। ‘আজনবি’, ‘চোর মচায়ে শোর’, ‘আওয়ারা পাগল দিওয়ানা’, ‘সাথিয়া’, ‘কোই মিল গয়া’, ‘জগার্স পার্ক’, ‘পেজ থ্রি’, ‘গরম মশালা’, ‘খোলসা কা ঘোসলা’, ‘ডার্লিং’, ‘ধামাল’-এর মতো সিনেমায় আদনান সামির গান শ্রোতাদের মনে দাগ কাটে। বলিউডে তাঁর শেষ কাজ এখনও অবধি ২০১৫ সালে, ‘বজরঙ্গি ভাইজান’ ছবিতে।
এরপর বলিউডে গান ও অভিনয়, দু’দিকেই সুযোগ আসতে থাকে আদনানের কাছে। ‘আজনবি’, ‘চোর মচায়ে শোর’, ‘আওয়ারা পাগল দিওয়ানা’, ‘সাথিয়া’, ‘কোই মিল গয়া’, ‘জগার্স পার্ক’, ‘পেজ থ্রি’, ‘গরম মশালা’, ‘খোলসা কা ঘোসলা’, ‘ডার্লিং’, ‘ধামাল’-এর মতো সিনেমায় আদনান সামির গান শ্রোতাদের মনে দাগ কাটে। বলিউডে তাঁর শেষ কাজ এখনও অবধি ২০১৫ সালে, ‘বজরঙ্গি ভাইজান’ ছবিতে।
advertisement
6/11
১৯৯৩ সালে পাকিস্তানি অভিনেত্রী জেবা বখতিয়ারকে বিয়ে করেন আদনান সামি। তাঁদের একমাত্র ছেলের নাম আজান সামি খান। বিয়ের তিন বছর পরে ভেঙে যায় এই দাম্পত্য। তাঁদের মধ্যে এখন বন্ধুত্বের সম্পর্ক আছে। বিয়ে হয়ে গিয়েছে তাঁদের একমাত্র ছেলে আজানেরও।
১৯৯৩ সালে পাকিস্তানি অভিনেত্রী জেবা বখতিয়ারকে বিয়ে করেন আদনান সামি। তাঁদের একমাত্র ছেলের নাম আজান সামি খান। বিয়ের তিন বছর পরে ভেঙে যায় এই দাম্পত্য। তাঁদের মধ্যে এখন বন্ধুত্বের সম্পর্ক আছে। বিয়ে হয়ে গিয়েছে তাঁদের একমাত্র ছেলে আজানেরও।
advertisement
7/11
২০০১ সালে দ্বিতীয় বিয়ে দুবাইয়ের ব্যবসায়ী সাবাহ গালাদরিকে। তাঁদের দু’জনেরই এটা ছিল দ্বিতীয় বিয়ে। দেড় বছরের মাথায় ভেঙে যায় আদনানের দ্বিতীয় বিয়েও। দাদা আদনানকে একটি ফেসবুক পোস্ট দেন ভাই জুনায়েদ সামি, যা রীতিমতো ভাইরাল হয়েছিল। আদনান আসলে কেমন মানুষ, পোস্ট করে জানিয়েছিলেন তিনি। তাঁর দাদা যে মিথ্যাবাদী, তা আগেই বলেছিলেন শিল্পীর ভাই। এ বার এক চাঞ্চল্যকর তথ্য সামনে আনলেন জুনায়েদ। আদনান নাকি তাঁর স্ত্রীর পর্ন ভিডিও বানিয়েছেন।
২০০১ সালে দ্বিতীয় বিয়ে দুবাইয়ের ব্যবসায়ী সাবাহ গালাদরিকে। তাঁদের দু’জনেরই এটা ছিল দ্বিতীয় বিয়ে। দেড় বছরের মাথায় ভেঙে যায় আদনানের দ্বিতীয় বিয়েও। দাদা আদনানকে একটি ফেসবুক পোস্ট দেন ভাই জুনায়েদ সামি, যা রীতিমতো ভাইরাল হয়েছিল। আদনান আসলে কেমন মানুষ, পোস্ট করে জানিয়েছিলেন তিনি। তাঁর দাদা যে মিথ্যাবাদী, তা আগেই বলেছিলেন শিল্পীর ভাই। এ বার এক চাঞ্চল্যকর তথ্য সামনে আনলেন জুনায়েদ। আদনান নাকি তাঁর স্ত্রীর পর্ন ভিডিও বানিয়েছেন।
advertisement
8/11
তিনি আরও বলেন, তাঁর দাদা আদনান জন্মের স্থান নিয়েও দ্বিচারিতা করেছেন। রাওয়লপিন্ডিতে জন্ম, কিন্তু বলে বেড়িয়েছেন তিনি ইংল্যান্ডে জন্মেছেন। একগুচ্ছ অভিযোগে ভর্তি পোস্ট দেন তাঁর ভাই। যদিও পরে সেই পোস্ট মুছে ফেলেছেন জুনায়েদ।
তিনি আরও বলেন, তাঁর দাদা আদনান জন্মের স্থান নিয়েও দ্বিচারিতা করেছেন। রাওয়লপিন্ডিতে জন্ম, কিন্তু বলে বেড়িয়েছেন তিনি ইংল্যান্ডে জন্মেছেন। একগুচ্ছ অভিযোগে ভর্তি পোস্ট দেন তাঁর ভাই। যদিও পরে সেই পোস্ট মুছে ফেলেছেন জুনায়েদ।
advertisement
9/11
২০০৬ সালের জুন মাসে আদনান জানান, তাঁর দেহের ওজন ২৩০ কেজি। চিকিৎসকরা জানিয়েছেন, এ ভাবে থাকলে তাঁর আয়ুষ্কাল হবে মাত্র ৬ মাস। এরপর কঠোর ডায়েটিং ও শরীরচর্চায় তিনি ১৬ মাসে ১৬৭ কেজি ওজন কমান।
২০০৬ সালের জুন মাসে আদনান জানান, তাঁর দেহের ওজন ২৩০ কেজি। চিকিৎসকরা জানিয়েছেন, এ ভাবে থাকলে তাঁর আয়ুষ্কাল হবে মাত্র ৬ মাস। এরপর কঠোর ডায়েটিং ও শরীরচর্চায় তিনি ১৬ মাসে ১৬৭ কেজি ওজন কমান।
advertisement
10/11
২০০১ সালে থেকে সামি ভারতে থাকছিলেন ভিজিটর্স ভিসায়। ২০০৮ সালে মুম্বই এসে তাঁকে আবার বিয়ে করেন দ্বিতীয় স্ত্রী সাবাহ। কিন্তু এই পুনর্বিবাহও এক বছরের বেশি স্থায়ী হয়নি।
২০০১ সালে থেকে সামি ভারতে থাকছিলেন ভিজিটর্স ভিসায়। ২০০৮ সালে মুম্বই এসে তাঁকে আবার বিয়ে করেন দ্বিতীয় স্ত্রী সাবাহ। কিন্তু এই পুনর্বিবাহও এক বছরের বেশি স্থায়ী হয়নি।
advertisement
11/11
আট বছর পরে চতুর্থ বারের জন্য বিয়ের মঞ্চে আদনান সামি। ২০১০ সালে বিয়ে করলেন রোয়া সামি খানকে। তাঁদের একমাত্র মেয়ে মেদিনা সামি খান। ২০১৫ সালে তিনি ভারত সরকারের কাছে আবেদন করেন ভারতীয় নাগরিকত্বের। ২০১৬ সালে তাঁর আবেদন মঞ্জুর হয়।
আট বছর পরে চতুর্থ বারের জন্য বিয়ের মঞ্চে আদনান সামি। ২০১০ সালে বিয়ে করলেন রোয়া সামি খানকে। তাঁদের একমাত্র মেয়ে মেদিনা সামি খান। ২০১৫ সালে তিনি ভারত সরকারের কাছে আবেদন করেন ভারতীয় নাগরিকত্বের। ২০১৬ সালে তাঁর আবেদন মঞ্জুর হয়।
advertisement
advertisement
advertisement