Singer Adnan Sami Life: স্ত্রীর অশ্লীল ভিডিও-চারটি বিয়ে-১৬৭ কেজি ওজন কমিয়ে চমক! আদনানের এই গল্প শুনলে মাথা ঘুরে যাবে
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Singer Adnan Sami Life: আশা ভোঁসলের সঙ্গে 'কভি তো নজর মিলাও' গেয়ে লক্ষ লক্ষ মানুষের মন জয় করেছিলেন আদনান সামি। কিন্তু সেই নাকি স্ত্রীয়ের অশ্লীল ভিডিও বানাতেন। জানুন
advertisement
advertisement
advertisement
তাঁর প্রথম সিঙ্গল ‘রান ফর হুজ লাইফ’ ছিল ইংরেজিতে। মুক্তি পায় ১৯৮৬ সালে। মধ্যপ্রাচ্যে তুমুল জনপ্রিয় হয় তাঁর গান। ১৯৯৫ সালে সিনেমার গানে পথ চলা শুরু। পাকিস্তানি সিনেমা ‘সরগম’-এ তিনি ছিলেন সঙ্গীত পরিচালক এবং অভিনেতা। এটাই তাঁর অভিনীত একমাত্র সিনেমা। পাকিস্তানে বেস্ট সেলিং অ্যালবামের মধ্যে অন্যতম ‘সরগম’।
advertisement
এরপর বলিউডে গান ও অভিনয়, দু’দিকেই সুযোগ আসতে থাকে আদনানের কাছে। ‘আজনবি’, ‘চোর মচায়ে শোর’, ‘আওয়ারা পাগল দিওয়ানা’, ‘সাথিয়া’, ‘কোই মিল গয়া’, ‘জগার্স পার্ক’, ‘পেজ থ্রি’, ‘গরম মশালা’, ‘খোলসা কা ঘোসলা’, ‘ডার্লিং’, ‘ধামাল’-এর মতো সিনেমায় আদনান সামির গান শ্রোতাদের মনে দাগ কাটে। বলিউডে তাঁর শেষ কাজ এখনও অবধি ২০১৫ সালে, ‘বজরঙ্গি ভাইজান’ ছবিতে।
advertisement
advertisement
২০০১ সালে দ্বিতীয় বিয়ে দুবাইয়ের ব্যবসায়ী সাবাহ গালাদরিকে। তাঁদের দু’জনেরই এটা ছিল দ্বিতীয় বিয়ে। দেড় বছরের মাথায় ভেঙে যায় আদনানের দ্বিতীয় বিয়েও। দাদা আদনানকে একটি ফেসবুক পোস্ট দেন ভাই জুনায়েদ সামি, যা রীতিমতো ভাইরাল হয়েছিল। আদনান আসলে কেমন মানুষ, পোস্ট করে জানিয়েছিলেন তিনি। তাঁর দাদা যে মিথ্যাবাদী, তা আগেই বলেছিলেন শিল্পীর ভাই। এ বার এক চাঞ্চল্যকর তথ্য সামনে আনলেন জুনায়েদ। আদনান নাকি তাঁর স্ত্রীর পর্ন ভিডিও বানিয়েছেন।
advertisement
advertisement
advertisement
advertisement