হোম » ছবি » বিনোদন » সিদ্ধান্ত থেকে রাজু শ্রীবাস্তব! হৃদরোগে আক্রান্ত হয়ে অকালে প্রয়াত এই তারকারা
Siddhaanth Vir Surryavanshi : সিদ্ধান্ত বীর সূর্যবংশী থেকে রাজু শ্রীবাস্তব! হৃদরোগে আক্রান্ত হয়ে অকালে প্রয়াত এই তারকারা
Bangla Digital Desk
1/ 9
কয়েক বছরে হিন্দি টেলিভিশন থেকে বলিউডের বেশ কিছু শিল্পীর মৃত্য়ু হয়েছে হার্ট অ্য়াটাকে। তারমধ্য়ে জিম করতে করতেই মৃত্য়ু হয়েছে সিদ্ধান্ত বীর সূর্যবংশী এবং রাজু শ্রীবাস্তবের। এই হার্ট অ্য়াটাক হয়ে মৃত্য়ুর তালিকায় রয়েছেন বেশ কয়েকজনের নাম, রইল তালিকা।
2/ 9
১১ নভেম্বর, আজ প্রয়াত ছোট পর্দার বিখ্যাত অভিনেতা সিদ্ধান্ত বীর সূর্যবংশী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৪৬ বছর। কুসুম, ওয়ারিস, সূর্যপুত্র কর্ণের মতো একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। জিমে শরীরচর্চা করতে করতে আচমকাই মৃত্যু হয় তাঁর।
3/ 9
কমেডিয়ান রাজু শ্রীবাস্তব ৫৮ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন ২১ সেপ্টেম্বর। তাঁর মৃত্য়ুও হয়েছিল ঠিক এই জিমেই, হৃদরোগে আক্রান্ত হয়ে।
4/ 9
নজরুল মঞ্চে গান গাইতে গাইতে মাত্র ৫৩ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন চলতি বছেরের ৩২মে-তে।
Siddhaanth Vir Surryavanshi : সিদ্ধান্ত বীর সূর্যবংশী থেকে রাজু শ্রীবাস্তব! হৃদরোগে আক্রান্ত হয়ে অকালে প্রয়াত এই তারকারা
কয়েক বছরে হিন্দি টেলিভিশন থেকে বলিউডের বেশ কিছু শিল্পীর মৃত্য়ু হয়েছে হার্ট অ্য়াটাকে। তারমধ্য়ে জিম করতে করতেই মৃত্য়ু হয়েছে সিদ্ধান্ত বীর সূর্যবংশী এবং রাজু শ্রীবাস্তবের। এই হার্ট অ্য়াটাক হয়ে মৃত্য়ুর তালিকায় রয়েছেন বেশ কয়েকজনের নাম, রইল তালিকা।
Siddhaanth Vir Surryavanshi : সিদ্ধান্ত বীর সূর্যবংশী থেকে রাজু শ্রীবাস্তব! হৃদরোগে আক্রান্ত হয়ে অকালে প্রয়াত এই তারকারা
১১ নভেম্বর, আজ প্রয়াত ছোট পর্দার বিখ্যাত অভিনেতা সিদ্ধান্ত বীর সূর্যবংশী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৪৬ বছর। কুসুম, ওয়ারিস, সূর্যপুত্র কর্ণের মতো একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। জিমে শরীরচর্চা করতে করতে আচমকাই মৃত্যু হয় তাঁর।