ভাই বা বোন থাকলে জীবন এক আলাদা মাত্রা পায়। সুখ, দুঃখ, দায়িত্ব, আনন্দ সবটা তার সঙ্গে ভাগ করে নেওয়ার মতো খুশি আর কিছুতে নেই। দেখে নেওয়া যাক বলিউডের একগুচ্ছ ভাইবোনের জুটিকে।
2/ 8
বোন শাহিন ভাটই হল আলিয়ার প্রিয় বন্ধু। প্রায়ই শাহিনের সঙ্গে নানা মুহূর্তের ছবি তিনি শেয়ার করে নেন।
3/ 8
বলিউডের এই দুই বোনের জুটি খুবই জনপ্রিয়। শিল্পা শেট্টি ও শমিতা শেট্টি। দিদি শিল্পার খুব আদরের ও স্নেহের হলেন শমিতা। এমন দিদি থাকলে জীবনে সমস্যাই থাকে না।
4/ 8
নতুন প্রজন্মের চর্চিত দুই বোনের জুটি জাহ্নবী ও খুশি কাপুর। শ্রীদেবীর এই দুই রূপে পরস্পরকে টেক্কা দিতে পারেন। কিন্তু দুই বোনের আদুরে সম্পর্ক দেখার মতো।
5/ 8
বলিউডের দুই ভাইবোনের জনপ্রিয় জুটি হল সইফ আলি খান ও সোহা আলি খান। প্রায়ই একসঙ্গে নানা ছবি শেয়ার করেন দুজনেই। গোটা পরিবার একসঙ্গে বহু সময় কাটায়।
6/ 8
অভিনেতা আয়ুষ্মান খুরানা প্রায়ই তাঁর ভাই অপরশক্তি খুরানার সঙ্গে নানা ছবি শেয়ার করেন সোশ্যালে।
7/ 8
ভাইবোনের কথায় কী ভাবে বাদ দেওয়া যায় বলিউডের দুই হিট বোন করিশমা কাপুর ও করিনা কাপুরের নাম। দুই বোনের বয়সের ব্যবধান বেশ খানিকটা। কিন্তু দুজনের সম্পর্ক খুব মধুর।
8/ 8
হুমা কুরেশি ও সাকিব সালিম দুই ভাই বোন। বলিউডের এই ভাইবোনের জুটিও বেশ জনপ্রিয়।