Shruti-Swarnendu: চানাচুর-মুড়ি খাচ্ছেন স্বামী! 'আমি মিঃ সমাদ্দারের গর্বিত স্ত্রী', বললেন 'রাঙা বউ' শ্রুতি

Last Updated:
Shruti-Swarnendu: সোশ্যাল মিডিয়ায় নিজেদের বহু ছবি আগেও শেয়ার করেছেন অভিনেত্রী। এবার স্বামী স্বর্ণেন্দু সমাদ্দারের কাজের সময় চানাচুর-মুড়ি খাওয়ার একটি রিল পোস্ট করলেন তাঁর ইনস্টাগ্রামে।
1/5
গোপনে বিয়ে করার ট্রেন্ডে হেঁটেছিলেন অভিনেত্রী শ্রুতি দাস ও স্বর্ণেন্দু সমাদ্দার। লাল গোলাপে মোড়া কেকের ছবি দিয়ে মিস টু মিসেস হওয়ার খবর জানিয়েছিলেন শ্রুতি৷
গোপনে বিয়ে করার ট্রেন্ডে হেঁটেছিলেন অভিনেত্রী শ্রুতি দাস ও স্বর্ণেন্দু সমাদ্দার। লাল গোলাপে মোড়া কেকের ছবি দিয়ে মিস টু মিসেস হওয়ার খবর জানিয়েছিলেন শ্রুতি৷
advertisement
2/5
সোশ্যাল মিডিয়ায় নিজেদের বহু ছবি আগেও শেয়ার করেছেন অভিনেত্রী। এবার স্বামী স্বর্ণেন্দু সমাদ্দারের কাজের সময় চানাচুর-মুড়ি খাওয়ার একটি রিল পোস্ট করলেন তাঁর ইনস্টাগ্রামে।
সোশ্যাল মিডিয়ায় নিজেদের বহু ছবি আগেও শেয়ার করেছেন অভিনেত্রী। এবার স্বামী স্বর্ণেন্দু সমাদ্দারের কাজের সময় চানাচুর-মুড়ি খাওয়ার একটি রিল পোস্ট করলেন তাঁর ইনস্টাগ্রামে।
advertisement
3/5
 রিল পোস্ট করে তিনি লিখেছেন, ‘প্রায় ২০টি সিরিয়ালের সফল পরিচালক এবং প্রায়শই শট ডিভিশনের সময় চানাচুর মুড়ি খেয়ে থাকা আগে প্রতিদিন আমাকে অবাক করে দেয়। মনে হতে পারে আমি তাঁকে নিয়ে গর্ব করছি কিন্তু হ্যাঁ আমি (ব্যক্তিগতভাবে) মনে করি যে সোশ্যাল মিডিয়ায় বিলাসবহুল জীবনযাপন দেখানো আর শো-অফ ছাড়া কিছুই নয়। এটা আপনার শ্রেষ্ঠত্ব বা প্রতিভাকে তুলে ধরে না। সরল হওয়াই আপনার পরিচয় বা ব্যক্তিত্বের প্রধান শ্রেষ্ঠত্ব।’
রিল পোস্ট করে তিনি লিখেছেন, ‘প্রায় ২০টি সিরিয়ালের সফল পরিচালক এবং প্রায়শই শট ডিভিশনের সময় চানাচুর মুড়ি খেয়ে থাকা আগে প্রতিদিন আমাকে অবাক করে দেয়। মনে হতে পারে আমি তাঁকে নিয়ে গর্ব করছি কিন্তু হ্যাঁ আমি (ব্যক্তিগতভাবে) মনে করি যে সোশ্যাল মিডিয়ায় বিলাসবহুল জীবনযাপন দেখানো আর শো-অফ ছাড়া কিছুই নয়। এটা আপনার শ্রেষ্ঠত্ব বা প্রতিভাকে তুলে ধরে না। সরল হওয়াই আপনার পরিচয় বা ব্যক্তিত্বের প্রধান শ্রেষ্ঠত্ব।’
advertisement
4/5
 তিনি তাঁর বাবা-মা ও স্বামীকে জীবনের অনুপ্রেরণা বলেছেন। তিনি পোস্টে আরও লেখেন, ‘শুধুমাত্র এই কারণেই আমার বাবা-মা এবং আমার স্বামী আমার অনুপ্রেরণা। তাই, আমি চেষ্টা করি আমার মধ্যে থাকা আত্মবিশ্বাস নিয়ে আরও মাটির কাছাকাছি থাকতে চাই। আমি মিঃ সমাদ্দারের গর্বিত স্ত্রী। স্বর্ণ আমি তোমাকে ভালোবাসি। পনুশ্চ- তোমার অনুমতি ছাড়াই তোমার ভিডিও তোলার জন‍্য দুঃখিত। আমি আবারও বলছি আমি তোমাকে ভালবাসি। তুমি একজন সৎ মানুষ। স্যার আমি তোমাকে শ্রদ্ধা করি।’
তিনি তাঁর বাবা-মা ও স্বামীকে জীবনের অনুপ্রেরণা বলেছেন। তিনি পোস্টে আরও লেখেন, ‘শুধুমাত্র এই কারণেই আমার বাবা-মা এবং আমার স্বামী আমার অনুপ্রেরণা। তাই, আমি চেষ্টা করি আমার মধ্যে থাকা আত্মবিশ্বাস নিয়ে আরও মাটির কাছাকাছি থাকতে চাই। আমি মিঃ সমাদ্দারের গর্বিত স্ত্রী। স্বর্ণ আমি তোমাকে ভালোবাসি। পনুশ্চ- তোমার অনুমতি ছাড়াই তোমার ভিডিও তোলার জন‍্য দুঃখিত। আমি আবারও বলছি আমি তোমাকে ভালবাসি। তুমি একজন সৎ মানুষ। স্যার আমি তোমাকে শ্রদ্ধা করি।’
advertisement
5/5
তাঁদের বয়সের ব‍্যবধান নিয়ে বারবার চর্চা হয়েছে। তবে, তা নিয়ে একটুও বিচলিত নন তাঁরা। চলতি বছরে, সাত পাকে বাঁধা পড়েন তারকা দম্পতি।
তাঁদের বয়সের ব‍্যবধান নিয়ে বারবার চর্চা হয়েছে। তবে, তা নিয়ে একটুও বিচলিত নন তাঁরা। চলতি বছরে, সাত পাকে বাঁধা পড়েন তারকা দম্পতি।
advertisement
advertisement
advertisement