Shruti Das: মেগার গণ্ডি পেরিয়ে এবার বড় পর্দায়! নতুন বছরে সুখবর দিলেন শ্রুতি, সঙ্গে থাকছেন বলিউডের অভিনেত্রী

Last Updated:
কিছুদিন শেষ হয়েছে 'রাঙা বউ'। অনেকটা মন খারাপ নিয়ে মেগার কাজ শেষ করেছিলেন শ্রুতি দাস। তবে এবার বিরাট খবর দিলেন নায়িকা। এবার বড় পর্দায় পা দিতে চলেছেন অভিনেত্রী।
1/6
কিছুদিন শেষ হয়েছে 'রাঙা বউ'। অনেকটা মন খারাপ নিয়ে মেগার কাজ শেষ করেছিলেন শ্রুতি দাস। তবে এবার বিরাট খবর দিলেন নায়িকা। এবার বড় পর্দায় পা দিতে চলেছেন অভিনেত্রী।
কিছুদিন শেষ হয়েছে 'রাঙা বউ'। অনেকটা মন খারাপ নিয়ে মেগার কাজ শেষ করেছিলেন শ্রুতি দাস। তবে এবার বিরাট খবর দিলেন নায়িকা। এবার বড় পর্দায় পা দিতে চলেছেন অভিনেত্রী।
advertisement
2/6
৯ ডিসেম্বর শেষ হয়েছে শ্যুটিং। সম্প্রচার শেষ হয়েছে ১৭ ডিসেম্বর। মেগা শেষ দিনের শ্যুটে মন খারাপের কথা 'রাঙা বউ' শেয়ার করে নিয়েছিলেন অনুরাগীদের সঙ্গে।
৯ ডিসেম্বর শেষ হয়েছে শ্যুটিং। সম্প্রচার শেষ হয়েছে ১৭ ডিসেম্বর। মেগা শেষ দিনের শ্যুটে মন খারাপের কথা 'রাঙা বউ' শেয়ার করে নিয়েছিলেন অনুরাগীদের সঙ্গে।
advertisement
3/6
শ্রুতি লিখেছিলেন, 'হাতে নতুন কাজ থাকা অবস্থায় কর্মরত প্রজেক্টের শেষ কলটাইম পাওয়া আর অনির্দিষ্ট পথ চলা শুরু হওয়া অবস্থায় চলতি কাজের শেষ কলটাইম পাওয়ার মধ্যে বিস্তর ফারাক। নিশ্চয়ই প্রথম উদাহরণ টা আমার ক্ষেত্রেও একদিন কার্যকরী হবে। তবে অনিচ্ছাকৃত-অনির্দিষ্টকালের জন্য এই বিরতি যেন আমার এবং আমার মতো 'রাঙা বউ' টিমের অনেকের জন্য সুখকর হয় এই আশীর্বাদ করবেন।'
শ্রুতি লিখেছিলেন, 'হাতে নতুন কাজ থাকা অবস্থায় কর্মরত প্রজেক্টের শেষ কলটাইম পাওয়া আর অনির্দিষ্ট পথ চলা শুরু হওয়া অবস্থায় চলতি কাজের শেষ কলটাইম পাওয়ার মধ্যে বিস্তর ফারাক। নিশ্চয়ই প্রথম উদাহরণ টা আমার ক্ষেত্রেও একদিন কার্যকরী হবে। তবে অনিচ্ছাকৃত-অনির্দিষ্টকালের জন্য এই বিরতি যেন আমার এবং আমার মতো 'রাঙা বউ' টিমের অনেকের জন্য সুখকর হয় এই আশীর্বাদ করবেন।'
advertisement
4/6
তবে এই পোস্টের কিছুদিন পরই কাজে ফিরলেন শ্রুতি। তাও একদম নতুন ভাবে। জানা গিয়েছে নন্দিতা-শিবপ্রসাদ জুটির হাত ধরেই নাকি বড় পর্দায় তাঁর অভিষেক হবে।
তবে এই পোস্টের কিছুদিন পরই কাজে ফিরলেন শ্রুতি। তাও একদম নতুন ভাবে। জানা গিয়েছে নন্দিতা-শিবপ্রসাদ জুটির হাত ধরেই নাকি বড় পর্দায় তাঁর অভিষেক হবে।
advertisement
5/6
নন্দিতা-শিবপ্রসাদের আসন্ন ছবি 'আমার বস' সিনেমায় তাঁকে অতন্ত্য একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে।
নন্দিতা-শিবপ্রসাদের আসন্ন ছবি 'আমার বস' সিনেমায় তাঁকে অতন্ত্য একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে।
advertisement
6/6
তবে এখানেই চমকের শেষ নয়। এই ছবিতে থাকছেন রাখি গুলজারও। তিনি বুধবার ছবির শ্যুটংয়ের জন্য কলকাতায় এসেছেন। পাশাপাশি এখানে শ্রাবন্তী চট্টোপাধ্যায়েরও দেখা যাবে। সঙ্গে থাকবেন শিবপ্রসাদ নিজেও।
তবে এখানেই চমকের শেষ নয়। এই ছবিতে থাকছেন রাখি গুলজারও। তিনি বুধবার ছবির শ্যুটংয়ের জন্য কলকাতায় এসেছেন। পাশাপাশি এখানে শ্রাবন্তী চট্টোপাধ্যায়েরও দেখা যাবে। সঙ্গে থাকবেন শিবপ্রসাদ নিজেও।
advertisement
advertisement
advertisement