সমুদ্রে ঝড় বোধহয় একেই বলে। টেলি অভিনেত্রী শ্রিয়া সরন বিকিনিতে আলোড়ন তুলে দিলেন সমুদ্র সৈকতে। পারদ চড়ল নেট দুনিয়ায়।
গোয়ায় ছুটি কাটাচ্ছেন অভিনেত্রী। সঙ্গে রয়েছে তাঁর একরত্তি খুদে মেয়েও।
ফ্যামিলি গোল সেট করছেন শ্রিয়া। এই ছবি মুহূর্তে ভাইরাল হয়েছে।
সমুদ্র সৈকতে টানটান হয়ে শুয়ে শ্রিয়া। সমুদ্র স্রোত ভিজিয়ে দিচ্ছে তাঁর ত্বন্বী অবয়ব।
ভেজা শরীর। পরনে বিকিনি। শান্তির ডুব দিয়েছেন শ্রিয়া সরন।
মেয়ে রাধাকে নিয়ে মায়ের সুসময়। সমুদ্র সৈকতই যেন শান্তিস্থল।
উর্ধ্বাঙ্গ প্রায় অনাবৃত। শ্রিয়ার সাহসী সৌন্দর্যের দিক থেকে নজর ঘোরায় কার সাধ্যে।
জলের তলায় শান্তির ডুব। লাল বিকিনিতে রোমাঞ্চকর অভিজ্ঞতা।
এই কোলাজ মুহূর্তে ভাইরাল হয়এছে নেট দুনিয়ায়।
বিকিনির উপরে স্বচ্ছ শার্ট। পারদ চড়ল মুহূর্তে।
...