Shovan Ganguly-Swastika Dutta: শেষ ৩ বছরের সম্পর্ক! আলাদা হল পথ? শোভন-স্বস্তিকার প্রেম ভাঙার আসল কারণ কী!

Last Updated:
কিন্তু শেষমেশ সব চেষ্টাই বৃথা। পথ আলাদা হল দু'জনের। ভাঙল প্রেম। গায়ক এবং নায়িকার ঘনিষ্ঠ সূত্রে খবর এমনই।
1/5
গুঞ্জন রটেছিল আগেই। শোনা যাচ্ছিল, আলগা হচ্ছে সম্পর্কের সুতো। চিড় ধরেছে শোভন গঙ্গোপাধ্যায় এবং স্বস্তিকা দত্তের সম্পর্কে। দু'জনের মধ্যে নাকি বাড়ছিল দুরত্ব।
গুঞ্জন রটেছিল আগেই। শোনা যাচ্ছিল, আলগা হচ্ছে সম্পর্কের সুতো। চিড় ধরেছে শোভন গঙ্গোপাধ্যায় এবং স্বস্তিকা দত্তের সম্পর্কে। দু'জনের মধ্যে নাকি বাড়ছিল দুরত্ব।
advertisement
2/5
স্বস্তিকা নাকি চেষ্টা করেছিলেন তিন বছরের সম্পর্কটিকে বাঁচানোর। কিন্তু শেষমেশ সব চেষ্টাই বৃথা। পথ আলাদা হল দু'জনের। ভাঙল প্রেম। গায়ক এবং নায়িকার ঘনিষ্ঠ সূত্রে খবর এমনই। শোভন বা স্বস্তিকাকে ফোন করা হলেও তাঁরা উত্তর দেননি।
স্বস্তিকা নাকি চেষ্টা করেছিলেন তিন বছরের সম্পর্কটিকে বাঁচানোর। কিন্তু শেষমেশ সব চেষ্টাই বৃথা। পথ আলাদা হল দু'জনের। ভাঙল প্রেম। গায়ক এবং নায়িকার ঘনিষ্ঠ সূত্রে খবর এমনই। শোভন বা স্বস্তিকাকে ফোন করা হলেও তাঁরা উত্তর দেননি।
advertisement
3/5
নিন্দকেরা বলছিলেন, প্রাক্তন ইমনের প্রতি শোভনের দুর্বলতার কারণই নাকি তাঁর বর্তমান সম্পর্কের ভিত নারিয়ে দেয়। কিন্তু আদৌ কি তাই?
নিন্দকেরা বলছিলেন, প্রাক্তন ইমনের প্রতি শোভনের দুর্বলতার কারণই নাকি তাঁর বর্তমান সম্পর্কের ভিত নারিয়ে দেয়। কিন্তু আদৌ কি তাই?
advertisement
4/5
স্বস্তিকার ঘনিষ্ঠ সূত্রে খবর, শুধু ইমনের কারণে নয়, শোভন-স্বস্তিকার সম্পর্কে ভাঙনের অনুঘটক হিসেবে কাজ করেছে। শোনা যাচ্ছে, ব্যস্ততার কারণে স্বস্তিকাকে সময় দিচ্ছিলেন না শোভন। সেই কারণেই নাকি প্রেমের সুতো আলগা হচ্ছিল দু'জনের।
স্বস্তিকার ঘনিষ্ঠ সূত্রে খবর, শুধু ইমনের কারণে নয়, শোভন-স্বস্তিকার সম্পর্কে ভাঙনের অনুঘটক হিসেবে কাজ করেছে। শোনা যাচ্ছে, ব্যস্ততার কারণে স্বস্তিকাকে সময় দিচ্ছিলেন না শোভন। সেই কারণেই নাকি প্রেমের সুতো আলগা হচ্ছিল দু'জনের।
advertisement
5/5
তা ছাড়াও, শোভনের বেশ কিছু কাজকর্মে আপত্তি ছিল স্বস্তিকার। বোঝাপড়ার কমতি ছিল সম্পর্কে। তাই নাকি তিক্ততা বাড়াতে চাননি তাঁরা। অবশেষে আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন শোভন এবং স্বস্তিকা।
তা ছাড়াও, শোভনের বেশ কিছু কাজকর্মে আপত্তি ছিল স্বস্তিকার। বোঝাপড়ার কমতি ছিল সম্পর্কে। তাই নাকি তিক্ততা বাড়াতে চাননি তাঁরা। অবশেষে আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন শোভন এবং স্বস্তিকা।
advertisement
advertisement
advertisement