Shovan Ganguly-Swastika Dutta: বিচ্ছেদের পরেই বিরাট পদক্ষেপ! শোভন-স্বস্তিকার মধ্যে তিক্ততা কি এতই বেড়ে গেল

Last Updated:
Shovan Ganguly-Swastika Dutta: প্রেম নিয়ে কখনও রাখঢাক করেননি শোভন-স্বস্তিকা। নেটমাধ্যমেও নিজেদের সুন্দর মুহূর্তগুলি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিতেন তাঁরা।
1/6
তিন বছরের সম্পর্কে ইতি। আলাদা হয়েছে পথ। শোভন গঙ্গোপাধ্যায় এবং স্বস্তিকা দত্তের প্রেমের গল্প ফুরিয়েছে। শুরু হয়েছে ঠান্ডা লড়াই।
তিন বছরের সম্পর্কে ইতি। আলাদা হয়েছে পথ। শোভন গঙ্গোপাধ্যায় এবং স্বস্তিকা দত্তের প্রেমের গল্প ফুরিয়েছে। শুরু হয়েছে ঠান্ডা লড়াই।
advertisement
2/6
প্রেম নিয়ে কখনও রাখঢাক করেননি শোভন-স্বস্তিকা। নেটমাধ্যমেও নিজেদের সুন্দর মুহূর্তগুলি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিতেন তাঁরা। ঘুরতে যাওয়া হোক বা নিছক আড্ডা, সবেরই ছবি পাওয়া যেত তাঁদের ইনস্টাগ্রামে।
প্রেম নিয়ে কখনও রাখঢাক করেননি শোভন-স্বস্তিকা। নেটমাধ্যমেও নিজেদের সুন্দর মুহূর্তগুলি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিতেন তাঁরা। ঘুরতে যাওয়া হোক বা নিছক আড্ডা, সবেরই ছবি পাওয়া যেত তাঁদের ইনস্টাগ্রামে।
advertisement
3/6
সম্পর্কের সুতো ছিঁড়তেই কাটল তাল। একে অপরের সঙ্গে তোলা প্রায় সব ছবি নেটমাধ্যম থেকে মুছে দিলেন শোভন-স্বস্তিকা। অনেক খুঁজে হয়ত তাঁদের একসঙ্গে এক-দু'টি ছবি পাওয়া যেতে পারে।
সম্পর্কের সুতো ছিঁড়তেই কাটল তাল। একে অপরের সঙ্গে তোলা প্রায় সব ছবি নেটমাধ্যম থেকে মুছে দিলেন শোভন-স্বস্তিকা। অনেক খুঁজে হয়ত তাঁদের একসঙ্গে এক-দু'টি ছবি পাওয়া যেতে পারে।
advertisement
4/6
শুধু তাই নয়। ইতিমধ্যেই একে অপরকে আনফলোও করেছেন তাঁরা। অনেকেই মনে করছেন, বিচ্ছেদের পর বাড়তে থাকা তিক্ততার কারণেই এই পদক্ষেপ তাঁদের।
শুধু তাই নয়। ইতিমধ্যেই একে অপরকে আনফলোও করেছেন তাঁরা। অনেকেই মনে করছেন, বিচ্ছেদের পর বাড়তে থাকা তিক্ততার কারণেই এই পদক্ষেপ তাঁদের।
advertisement
5/6
শোনা যায়, শোভন-স্বস্তিকার সম্পর্কে ভাঙনের অনুঘটক হিসেবে কাজ করেছে একাধিক কারণ। শোনা যাচ্ছে, ব্যস্ততার কারণে স্বস্তিকাকে সময় দিচ্ছিলেন না শোভন। সেই কারণেই নাকি প্রেমের সুতো আলগা হচ্ছিল দু'জনের।
শোনা যায়, শোভন-স্বস্তিকার সম্পর্কে ভাঙনের অনুঘটক হিসেবে কাজ করেছে একাধিক কারণ। শোনা যাচ্ছে, ব্যস্ততার কারণে স্বস্তিকাকে সময় দিচ্ছিলেন না শোভন। সেই কারণেই নাকি প্রেমের সুতো আলগা হচ্ছিল দু'জনের।
advertisement
6/6
শোভন-স্বস্তিকার প্রেম ভাঙার কারণ নিয়ে জল্পনার শেষ নেই। তবে এ বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন দু'জনেই।
শোভন-স্বস্তিকার প্রেম ভাঙার কারণ নিয়ে জল্পনার শেষ নেই। তবে এ বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন দু'জনেই।
advertisement
advertisement
advertisement