একটি মাত্র ছবির জন্য আফশোসের শেষ ছিল না আসরানির, সানি লিওনি ছিলেন সেখানে... সারাজীবন অনুতপ্ত ছিলেন! কী সেই ছবি?
- Reported by:Trending Desk
- news18 bangla
- Published by:Rachana Majumder
Last Updated:
২০১৬ সালে পিটিআই-এর সঙ্গে এক আলাপচারিতায় আসরানি বলেছিলেন যে, তিনি কখনও কল্পনাও করেননি যে ছবিটি এমনভাবে দেখানো হবে।
advertisement
advertisement
বছরের পর বছর ধরে ছবিতে হাস্যরস কীভাবে পরিবর্তিত হয়েছে, তা তুলে ধরে তিনি আরও বলেন, “মেহমুদ সাহেব বলিউডে ডবল মিনিং সংলাপ ব্যবহার শুরু করেছিলেন। পরে অন্যরা এই ফর্মুলা ব্যবহার করার চেষ্টা করেছিলেন। সেই সময়ে এটি কেবল ডবল মিনিং সংলাপই ছিল, কিন্তু এখন এটি অশ্লীলতায় পরিণত হয়েছে। যা বাকি আছে তা হল পোশাক খুলে ফেলা।”
advertisement
advertisement
advertisement







