‘আমাদের অবশ্যই গ্রিনল্যান্ড প্রয়োজন...’, ট্রাম্পের বিরোধিতায় একযোগে বিবৃতি ইউরোপীয় রাষ্ট্রনেতাদের
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
ফ্রান্সের প্রেসিডেন্ট, জার্মানির চ্যান্সেলর, ইতালির প্রধানমন্ত্রী, পোল্যান্ডের প্রধানমন্ত্রী, স্পেনের প্রধানমন্ত্রী, ব্রিটেনের প্রধানমন্ত্রী এবং ডেনমার্কের প্রধানমন্ত্রীর একযোগে জারি করা বিবৃতিতে পরিষ্কার করে বলা হয়েছে, গ্রিনল্যান্ড সেখানকার মানুষের। এটা ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের জন্য এবং ডেনমার্ক ও গ্রিনল্যান্ড নিয়ে সিদ্ধান্ত শুধুমাত্র তারাই নিতে পারবে।
কারাকাস: ভেনেজুয়েলা পর্ব শেষ হতে না হতেই এবার ট্রাম্পের নজরে গ্রিনল্যান্ড! গ্রিনল্যান্ড কব্জা করতে মরিয়া হয়ে উঠেছেন মার্কিন প্রেসিডেন্ট ৷ বিশ্বের বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ড ৷ তার ‘প্রকৃত মালিক’ এবং ‘অভিভাবক’ হল ডেনমার্ক ৷ ভেনেজুয়েলা অভিযানে সাফল্য লাভের পর গত ৪ জানুয়ারি গ্রিনল্যান্ড নিয়ে সংবাদমাধ্যমের কাছে মুখ খোলেন ট্রাম্প। ওই সময় পারিষদবর্গের সঙ্গে প্রেসিডেন্টের বিশেষ বিমান ‘এয়ারফোর্স ওয়ানে’ ছিলেন তিনি। সেখান থেকে ট্রাম্প বলেন, ‘‘গ্রিনল্যান্ড আমাদের প্রয়োজন। এটা একটা কৌশলগত ব্যাপার। জাতীয় নিরাপত্তার স্বার্থেই দ্বীপটিতে আমাদের নিয়ন্ত্রণ থাকতে হবে। কারণ, ওর আশপাশে সর্ব ক্ষণ রাশিয়া ও চিনের জাহাজ ঘোরাফেরা করছে।’’ তাঁর ওই মন্তব্যের পরই পশ্চিম ইউরোপে নতুন করে শুরু হয় হইচই।
ফ্রান্সের প্রেসিডেন্ট, জার্মানির চ্যান্সেলর, ইতালির প্রধানমন্ত্রী, পোল্যান্ডের প্রধানমন্ত্রী, স্পেনের প্রধানমন্ত্রী, ব্রিটেনের প্রধানমন্ত্রী এবং ডেনমার্কের প্রধানমন্ত্রীর একযোগে জারি করা বিবৃতিতে পরিষ্কার করে বলা হয়েছে, ‘‘গ্রিনল্যান্ড সেখানকার মানুষের। এটা ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের জন্য এবং ডেনমার্ক ও গ্রিনল্যান্ড নিয়ে সিদ্ধান্ত শুধুমাত্র তারাই নিতে পারবে।’’ এই রাষ্ট্রনেতারা দাবি জানিয়েছেন যে, মার্কিন যুক্তরাষ্ট্র-সহ ন্যাটো মিত্রদের সঙ্গে সম্মিলিতভাবে সুমেরু অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
advertisement
advertisement
বিবৃতিতে আরও বলা হয়েছে, “NATO পরিষ্কার জানিয়েছে যে সুমেরু অঞ্চল অগ্রাধিকার এবং ইউরোপিয় মিত্ররা এগিয়ে আসছে। আমরা এবং অন্যান্য অনেক মিত্র দেশ উত্তর মেরুকে নিরাপদ রাখতে এবং প্রতিপক্ষকে প্রতিহত করতে আমাদের উপস্থিতি, কার্যক্রম এবং বিনিয়োগ বৃদ্ধি করেছি।”
advertisement
মরিয়া হয়ে উঠেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কারাকাসের কায়দায় সেখানেও সামরিক অভিযান চালাবে ওয়াশিংটন? এই নিয়ে জল্পনার মধ্যেই যুক্তরাষ্ট্রকে চরম হুঁশিয়ারি দিল বিশ্বের বৃহত্তম দ্বীপটির ‘প্রকৃত মালিক’ ডেনমার্ক। কোপেনহেগেনের রাজনৈতিক নেতৃত্বের সাফ কথা, ‘সবুজ দ্বীপে’ আগ্রাসনের অর্থ হল আমেরিকার সামরিক জোট নেটোর অবসান, যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধ (১৯৩৯-’৪৫) পরবর্তী স্থিতিশীল নিরাপত্তা ব্যবস্থাকেও ভেঙে চুরমার করে দেবে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 07, 2026 11:38 AM IST









