Shehnaaz Gill Interview: সেক্স এডুকেশন ক্লাসে ‘প্র্যাকটিক্যাল’ দেখতে চেয়েছিলেন, কী হয়েছিল সেদিন, বিস্তারিত বললেন অভিনেত্রী

Last Updated:
Shehnaaz Gill Interview: মানুষের যৌনতা চক্র যখন ক্লাসে পড়ানো হত, তখন ভীষণ উপভোগ করতেন তিনি, এ কথা বলেন শেহনাজ৷
1/6
কয়েকদিন আগেই ছবি মুক্তি পেয়েছে রকুলপ্রীত সিংয়ের ‘ছত্রিওয়ালি’৷ সেই ছবি নিয়ে কথা বলার সময়েই আশ্চর্য সব অতীত জীবনের কথা তুলে এনেছেন অন্য এক অভিনেত্রী৷ মূলত স্কুলে সেক্স এডুকেশন ক্লাসের বিষয়ে মত প্রকাশ করেছেন তিনি৷
কয়েকদিন আগেই ছবি মুক্তি পেয়েছে রকুলপ্রীত সিংয়ের ‘ছত্রিওয়ালি’৷ সেই ছবি নিয়ে কথা বলার সময়েই আশ্চর্য সব অতীত জীবনের কথা তুলে এনেছেন অন্য এক অভিনেত্রী৷ মূলত স্কুলে সেক্স এডুকেশন ক্লাসের বিষয়ে মত প্রকাশ করেছেন তিনি৷
advertisement
2/6
তাঁর নাম শেহনাজ গিল৷ তিনি বিস্তারিত এই বিষয়ে কথা বললেন একটি টক শো-তে৷ তাঁর সঞ্চালনায় ডেসি ভাইবস নামে একটি টক শো-তে অতিথি হিসাবে ছিলেন রকুলপ্রীত সিং৷ সেখানেই গর্ভপাত নিয়ে ও যৌন জীবন নিয়ে সাধারণ মানুষের ট্যাবুর কথা তুলে ধরলেন তাঁরা৷
তাঁর নাম শেহনাজ গিল৷ তিনি বিস্তারিত এই বিষয়ে কথা বললেন একটি টক শো-তে৷ তাঁর সঞ্চালনায় ডেসি ভাইবস নামে একটি টক শো-তে অতিথি হিসাবে ছিলেন রকুলপ্রীত সিং৷ সেখানেই গর্ভপাত নিয়ে ও যৌন জীবন নিয়ে সাধারণ মানুষের ট্যাবুর কথা তুলে ধরলেন তাঁরা৷
advertisement
3/6
মানুষের যৌনতা চক্র যখন ক্লাসে পড়ানো হত, তখন ভীষণ উপভোগ করতেন তিনি, এ কথা বলেন শেহনাজ৷ পাশাপাশি তিনি বলেন, এই কারণেই বিজ্ঞান বিষয়টিকে তিনি পছন্দ করতেন৷ যেই প্রজনন তন্ত্র পড়ানো শুরু হত, তিনি মন দিতেন৷
মানুষের যৌনতা চক্র যখন ক্লাসে পড়ানো হত, তখন ভীষণ উপভোগ করতেন তিনি, এ কথা বলেন শেহনাজ৷ পাশাপাশি তিনি বলেন, এই কারণেই বিজ্ঞান বিষয়টিকে তিনি পছন্দ করতেন৷ যেই প্রজনন তন্ত্র পড়ানো শুরু হত, তিনি মন দিতেন৷
advertisement
4/6
সেই সময়ে সেক্স এডুকেশনের অংশ পড়াচ্ছিলেন ওই ক্লাসের একজন শিক্ষিকা৷ তিনি পড়াচ্ছেন, আর তার মধ্যেই শেহনাজ উঠে দাঁড়িয়ে শিক্ষিকাকে বলেছিলেন, আচ্ছা, আমরা কি প্র্যাকটিক্যাল করে দেখতে পারি৷
সেই সময়ে সেক্স এডুকেশনের অংশ পড়াচ্ছিলেন ওই ক্লাসের একজন শিক্ষিকা৷ তিনি পড়াচ্ছেন, আর তার মধ্যেই শেহনাজ উঠে দাঁড়িয়ে শিক্ষিকাকে বলেছিলেন, আচ্ছা, আমরা কি প্র্যাকটিক্যাল করে দেখতে পারি৷
advertisement
5/6
ধমকে শেহনাজকে বসিয়ে দিয়েছিলেন শিক্ষিকা৷ আঠাশ বছরের শেহনাজ মনে করেন, যৌনতা বিষয়ক আলোচনা আরও অনেক বেশি সাধারণ হওয়া প্রয়োজন৷
ধমকে শেহনাজকে বসিয়ে দিয়েছিলেন শিক্ষিকা৷ আঠাশ বছরের শেহনাজ মনে করেন, যৌনতা বিষয়ক আলোচনা আরও অনেক বেশি সাধারণ হওয়া প্রয়োজন৷
advertisement
6/6
তিনি  আরও বলেন, ‘‘এ ভাবে শিক্ষিকা হয়ত ছাত্রকে বসিয়ে দিতে পারেন৷ কিন্তু এ ভাবে ধমকে কোনও কাজ হবে না৷ এই বিষয়ে শিক্ষা সাধারণ পড়ুয়াদের কাছে পৌঁছে দিতে পারলে অনেক বেশি কাজ হবে৷’
তিনি আরও বলেন, ‘‘এ ভাবে শিক্ষিকা হয়ত ছাত্রকে বসিয়ে দিতে পারেন৷ কিন্তু এ ভাবে ধমকে কোনও কাজ হবে না৷ এই বিষয়ে শিক্ষা সাধারণ পড়ুয়াদের কাছে পৌঁছে দিতে পারলে অনেক বেশি কাজ হবে৷’
advertisement
advertisement
advertisement