বিগ বস ১৫-র অন্যতম প্রতিযোগী অভিনেত্রী শমিতা শেট্টি। সম্প্রতি নিজের বোনের প্রশংসায় পঞ্চমুখ হলেন অভিনেত্রী শিল্পা শেট্টি। দুই বোনের মধ্যে মধুর সম্পর্ক সোশ্যাল মিডিয়ায় স্পষ্ট। বিগ বসের ঘরে শমিতাকে সমর্থন করছেন তার দিদি শিল্পা।
2/ 7
শিল্পা মনে করেন তার বোন শামিতা শেটি খুবই সাহসী এবং শক্তিশালী মনের মানুষ। শিল্পার কোথায় তার বোনকে অনেকেই ভুল বুঝছেন কারণ তিনি স্পষ্টবাদী।
3/ 7
বিগ বসের এই সিজনে শমিতা প্রবেশ করার আগে শিল্পা একটি ছবি পোস্ট করে তাকে শুভেচ্ছা জানিয়ে ছিলেন।
4/ 7
দিদি শিল্পা শেট্টির সঙ্গে ফারেব নামে এক ছবিতে কাজ করেছিলেন শমিতা শেট্টি।
5/ 7
জেহের ছবিতে ইমরান হাশমির বিপরীতে বিশেষ নজর কেড়েছিলেন শমিতা শেটি।
6/ 7
এছাড়াও তামিল তেলুগু ছবিতেও কাজ করেছেন অভিনেত্রী। কিন্তু তারপরে চলচ্চিত্রকে দুনিয়া থেকে বিরতি নিয়েছিলেন তিনি।
7/ 7
প্রসঙ্গত বিগবস ওটিটি-তে ফাইনালিস্ট ছিলেন শমিতা। সেখানেই অভিনেতা রাকেশ বাপাটের সঙ্গে সম্পর্কে জড়ান তিনি। এই মুহূর্তে তিনি বিগ বসে অন্যতম শক্তিশালী প্রতিযোগী।