Shaktirupenn: শক্তি রূপে শহর জুড়ে...প্রিমিয়ারে মন মাতালো ‘শক্তিরূপেণ’, সত্য উদঘাটনের নেপথ্য কথা শিহরিত করবে

Last Updated:
অভিনেত্রী বাসবদত্তা চট্টোপাধ্যায়কে এবার দেখা যাবে এক অন্য ভূমিকায় ৷ তাঁর সঙ্গে জুটি বাঁধছেন রেজওয়ান । সম্প্রতি হয়ে গেল সিরিজের স্পেশ্যাল প্রিমিয়ার ৷
1/9
অম্লান মজুমদারের লেখা ক্লিক ওয়েব অরিজিনালসে আসতে চলেছে সত্যি ঘটনার প্রেক্ষিতে আরেক রুদ্ধশ্বাস ওয়েব সিরিজ ‘শক্তিরুপেণ’। অভিনেত্রী বাসবদত্তা চট্টোপাধ্যায়কে এবার দেখা যাবে এক অন্য ভূমিকায় ৷ তাঁর সঙ্গে জুটি বাঁধছেন রেজওয়ান । সম্প্রতি হয়ে গেল সিরিজের স্পেশ্যাল প্রিমিয়ার ৷
অম্লান মজুমদারের লেখা ক্লিক ওয়েব অরিজিনালসে আসতে চলেছে সত্যি ঘটনার প্রেক্ষিতে আরেক রুদ্ধশ্বাস ওয়েব সিরিজ ‘শক্তিরুপেণ’। অভিনেত্রী বাসবদত্তা চট্টোপাধ্যায়কে এবার দেখা যাবে এক অন্য ভূমিকায় ৷ তাঁর সঙ্গে জুটি বাঁধছেন রেজওয়ান । সম্প্রতি হয়ে গেল সিরিজের স্পেশ্যাল প্রিমিয়ার ৷
advertisement
2/9
“সুটিয়া। আমাদের রাজ্যের ছোট্ট গ্রাম। ১৯৯৯ থেকে ২০০১, এই তিন বছরে এখানে ঘটে দুশোটা ধর্ষণ। শুধু ৪০ দিনে ৭৯টা ধর্ষণের রেকর্ড আছে এই গ্রামে।” খাতায়-কলমের তথ্য। বা বলা ভাল পরিসংখ্যান। এমনটাও নয় যে তার সঙ্গে আমরা পরিচিত নই। বরুণ বিশ্বাসের হত্যাকাণ্ডের সঙ্গে সঙ্গে সুটিয়া চলে এসেছিল খবরের শিরোনামে। কালের নিয়মে আবার মিলিয়েও যায়। এবার, সেই সুটিয়ার বাস্তব নিয়ে প্রকাশ্যে এল ‘শক্তিরূপেণ’।
“সুটিয়া। আমাদের রাজ্যের ছোট্ট গ্রাম। ১৯৯৯ থেকে ২০০১, এই তিন বছরে এখানে ঘটে দুশোটা ধর্ষণ। শুধু ৪০ দিনে ৭৯টা ধর্ষণের রেকর্ড আছে এই গ্রামে।” খাতায়-কলমের তথ্য। বা বলা ভাল পরিসংখ্যান। এমনটাও নয় যে তার সঙ্গে আমরা পরিচিত নই। বরুণ বিশ্বাসের হত্যাকাণ্ডের সঙ্গে সঙ্গে সুটিয়া চলে এসেছিল খবরের শিরোনামে। কালের নিয়মে আবার মিলিয়েও যায়। এবার, সেই সুটিয়ার বাস্তব নিয়ে প্রকাশ্যে এল ‘শক্তিরূপেণ’।
advertisement
3/9
সিরিজের ট্রেলারের শুরুতেই মনে ভয় ধরিয়ে দেয় একেবারে শুরুর পরিসংখ্যান সংক্রান্ত কথাগুলো। আসলে, কোনও ঘটনার ভুক্তভোগী কেউ যদি না হন বা চোখের সামনে না দেখেন, তাহলে তার গভীরতা উপলব্ধি করা সম্ভব নয়।
সিরিজের ট্রেলারের শুরুতেই মনে ভয় ধরিয়ে দেয় একেবারে শুরুর পরিসংখ্যান সংক্রান্ত কথাগুলো। আসলে, কোনও ঘটনার ভুক্তভোগী কেউ যদি না হন বা চোখের সামনে না দেখেন, তাহলে তার গভীরতা উপলব্ধি করা সম্ভব নয়।
advertisement
4/9
এই জায়গায় এসে ছবির অন্যতম কেন্দ্রীয় চরিত্র রিষান এবং দময়ন্তীর সঙ্গে খুব ভাল ভাবেই নিজেদের মিলিয়ে নিতে পারবেন দর্শক। রিষানের ছোট্ট বুটিক আছে বৈচি গ্রামে। সেখানকারই ডিজাইনার দময়ন্তী। ফুলিয়ার অনাদিবাবুর তাঁত ঘর থেকে কাপড় নিয়ে ফেরার পথেই তাঁরা ভয়ঙ্কর ঘটনার সম্মুখীন হন। ধীরে ধীরে অন্য দিকে বাঁক নেয় ঘটনা। ঘটতে থাকে একের পর এক খুন। আর তৈরি হয় নানা প্রশ্ন। কিন্তু সুটিয়ার কোনও অতীত কি এর সঙ্গে জড়িয়ে রয়েছে? সেই সব প্রশ্নের উত্তর পেতে দেখতে হবে সিরিজটি।
এই জায়গায় এসে ছবির অন্যতম কেন্দ্রীয় চরিত্র রিষান এবং দময়ন্তীর সঙ্গে খুব ভাল ভাবেই নিজেদের মিলিয়ে নিতে পারবেন দর্শক। রিষানের ছোট্ট বুটিক আছে বৈচি গ্রামে। সেখানকারই ডিজাইনার দময়ন্তী। ফুলিয়ার অনাদিবাবুর তাঁত ঘর থেকে কাপড় নিয়ে ফেরার পথেই তাঁরা ভয়ঙ্কর ঘটনার সম্মুখীন হন। ধীরে ধীরে অন্য দিকে বাঁক নেয় ঘটনা। ঘটতে থাকে একের পর এক খুন। আর তৈরি হয় নানা প্রশ্ন। কিন্তু সুটিয়ার কোনও অতীত কি এর সঙ্গে জড়িয়ে রয়েছে? সেই সব প্রশ্নের উত্তর পেতে দেখতে হবে সিরিজটি।
advertisement
5/9
সন্দেহ নেই, ‘শক্তিরূপেণ’ আমাদের বেশ কিছু অস্বস্তিকর প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেবে। চোখের সামনে অন্যায় ঘটতে দেখেও নিজেদের পরিণতির কথা ভেবে চুপ করে যাওয়া, ভিতরে কুরে কুরে মরা অপরাধবোধে, অবশেষে লড়াইয়ের সাহস জোগানো- মানবচরিত্রের এই যাত্রাপথ সুন্দরভাবে ফুটে উঠেছে এই ওয়েব সিরিজে ৷
সন্দেহ নেই, ‘শক্তিরূপেণ’ আমাদের বেশ কিছু অস্বস্তিকর প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেবে। চোখের সামনে অন্যায় ঘটতে দেখেও নিজেদের পরিণতির কথা ভেবে চুপ করে যাওয়া, ভিতরে কুরে কুরে মরা অপরাধবোধে, অবশেষে লড়াইয়ের সাহস জোগানো- মানবচরিত্রের এই যাত্রাপথ সুন্দরভাবে ফুটে উঠেছে এই ওয়েব সিরিজে ৷
advertisement
6/9
‘শক্তিরূপেণ’ ওয়েব সিরিজের কাহিনি, চিত্রনাট্য এবং সংলাপ লিখেছেন অম্লান মজুমদার। পরিচালনা করছেন সুরজিৎ (সাহেব) মুখোপাধ্যায়। সৃজনশীল পরিচালনা এবং প্রযোজনার দায়িত্বে রয়েছেন যথাক্রমে রাজদীপ ঘোষ এবং স্কাইপ্যান কমিউনিকেশনস।
‘শক্তিরূপেণ’ ওয়েব সিরিজের কাহিনি, চিত্রনাট্য এবং সংলাপ লিখেছেন অম্লান মজুমদার। পরিচালনা করছেন সুরজিৎ (সাহেব) মুখোপাধ্যায়। সৃজনশীল পরিচালনা এবং প্রযোজনার দায়িত্বে রয়েছেন যথাক্রমে রাজদীপ ঘোষ এবং স্কাইপ্যান কমিউনিকেশনস।
advertisement
7/9
তবে এই নতুন ওয়েব সিরিজে রয়েছে আরও একটি চমক। কারণ ‘শক্তিরূপেণ’-র জন্য প্রথম বারের জন্য জুটি বাঁধতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী বাসবদত্তা চট্টোপাধ্যায় এবং বাংলা টেলিদুনিয়ার জনপ্রিয় অভিনেতা নবাব রেজওয়ান।
তবে এই নতুন ওয়েব সিরিজে রয়েছে আরও একটি চমক। কারণ ‘শক্তিরূপেণ’-র জন্য প্রথম বারের জন্য জুটি বাঁধতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী বাসবদত্তা চট্টোপাধ্যায় এবং বাংলা টেলিদুনিয়ার জনপ্রিয় অভিনেতা নবাব রেজওয়ান।
advertisement
8/9
শক্তিরূপেণর প্রিমিয়ারে রানা বসু ঠাকুর, স্মরলিপি এবং পিঙ্কল নন্দী
শক্তিরূপেণর প্রিমিয়ারে রানা বসু ঠাকুর, স্মরলিপি এবং পিঙ্কল নন্দী
advertisement
9/9
বুদ্ধদেব ভট্টাচার্য এবং রাজদীপ ঘোষ
বুদ্ধদেব ভট্টাচার্য এবং রাজদীপ ঘোষ
advertisement
advertisement
advertisement