Shaktirupenn: শক্তি রূপে শহর জুড়ে...প্রিমিয়ারে মন মাতালো ‘শক্তিরূপেণ’, সত্য উদঘাটনের নেপথ্য কথা শিহরিত করবে
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
অভিনেত্রী বাসবদত্তা চট্টোপাধ্যায়কে এবার দেখা যাবে এক অন্য ভূমিকায় ৷ তাঁর সঙ্গে জুটি বাঁধছেন রেজওয়ান । সম্প্রতি হয়ে গেল সিরিজের স্পেশ্যাল প্রিমিয়ার ৷
advertisement
“সুটিয়া। আমাদের রাজ্যের ছোট্ট গ্রাম। ১৯৯৯ থেকে ২০০১, এই তিন বছরে এখানে ঘটে দুশোটা ধর্ষণ। শুধু ৪০ দিনে ৭৯টা ধর্ষণের রেকর্ড আছে এই গ্রামে।” খাতায়-কলমের তথ্য। বা বলা ভাল পরিসংখ্যান। এমনটাও নয় যে তার সঙ্গে আমরা পরিচিত নই। বরুণ বিশ্বাসের হত্যাকাণ্ডের সঙ্গে সঙ্গে সুটিয়া চলে এসেছিল খবরের শিরোনামে। কালের নিয়মে আবার মিলিয়েও যায়। এবার, সেই সুটিয়ার বাস্তব নিয়ে প্রকাশ্যে এল ‘শক্তিরূপেণ’।
advertisement
advertisement
এই জায়গায় এসে ছবির অন্যতম কেন্দ্রীয় চরিত্র রিষান এবং দময়ন্তীর সঙ্গে খুব ভাল ভাবেই নিজেদের মিলিয়ে নিতে পারবেন দর্শক। রিষানের ছোট্ট বুটিক আছে বৈচি গ্রামে। সেখানকারই ডিজাইনার দময়ন্তী। ফুলিয়ার অনাদিবাবুর তাঁত ঘর থেকে কাপড় নিয়ে ফেরার পথেই তাঁরা ভয়ঙ্কর ঘটনার সম্মুখীন হন। ধীরে ধীরে অন্য দিকে বাঁক নেয় ঘটনা। ঘটতে থাকে একের পর এক খুন। আর তৈরি হয় নানা প্রশ্ন। কিন্তু সুটিয়ার কোনও অতীত কি এর সঙ্গে জড়িয়ে রয়েছে? সেই সব প্রশ্নের উত্তর পেতে দেখতে হবে সিরিজটি।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement