Toofan: বাংলাদেশে রেকর্ড ব্যবসা! বিদেশেও ঝড় তুলছে 'তুফান', বক্স অফিসে উপচে পড়ছে ভাঁড়ার
- Published by:Sanchari Kar
- news18 bangla
Last Updated:
Toofan: পূর্বাভাস মিলেছিল আগেই। প্রকৃত অর্থেই বক্স অফিসে তুফান তুলল 'তুফান'। শাকিব খান এবং মিমি চক্রবর্তী অভিনীত ছবিটি ইতিমধ্যেই ব্লকবাস্টার তকমা পেয়ে গিয়েছে।
পূর্বাভাস মিলেছিল আগেই। প্রকৃত অর্থেই বক্স অফিসে তুফান তুলল 'তুফান'। শাকিব খান এবং মিমি চক্রবর্তী অভিনীত ছবিটি ইতিমধ্যেই ব্লকবাস্টার তকমা পেয়ে গিয়েছে।
advertisement
বাংলাদেশে ছবির অগ্রিম টিকিট বুকিং ছিল দেখার মতো। এমনকী দর্শকদের উন্মাদনা সামলাতে প্রেক্ষাগৃহে শোয়ের সংখ্যাও বাড়িয়ে দিতে হয়েছিল। ব্যবসার নিরিখে রায়হান রাফি পরিচালিত ছবিটি বাংলাদেশে পুরনো ছবির ব্যবসা ভেঙে এখনও সবচেয়ে বেশি টাকা আয় করেছে।
advertisement
অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডেও মুক্তি পেয়েছে 'তুফান'। বিদেশে বেশ কয়েকটি প্রেক্ষাগৃহে ইতিমধ্যেই সব টিকিট বিক্রি হয়ে গিয়েছে। দ্বিতীয় সপ্তাহের টিকিটও শীঘ্রই পাওয়া যাবে।
advertisement
রায়হান রাফি পরিচালিত ছবিতে যেন অন্য শাকিবের জন্ম। দীর্ঘ কেরিয়ারের চেনা ছক ভেঙে নিজেকে নতুন ভাবে গড়েছেন ৪৫-এর তারকা। মিমি চক্রবর্তীও নজর কেড়েছেন। দু'জনের রসায়ন নিয়েও আপাতত চর্চা কম নয়।
advertisement