Bollywood: শাহরুখের বাবা-মাকে কেউ চিনতেন না ঠিকই, কাকিমা ছিলেন অত্যন্ত জনপ্রিয়, লন্ডন থেকে সায়রা বানুর জন্য পাঠাতেন ওষুধ
- Published by:Pooja Basu
- trending-desk
- Written by:Trending Desk
Last Updated:
১১ ডিসেম্বর দিলীপ কুমারের ১০২ তম জন্মবার্ষিকী। তাঁকে নিয়ে গল্পের শেষ নেই। এই সময়ের তারকারাও তাঁর নাম শুনলে শ্রদ্ধায় নত হন।
advertisement
advertisement
advertisement
শাহরুখের নিজের কথায়, “ভিনীত নামের একজন ছিলেন। চাঁদনী চকে ভিসিআর বিক্রি করতেন। পরে দুটো সিনেমায় অভিনয়ও করেছিলেন। সিনেমার প্রতি ভালবাসা ছিল খুব। সেই সূত্রেই আমাদের আলাপ, বন্ধুত্ব। মায়ের পায়ে সমস্যা ছিল। প্রতি রাতে আমি আর বোন ম্যাসাজ করে দিতাম, তারপর ভিসিআর চালিয়ে সিনেমা দেখতাম। এটাই ছিল আমাদের পারিবারিক রীতি। মায়ের প্রিয় নায়ক ছিলেন বিশ্বজিৎ। মায়ের মতে, ওঁকেই সবচেয়ে সুন্দর দেখতে। আর আমার প্রিয় ছিলেন দিলীপ কুমার। যখনই কোনও নতুন সিনেমা রিলিজ করত, আমি, মা আর বোন মিলে ভিসিআরে দেখতাম।”
advertisement
দিলীপ কুমারকে খুব ছোট থেকে চিনতেন শাহরুখ। মাঝেমধ্যে তাঁর বাড়িতেও যেতেন। আসলে শাহরুখের বাবা আর দিলীপ কুমার দিল্লির একই পাড়ায় থাকতেন। সেই সূত্রেই আলাপ। শহরুখ বলেন, “বাবা দিলীপ কুমারকে চিনতেন। দিল্লির একই গলিতে থাকতাম আমরা। ছোটবেলায় প্রায়ই তাঁর বাড়িতে যেতাম। সায়রাজির এসব মনে নেই। একসময় আমার কাকিমা লন্ডন থেকে তাঁর জন্য ওষুধ পাঠাতেন।”
advertisement
যৌবনে দিলীপ কুমারকে শাহরুখের মতো দেখতে ছিল? না কি শাহরুখকে দিলীপ কুমারের মতো? কিং খানের কথায়, “কয়েক বছর পরের কথা। তখন কেতন মেহতার সঙ্গে কাজ করছি। দিলীপ সাহাবের অফিসে গিয়ে দেখি, একটা ছবি। আমি চমকে গেলাম। ‘আরে, এ তো আমি’। দিলীপ সাহাবকে আমার মতো দেখতে লাগছিল, না কি আমাকে দিলীপ সাহাবের মতো! সিনেমার বাইরেও তাঁর সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বরাবর। দিলীপ সাহাব এবং সায়রাজি আমাকে নিজের ছেলের মতোই ভালবাসতেন।
advertisement