Bollywood Gossip: ১৬ বছর পর জব উই মেট ২-এর হাত ধরে ফিরছে শাহিদ-করিনা জুটি? এবার খোলসা করলেন পরিচালক ইমতিয়াজ

Last Updated:
২০০৭ সালে মুক্তি পেয়েছিল ইমতিয়াজ আলির ছবি ‘জব উই মেট’। বলিউডের ইতিহাসে রোমান্টিক ছবির মাইলস্টোন হয়ে থেকে গিয়েছে এই ছবি। জুটি হিসাবে সেই শেষ ছবি শাহিদ ও করিনার।
1/8
বাস্তবে সদ্য প্রেম ভেঙেছে। পর্দায় নতুন প্রেমের সূচনা। জীবনের বিরহের আঁচেই যেন আরও উষ্ণ হয়ে উঠেছিল কারিনা কাপুর এবং শাহিদ কাপুরের প্রেম। এদিকে সেই সময়েই একে অপরের থেকে দূরে সরছিলেন তারকারা।
বাস্তবে সদ্য প্রেম ভেঙেছে। পর্দায় নতুন প্রেমের সূচনা। জীবনের বিরহের আঁচেই যেন আরও উষ্ণ হয়ে উঠেছিল কারিনা কাপুর এবং শাহিদ কাপুরের প্রেম। এদিকে সেই সময়েই একে অপরের থেকে দূরে সরছিলেন তারকারা।
advertisement
2/8
২০০৭ সালে মুক্তি পেয়েছিল ইমতিয়াজ আলির ছবি ‘জব উই মেট’। বলিউডের ইতিহাসে রোমান্টিক ছবির মাইলস্টোন হয়ে থেকে গিয়েছে এই ছবি। জুটি হিসাবে সেই শেষ ছবি শাহিদ ও করিনার।
২০০৭ সালে মুক্তি পেয়েছিল ইমতিয়াজ আলির ছবি ‘জব উই মেট’। বলিউডের ইতিহাসে রোমান্টিক ছবির মাইলস্টোন হয়ে থেকে গিয়েছে এই ছবি। জুটি হিসাবে সেই শেষ ছবি শাহিদ ও করিনার।
advertisement
3/8
জব উই মেট’করিনা কাপুর খানের অভিনয় কেরিয়রে অন‍্যতম মাইলস্টোন। তবে সেই সময় করিনার নামের সঙ্গে খান পদবীটি যুক্ত হয়নি। তখন আরব সাগরের আকাশে বাতাসে কান পাতলে শোনা যেত শাহিদ কাপুর ও করিনা কাপুরের প্রেমকাহিনি। কেটে গিয়েছে এক যুগেরও বেশি সময়। এখনো সিনেপ্রেমীদের মনে একই রকম উজ্জ্বল গীত আদিত‍্যর সেদিনের পর্দার খুনসুটি আর মিষ্টি প্রেম। বিশেষ করে গীতের সংলাপগুলি তুমুল জনপ্রিয় হয়েছিল সে সময়।
জব উই মেট’করিনা কাপুর খানের অভিনয় কেরিয়রে অন‍্যতম মাইলস্টোন। তবে সেই সময় করিনার নামের সঙ্গে খান পদবীটি যুক্ত হয়নি। তখন আরব সাগরের আকাশে বাতাসে কান পাতলে শোনা যেত শাহিদ কাপুর ও করিনা কাপুরের প্রেমকাহিনি। কেটে গিয়েছে এক যুগেরও বেশি সময়। এখনো সিনেপ্রেমীদের মনে একই রকম উজ্জ্বল গীত আদিত‍্যর সেদিনের পর্দার খুনসুটি আর মিষ্টি প্রেম। বিশেষ করে গীতের সংলাপগুলি তুমুল জনপ্রিয় হয়েছিল সে সময়।
advertisement
4/8
সম্প্রতি শোনা গেল, এই ছবিরই দ্বিতীয় কিস্তি তৈরি হওয়া নিয়ে ভাবনাচিন্তা করছেন নির্মাতারা। খবর পেয়েই ‘যব উই মেট’-এর ভক্তরা আনন্দে আটখানা।
সম্প্রতি শোনা গেল, এই ছবিরই দ্বিতীয় কিস্তি তৈরি হওয়া নিয়ে ভাবনাচিন্তা করছেন নির্মাতারা। খবর পেয়েই ‘যব উই মেট’-এর ভক্তরা আনন্দে আটখানা।
advertisement
5/8
এও শোনা গিয়েছে, ‘যব উই মেট ২’-এর জন্যই দুই প্রাক্তন আবার এক হতে পারেন। গীতের ভূমিকায় ফের করিনা কাপুর খান এবং আদিত্যর ভূমিকায় শাহিদ কাপুরকেই দেখা যেতে পারে।
এও শোনা গিয়েছে, ‘যব উই মেট ২’-এর জন্যই দুই প্রাক্তন আবার এক হতে পারেন। গীতের ভূমিকায় ফের করিনা কাপুর খান এবং আদিত্যর ভূমিকায় শাহিদ কাপুরকেই দেখা যেতে পারে।
advertisement
6/8
শোনা গিয়েছে, রাজ মেহতা ‘গান্ধার ফিল্মস’-এর ব্যানারে এই ছবির দ্বিতীয় কিস্তি বানানোর কথা ভাবছেন। এবং ইমতিয়াজই পরের ছবিটির পরিচালনা করতে চলেছেন। যদিও এই খবরে শিলমোহর দেননি নির্মাতারা।
শোনা গিয়েছে, রাজ মেহতা ‘গান্ধার ফিল্মস’-এর ব্যানারে এই ছবির দ্বিতীয় কিস্তি বানানোর কথা ভাবছেন। এবং ইমতিয়াজই পরের ছবিটির পরিচালনা করতে চলেছেন। যদিও এই খবরে শিলমোহর দেননি নির্মাতারা।
advertisement
7/8
এই নিয়ে পরিচালক ইমতিয়াজ আলি জানান, তিনি ‘জব উই মেট ২’ ছবি নিয়ে কিছু জানেন না। কানাঘুষো তিনি নিজেও নাকি শুনেছেন। অবশ্য কোনও সম্ভাবনা উড়িয়ে দিতেও চাননি তিনি।
এই নিয়ে পরিচালক ইমতিয়াজ আলি জানান, তিনি ‘জব উই মেট ২’ ছবি নিয়ে কিছু জানেন না। কানাঘুষো তিনি নিজেও নাকি শুনেছেন। অবশ্য কোনও সম্ভাবনা উড়িয়ে দিতেও চাননি তিনি।
advertisement
8/8
 ২০০৭ সালে ইমতিয়াজ আলির অসাধারণ গল্প লেখার এবং বলার ভঙ্গিতে বক্স অফিসে হইহই পড়ে গিয়েছিল। ইমতিয়াজ হয়ে উঠেছিলেন আদ্যোপান্ত স্টোরিটেলার। পুরস্কার ও সম্মানে ভরে গিযেছিল এই ছবির ঝুলি। জব উই মেট ২ আসবে কিনা এই মুহূর্তে জানা নেই। তবে এলে যে মন্দ হবে না, তা বলাই বাহুল্য।
২০০৭ সালে ইমতিয়াজ আলির অসাধারণ গল্প লেখার এবং বলার ভঙ্গিতে বক্স অফিসে হইহই পড়ে গিয়েছিল। ইমতিয়াজ হয়ে উঠেছিলেন আদ্যোপান্ত স্টোরিটেলার। পুরস্কার ও সম্মানে ভরে গিযেছিল এই ছবির ঝুলি। জব উই মেট ২ আসবে কিনা এই মুহূর্তে জানা নেই। তবে এলে যে মন্দ হবে না, তা বলাই বাহুল্য।
advertisement
advertisement
advertisement