Shah Rukh Khan in Tiger 3: 'টাইগার ৩'-এ আবির্ভাব পাঠান-রূপী শাহরুখের! বাদশার ক্যামিওই যেন ছবির সেরা মুহূর্ত
- Published by:Sanchari Kar
- news18 bangla
Last Updated:
Shah Rukh Khan in Tiger 3: জল্পনা ছিল, সলমনের 'টাইগার ৩'-এ দেখা গেল পাঠান-রূপী শাহরুখকে। কয়েক মুহূর্তের জন্য হলেও তাঁর উপস্থিতি যেন আরও কিছু ধাপ এগিয়ে দিল ছবিটিকে।
স্পাই ইউনিভার্স তৈরি করছে যশরাজ ফিল্মস। টাইগার, পাঠান সেই দুনিয়ার দুই গুরুত্বপূর্ণ চরিত্র। তাদের একসঙ্গে পর্দায় প্রথম আবির্ভাব 'পাঠান'-এ। শাহরুখ খান এবং দীপিকা পাড়ুকোন অভিনীত অ্যাকশন-থ্রিলারে কয়েক মিনিটের জন্য দেখা যায় সলমন খানকে। দুই নায়কের যুগলবন্দি নজর কেড়েছিল দর্শকের। উস্কে দিয়েছিল নস্টালজিয়া।
advertisement
advertisement
advertisement
advertisement