Honeymoon Diary:ফাঁকা পকেটেই মধুচন্দ্রিমা! গৌরী-শাহরুখের হানিমুনের প্রথম রাত কেমন কেটেছিল, জানলে আতঁকে উঠবেন

Last Updated:
Honeymoon Diary: সকলের মতোই নিজের স্ত্রীকে বিয়ের পরে প্যারিসে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন শাহরুখ। কিন্তু টাকার অভাবে সেই প্রতিশ্রুতি পূরণ করতে পারেন নি কিং খান।
1/7
সালটা ১৯৯১, ২৫ অক্টোবর গৌরীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন বলিউডের বাদশা শাহরুখ খান। তাদের প্রেম থেকে পরিণতি সবকিছুই যেন সিনেমার মতো রঙিন।  শাহরুখের রঙিন জীবনের এমন একটা ঘটনা প্রকাশ্যে এসেছে, যা অনেকেই অজানা।
সালটা ১৯৯১, ২৫ অক্টোবর গৌরীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন বলিউডের বাদশা শাহরুখ খান। তাদের প্রেম থেকে পরিণতি সবকিছুই যেন সিনেমার মতো রঙিন। শাহরুখের রঙিন জীবনের এমন একটা ঘটনা প্রকাশ্যে এসেছে, যা অনেকেই অজানা।
advertisement
2/7
তিন দশকের বেশি কেরিয়ারে  নাম,যশ , খ্যাতি সবটাই নিজের দক্ষতায় অর্জন করেছেন  শাহরুখ খান৷ গোটা বিশ্বে কিং খানের জনপ্রিয়তা তুঙ্গে৷ তবে কেরিয়ারের শুরুটা খুবই কঠিন ছিল৷ লড়াই ও কঠোর পরিশ্রম ছিল নিত্যদিনের সঙ্গী৷
তিন দশকের বেশি কেরিয়ারে নাম,যশ , খ্যাতি সবটাই নিজের দক্ষতায় অর্জন করেছেন শাহরুখ খান৷ গোটা বিশ্বে কিং খানের জনপ্রিয়তা তুঙ্গে৷ তবে কেরিয়ারের শুরুটা খুবই কঠিন ছিল৷ লড়াই ও কঠোর পরিশ্রম ছিল নিত্যদিনের সঙ্গী৷
advertisement
3/7
অভিনয়ে তখনও সেভাবে জনপ্রিয়তা পাননি শাহরুখ৷ ভালবেসে গৌরীকে বিয়ে করে তার সমস্ত দায়িত্ব নিয়েছিলেন নিজের কাঁধেই৷ জানেন কি, বিয়ের পর মধুচন্দ্রিমায় কোথায় গিয়েছিলেন শাহরুখ ও গৌরী৷
অভিনয়ে তখনও সেভাবে জনপ্রিয়তা পাননি শাহরুখ৷ ভালবেসে গৌরীকে বিয়ে করে তার সমস্ত দায়িত্ব নিয়েছিলেন নিজের কাঁধেই৷ জানেন কি, বিয়ের পর মধুচন্দ্রিমায় কোথায় গিয়েছিলেন শাহরুখ ও গৌরী৷
advertisement
4/7
শাহরুখ-গৌরীর বিয়ের পর প্রথম হানিমুন ডায়েরির গোপন কথা ফাঁস করেছেন বাদশার সহ অভিনেতা৷ গৌরীকে বিয়ে করে সোজা দিল্লি থেকে  ছবির শুটিংয়ের জন্য রওনা দিয়েছিলেন শাহরুখ খান৷
শাহরুখ-গৌরীর বিয়ের পর প্রথম হানিমুন ডায়েরির গোপন কথা ফাঁস করেছেন বাদশার সহ অভিনেতা৷ গৌরীকে বিয়ে করে সোজা দিল্লি থেকে ছবির শুটিংয়ের জন্য রওনা দিয়েছিলেন শাহরুখ খান৷
advertisement
5/7
বলিউড বাদশা শাহরুখ খান তার স্ত্রী গৌরীকে বলেছিলেন বিয়ের পর তাকে প্যারিসে হানিমুনে নিয়ে যাবেন এবং আইফেল টাওয়ার-এর সামনে নিয়ে যাবেন।সকলের মতোই নিজের স্ত্রীকে বিয়ের পরে প্যারিসে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন শাহরুখ। কিন্তু টাকার অভাবে সেই প্রতিশ্রুতি পূরণ করতে পারেন নি কিং খান।
বলিউড বাদশা শাহরুখ খান তার স্ত্রী গৌরীকে বলেছিলেন বিয়ের পর তাকে প্যারিসে হানিমুনে নিয়ে যাবেন এবং আইফেল টাওয়ার-এর সামনে নিয়ে যাবেন।সকলের মতোই নিজের স্ত্রীকে বিয়ের পরে প্যারিসে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন শাহরুখ। কিন্তু টাকার অভাবে সেই প্রতিশ্রুতি পূরণ করতে পারেন নি কিং খান।
advertisement
6/7
'রাজু বন গয়া জেন্টলম্যান' ছবির শ্যুটিংয়ের জন্য দার্জিলিং গিয়েছিলেন শাহরুখ ও গোটা টিম। সঙ্গে নিয়েছিলেন স্ত্রী গৌরীকেও৷ প্যারিসের বদলে সেই দার্জিলিং-এ হানিমুনে সেরে ফেলেছিলেন গৌরী ও শাহরুখ। গৌরীকে মিথ্যে বলে প্রথম হানিমুনের সেইদিন আজও ভুলতে পারেননি শাহরুখ।
'রাজু বন গয়া জেন্টলম্যান' ছবির শ্যুটিংয়ের জন্য দার্জিলিং গিয়েছিলেন শাহরুখ ও গোটা টিম। সঙ্গে নিয়েছিলেন স্ত্রী গৌরীকেও৷ প্যারিসের বদলে সেই দার্জিলিং-এ হানিমুনে সেরে ফেলেছিলেন গৌরী ও শাহরুখ। গৌরীকে মিথ্যে বলে প্রথম হানিমুনের সেইদিন আজও ভুলতে পারেননি শাহরুখ।
advertisement
7/7
সোশ্যাল মিডিয়ায় শাহরুখ ও গৌরীর হানিমুনের  নস্টালজিক ছবি পোস্ট করেছেন বিবেক ভাস্বনি৷ যা নিমেষে ভাইরাল হয়েছে৷ সদ্য বিবাহিত জুটির চোখেমুখে আনন্দ দেখেই বোঝা যাচ্ছে পুরো টিমের সঙ্গে মধুচন্দ্রিমা চুটিয়ে উপভোগ করেছিলেন তারকা জুটি৷
সোশ্যাল মিডিয়ায় শাহরুখ ও গৌরীর হানিমুনের নস্টালজিক ছবি পোস্ট করেছেন বিবেক ভাস্বনি৷ যা নিমেষে ভাইরাল হয়েছে৷ সদ্য বিবাহিত জুটির চোখেমুখে আনন্দ দেখেই বোঝা যাচ্ছে পুরো টিমের সঙ্গে মধুচন্দ্রিমা চুটিয়ে উপভোগ করেছিলেন তারকা জুটি৷
advertisement
advertisement
advertisement