Dharmendra-Shabana kissing Scene: 'ধর্মেন্দ্রর মতো সুপুরুষকে কে না চাইবে চুমু খেতে'! মুখ খুলে চমকে দিলেন শাবানা

Last Updated:
Dharmendra-Shabana kissing Scene: শাবানা জানিয়েছেন, আমি কখনওই ভাবিনি চুম্বন দৃশ্য নিয়ে এতটা হৈ চৈ তৈরি হবে৷ তবে শুটিংয়ের সময় এটা নিয়ে কোনও সমস্যা হয়নি৷ দীর্ঘ এই কেরিয়ারে চুম্বন দৃশ্যে আমি অভিনয় করিনি৷ তবে ধর্মেন্দ্রর মতো সুপুরুষকে কে না চুম্বন করতে চাইবে৷
1/5
চলচ্চিত্র পরিচালক করণ জোহরের  রকি অউর রানি কি প্রেম কাহানি- ছবি নিয়ে ইতিমধ্যেই উত্তেজনা তুঙ্গে ভক্তদের৷ ছবির সবচেয়ে আলোচিত বিষয় হল ধর্মেন্দ্র ও  শাবানার চুম্বন দৃশ্য৷
চলচ্চিত্র পরিচালক করণ জোহরের রকি অউর রানি কি প্রেম কাহানি- ছবি নিয়ে ইতিমধ্যেই উত্তেজনা তুঙ্গে ভক্তদের৷ ছবির সবচেয়ে আলোচিত বিষয় হল ধর্মেন্দ্র ও শাবানার চুম্বন দৃশ্য৷
advertisement
2/5
 রকি অউর রানি কি প্রেম কাহানি ছবিতে এক অপরের হারিয়ে যাওয়া প্রেমিক- প্রেমিকার চরিত্রে দেখা গেছে তাঁদের৷  তবে এই বয়সে এসে পর্দায় শাবানাকে চুম্বন নিয়ে মুখ খুলে সকলকে চমকে দিয়েছেন বর্ষীয়ান অভিনেতা৷ এবার চুম্বন দৃশ্য নিয়ে মুখ খুলেছেন শাবানা আজমি৷
রকি অউর রানি কি প্রেম কাহানি ছবিতে এক অপরের হারিয়ে যাওয়া প্রেমিক- প্রেমিকার চরিত্রে দেখা গেছে তাঁদের৷ তবে এই বয়সে এসে পর্দায় শাবানাকে চুম্বন নিয়ে মুখ খুলে সকলকে চমকে দিয়েছেন বর্ষীয়ান অভিনেতা৷ এবার চুম্বন দৃশ্য নিয়ে মুখ খুলেছেন শাবানা আজমি৷
advertisement
3/5
 শাবানা জানিয়েছেন,  আমি কখনওই ভাবিনি চুম্বন দৃশ্য নিয়ে এতটা হৈ চৈ তৈরি হবে৷ তবে শুটিংয়ের সময় এটা নিয়ে কোনও সমস্যা হয়নি৷ দীর্ঘ এই কেরিয়ারে চুম্বন দৃশ্যে আমি অভিনয় করিনি৷ তবে ধর্মেন্দ্রর মতো সুপুরুষকে কে না চুম্বন করতে  চাইবে৷
শাবানা জানিয়েছেন, আমি কখনওই ভাবিনি চুম্বন দৃশ্য নিয়ে এতটা হৈ চৈ তৈরি হবে৷ তবে শুটিংয়ের সময় এটা নিয়ে কোনও সমস্যা হয়নি৷ দীর্ঘ এই কেরিয়ারে চুম্বন দৃশ্যে আমি অভিনয় করিনি৷ তবে ধর্মেন্দ্রর মতো সুপুরুষকে কে না চুম্বন করতে চাইবে৷
advertisement
4/5
 সাক্ষাৎকারে শাবানা আজমি জানিয়েছেন স্বামী জাভেদ আখতার ধর্মেন্দ্রর সঙ্গে চুম্বন নিয়ে  প্রতিক্রিয়া জানিয়েছেন৷ তিনি বলেন, এই বিষয়ে ওনার কিছু যায় আসে না৷ তবে যে বিষয়টি আমার সম্পর্কে প্রভাব ফেলেছিল  তা হল আমার উচ্ছৃঙ্খল আচরণ৷
সাক্ষাৎকারে শাবানা আজমি জানিয়েছেন স্বামী জাভেদ আখতার ধর্মেন্দ্রর সঙ্গে চুম্বন নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন৷ তিনি বলেন, এই বিষয়ে ওনার কিছু যায় আসে না৷ তবে যে বিষয়টি আমার সম্পর্কে প্রভাব ফেলেছিল তা হল আমার উচ্ছৃঙ্খল আচরণ৷
advertisement
5/5
শাবানা আরও বলেন,পুরো ফিল্ম জুড়ে আমি হাততালি, শিস, উল্লাস আর চিৎকার করছিলাম। আমি উত্তেজনায় পাগল হয়ে গিয়েছিলাম। যা তাকে বিরক্ত করেছিল৷
শাবানা আরও বলেন,পুরো ফিল্ম জুড়ে আমি হাততালি, শিস, উল্লাস আর চিৎকার করছিলাম। আমি উত্তেজনায় পাগল হয়ে গিয়েছিলাম। যা তাকে বিরক্ত করেছিল৷
advertisement
advertisement
advertisement