মাত্র ১৫ কোটি টাকা বাজেটে তৈরি এই ছবি আয় করেছিল ৯৬৫ কোটি! দুর্দান্ত অভিনয়ে চমকে দিয়েছিলেন এই অভিনেত্রীও
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
India's highest grossing film: আমির খান প্রযোজিত ওই ছবির প্রধান নায়িকা ছিলেন জায়রা ওয়াসিম। ছবিটি করার সময় তাঁর বয়স ছিল মাত্র ১৫ বছর।
ভারতীয় ফিল্মের দুনিয়ার বড় বাজেটের সফল ছবির কথা উঠলে প্রথমেই মাথায় আসবে ‘বাহুবলী’, ‘পাঠান’, ‘জওয়ান’, ‘আরআরআর’ এবং ‘কেজিএফ’-এর মতো ছবির কথা। গোটা বিশ্বে এই ছবিগুলি ১০০০ কোটি টাকা আয় করেছে। ফলে সর্বকালের সর্বোচ্চ আয়কারী ভারতীয় ছবির তকমাও লাভ করতে সক্ষম হয়েছে। আর প্রত্যেকটি ছবির মধ্যে কয়েকটা সাদৃশ্যও রয়েছে। যেমন- মেগা-বাজেট, বড় স্কেলের অ্যাকশন দৃশ্য ইত্যাদি।
advertisement
তবে বিদেশের বক্স অফিসে এই সমস্ত ছবিকে পিছনে ফেলে দিয়েছে অন্য একটি ফিল্ম। আর মজার বিষয় হল, ওই ছবিতে তেমন বড় কোনও তারকাও নেই। তা সত্ত্বেও ছবিটি বক্স অফিসে দাগ কাটতে সফল হয়েছে। আমির খান প্রযোজিত ওই ছবির প্রধান নায়িকা ছিলেন জায়রা ওয়াসিম। ছবিটি করার সময় তাঁর বয়স ছিল মাত্র ১৫ বছর। যদিও এই ছবিটি করার পরেই রুপোলি দুনিয়াকে বিদায় জানিয়েছিলেন অভিনেত্রী। তবে তাঁর সেরা অভিনয় ভক্তদের মনের মণিকোঠায় চিরকাল রয়ে যাবে।
advertisement
শুধু আমাদের দেশেই ছবিটি আয় করেছে ৫০ কোটি টাকা। তবে বিদেশে আরও বিশেষ করে চিনে সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে এই ছবিটি। এতক্ষণে নিশ্চয়ই সকলেই বুঝে গিয়েছেন কোন ছবির কথা বলা হচ্ছে। ঠিকই ধরেছেন, ‘সিক্রেট সুপারস্টার’ ছবির কথা এখানে বলা হচ্ছে। ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘সিক্রেট সুপারস্টার’ বিদেশ থেকে আয় করেছিল ১৪০ মিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় প্রায় ৮০০ কোটি টাকা। আর সবমিলিয়ে এই ছবিটি আয় করেছিল ৯৬৫ কোটি টাকা ৷
advertisement
‘দঙ্গল’-এর পরে এটাই দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী ছবি ছিল। আয়ের হিসেব দেখলে বোঝা যাবে যে, এই ছবি কিন্তু ‘বাহুবলী ২’, ‘জওয়ান’, ‘আরআরআর’ এবং ‘কেজিএফ ২’-এর তুলনায় অনেকটাই এগিয়ে থাকবে। মাত্র ১৫ কোটি টাকা বাজেটে তৈরি ‘সিক্রেট সুপারস্টার’ দেশের বাইরেই ৮০০ কোটি টাকা উপার্জন করেছে। অর্থাৎ বাজেটের তুলনায় এই ছবির আয় ১০ গুণ বেশি।
advertisement
সিক্রেট সুপারস্টার ছবিতে কিন্তু কোনও তাবড় তারকা নেই। তবে আমির খানের জনপ্রিয়তা এই ছবিকে সাফল্য পেতে দারুণ সাহায্য করেছিল। তবে ছবির বিষয়বস্তু কিংবা গল্প ছিল অসাধারণ। এমনকী ‘পিকে’, ‘থ্রি ইডিয়টস’, ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘সুলতান’ এবং ‘ধুম ৩’-র মতো মেগা হিট ছবিকেও পিছনে ফেলে দিয়ে বক্স অফিসে দুর্দান্ত ভাবে কামাল দেখিয়েছিল ‘সিক্রেট সুপারস্টার’।