Saurav Das-Darshana Banik Wedding: ভালবাসার হাত কাঁধে, গালভরা হাসি নবদম্পতির! রিসেপশনে অন্য মেজাজে ধরা দিলেন সৌরভ-দর্শনা

Last Updated:
সকলেই অপেক্ষায় ছিলেন বৌভাতের সন্ধ্যাবেলায় কেমন সাজবেন দর্শনা, তা দেখার জন্য। সেই ছবিও অভিনেত্রী নিজের ইস্ট্রাগ্রামে পোস্ট করেন।
1/8
১৫ ডিসেম্বর সাতপাকে বাঁধা পড়েছেন দর্শনা বণিক এবং সৌরভ দাস। বাইপাসের ধারে একটি ব্যাঙ্কোয়েটে বসেছিল তাঁদের বিয়ের আসর।
১৫ ডিসেম্বর সাতপাকে বাঁধা পড়েছেন দর্শনা বণিক এবং সৌরভ দাস। বাইপাসের ধারে একটি ব্যাঙ্কোয়েটে বসেছিল তাঁদের বিয়ের আসর।
advertisement
2/8
কাছের মানুষদের নিয়ে বিয়ের অনুষ্ঠান সারলেন সৌরভ-দর্শনার। তবে বিয়ের নানা মুহূর্তের ছবি তাঁরা শেয়ার করে নিয়েছেন স্যোশাল মিডিয়ায়।
কাছের মানুষদের নিয়ে বিয়ের অনুষ্ঠান সারলেন সৌরভ-দর্শনার। তবে বিয়ের নানা মুহূর্তের ছবি তাঁরা শেয়ার করে নিয়েছেন স্যোশাল মিডিয়ায়।
advertisement
3/8
অধিবাস থেকে গায়ে হলুদ সব সাজেই নজর কেড়েছেন দর্শনা। সঙ্গে মানানসই পোশাকে ধরা দিয়েছিলেন সৌরভ।
অধিবাস থেকে গায়ে হলুদ সব সাজেই নজর কেড়েছেন দর্শনা। সঙ্গে মানানসই পোশাকে ধরা দিয়েছিলেন সৌরভ।
advertisement
4/8
রুপোর কাজ করা লাল বেনারসি, সঙ্গে কপালে লাল টিপ ও চন্দনে বিশেষ দিনে বাঙালি কনের সাজে সেজে উঠেছিলেন অভিনেত্রী। গায়ে ছিল সোনার গয়না। অন্যদিকে, সাদা পাঞ্জাবি সঙ্গে ম্যাচিং করে লাল শালে নজর কেড়েছিলেন সৌরভও।
রুপোর কাজ করা লাল বেনারসি, সঙ্গে কপালে লাল টিপ ও চন্দনে বিশেষ দিনে বাঙালি কনের সাজে সেজে উঠেছিলেন অভিনেত্রী। গায়ে ছিল সোনার গয়না। অন্যদিকে, সাদা পাঞ্জাবি সঙ্গে ম্যাচিং করে লাল শালে নজর কেড়েছিলেন সৌরভও।
advertisement
5/8
স্বামী সৌরভের সঙ্গে শনিবার ভিন্টেজ রোলস রয়্যালসে করে দর্শনার শ্বশুর বাড়ি যাওয়ার ভিডিও রীতিমতো ভাইরাল।
স্বামী সৌরভের সঙ্গে শনিবার ভিন্টেজ রোলস রয়্যালসে করে দর্শনার শ্বশুর বাড়ি যাওয়ার ভিডিও রীতিমতো ভাইরাল।
advertisement
6/8
তবে শুধু এই ভিডিও নয়। দর্শনা-সৌরভের ভাত কাপড়ের অনুষ্ঠানে অভিনেত্রীর পা ছুঁলেন চমক দিলেন সৌরভও। তাঁর স্ত্রীকে সম্মান জানানোর জন্য দর্শনার পা ছুঁয়ে প্রণাম করলেন। কয়েক মুহূর্তের জন্য সকলে যেন চমকে উঠলেন। কিন্তু তাতে ছিল আনন্দের ছোঁয়া।
তবে শুধু এই ভিডিও নয়। দর্শনা-সৌরভের ভাত কাপড়ের অনুষ্ঠানে অভিনেত্রীর পা ছুঁলেন চমক দিলেন সৌরভও। তাঁর স্ত্রীকে সম্মান জানানোর জন্য দর্শনার পা ছুঁয়ে প্রণাম করলেন। কয়েক মুহূর্তের জন্য সকলে যেন চমকে উঠলেন। কিন্তু তাতে ছিল আনন্দের ছোঁয়া।
advertisement
7/8
সকলেই অপেক্ষায় ছিলেন বৌভাতের সন্ধ্যাবেলায় কেমন সাজবেন দর্শনা, তা দেখার জন্য। সেই ছবিও অভিনেত্রী নিজের ইস্ট্রাগ্রামে পোস্ট করেন।
সকলেই অপেক্ষায় ছিলেন বৌভাতের সন্ধ্যাবেলায় কেমন সাজবেন দর্শনা, তা দেখার জন্য। সেই ছবিও অভিনেত্রী নিজের ইস্ট্রাগ্রামে পোস্ট করেন।
advertisement
8/8
দর্শনার পরনে ছিল রানি রঙের বেনারসি সঙ্গে ম্যাচিং ব্লাউজ, সোনার গয়না। এই ছবি পোস্ট করে অভিনেত্রী লেখেন, 'বৌভাতের সন্ধ্যাবেলা।' অন্যদিকে সৌরভের পরনে ছিল সাদার উপর মাল্টিকালারের কাঁথা স্টিচ করা পঞ্জাবি।
দর্শনার পরনে ছিল রানি রঙের বেনারসি সঙ্গে ম্যাচিং ব্লাউজ, সোনার গয়না। এই ছবি পোস্ট করে অভিনেত্রী লেখেন, 'বৌভাতের সন্ধ্যাবেলা।' অন্যদিকে সৌরভের পরনে ছিল সাদার উপর মাল্টিকালারের কাঁথা স্টিচ করা পঞ্জাবি।
advertisement
advertisement
advertisement