Subhasree Marriage Ceremony: অবশেষে চারহাত এক! কোচিং-এর বন্ধুই এখন জীবনসঙ্গী, বিয়ে করলেন সারেগামাপার শুভশ্রী, সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যা

Last Updated:
গত ২০ ফেব্রুয়ারি সাতপাকে বাঁধা পড়লেন সারেগামাপা বিখ্যাত শুভশ্রী দেবনাথের। দুর্গাপুরের প্রেমকাহিনী অবশেষে পূর্ণতা পেল। চার হাত হল দুই জনের। গানের রিয়ালিটি শো সারেগামাপা-এর মঞ্চেই হাঁটু মুড়ে প্রপোজ করেছিলেন শুভজিৎ মুখোপাধ্যায়কে। অবশেষে শুভ বিবাহ সম্পন্ন হল লক্ষ্মীবারে।
1/5
 গত ২০ ফেব্রুয়ারি সাতপাকে বাঁধা পড়লেন সারেগামাপা বিখ্যাত শুভশ্রী দেবনাথের। দুর্গাপুরের প্রেমকাহিনী অবশেষে পূর্ণতা পেল। চার হাত হল দুই জনের। গানের রিয়ালিটি শো সারেগামাপা-এর মঞ্চেই হাঁটু মুড়ে প্রপোজ করেছিলেন শুভজিৎ মুখোপাধ্যায়কে। অবশেষে শুভ বিবাহ সম্পন্ন হল লক্ষ্মীবারে। (ছবি- ফেসবুক)
গত ২০ ফেব্রুয়ারি সাতপাকে বাঁধা পড়লেন সারেগামাপা বিখ্যাত শুভশ্রী দেবনাথের। দুর্গাপুরের প্রেমকাহিনী অবশেষে পূর্ণতা পেল। চার হাত হল দুই জনের। গানের রিয়ালিটি শো সারেগামাপা-এর মঞ্চেই হাঁটু মুড়ে প্রপোজ করেছিলেন শুভজিৎ মুখোপাধ্যায়কে। অবশেষে শুভ বিবাহ সম্পন্ন হল লক্ষ্মীবারে। (ছবি- ফেসবুক)
advertisement
2/5
 ওই দিন লাল বেনারসিতে সেজেছিলেন শুভশ্রী। সঙ্গে হাতে আলতা দিয়ে ছিল কলকা। সোনার গয়না এবং টোপরে ছিমছাম সাজ ছিল গায়িকার। বিয়ের ছবি সামনে আসতেই শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন তাঁর অনুগামীরা। (ছবি- ফেসবুক)
ওই দিন লাল বেনারসিতে সেজেছিলেন শুভশ্রী। সঙ্গে হাতে আলতা দিয়ে ছিল কলকা। সোনার গয়না এবং টোপরে ছিমছাম সাজ ছিল গায়িকার। বিয়ের ছবি সামনে আসতেই শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন তাঁর অনুগামীরা। (ছবি- ফেসবুক)
advertisement
3/5
 সারেগামাপা-তেই ধুমধাম করে আয়োজন করা হয়েছিল শুভশ্রী এবং শুভজিতের এনগেজমেন্ট এবং সংগীত। প্রেমিকার হাতে আংটি পরিয়ে দিয়েছিলেন হবু বর, কুমার শানু গান ধরেছিলেন, 'ধীরে ধীরে সে মেরি জিন্দেগি মে আনা...' সংগীতে পারফর্ম করেছিলেন উদিত নারায়ণ এবং কবিতা কৃষ্ণমূর্তি। (ছবি- ফেসবুক)
সারেগামাপা-তেই ধুমধাম করে আয়োজন করা হয়েছিল শুভশ্রী এবং শুভজিতের এনগেজমেন্ট এবং সংগীত। প্রেমিকার হাতে আংটি পরিয়ে দিয়েছিলেন হবু বর, কুমার শানু গান ধরেছিলেন, 'ধীরে ধীরে সে মেরি জিন্দেগি মে আনা...' সংগীতে পারফর্ম করেছিলেন উদিত নারায়ণ এবং কবিতা কৃষ্ণমূর্তি। (ছবি- ফেসবুক)
advertisement
4/5
 শুভশ্রী এর আগে এক সাক্ষাৎকারে সংবাদসংস্থাকে জানিয়েছিলেন যে, সারেগামাপার তাঁদের বিয়ে নিয়ে এত ধুমধাম হয়েছে। ঘনিষ্ঠ বন্ধুবান্ধব, পরিবার এবং কাছের মানুষদের নিয়েই তাই বিয়ের আয়োজন। আর সেটা দুজনের হোমটাউন দুর্গাপুরেই। (ছবি- ফেসবুক)
শুভশ্রী এর আগে এক সাক্ষাৎকারে সংবাদসংস্থাকে জানিয়েছিলেন যে, সারেগামাপার তাঁদের বিয়ে নিয়ে এত ধুমধাম হয়েছে। ঘনিষ্ঠ বন্ধুবান্ধব, পরিবার এবং কাছের মানুষদের নিয়েই তাই বিয়ের আয়োজন। আর সেটা দুজনের হোমটাউন দুর্গাপুরেই। (ছবি- ফেসবুক)
advertisement
5/5
 একটুর জন্য জাতীয় মঞ্চে সারেগামাপার ট্রফি জিততে পারেননি শুভশ্রী। দ্বিতীয় হন তিনি। তাঁর গানের সফরে শুধু পরিবার নন সঙ্গ দেন তাঁর শ্বশুরবাড়িও। এমনকি বউমা ট্রফি না পাওয়ায় মন খারাপ হয়েছিল শুভজিতের বাড়ির লোকেদের। (ছবি-ফেসবুক)
একটুর জন্য জাতীয় মঞ্চে সারেগামাপার ট্রফি জিততে পারেননি শুভশ্রী। দ্বিতীয় হন তিনি। তাঁর গানের সফরে শুধু পরিবার নন সঙ্গ দেন তাঁর শ্বশুরবাড়িও। এমনকি বউমা ট্রফি না পাওয়ায় মন খারাপ হয়েছিল শুভজিতের বাড়ির লোকেদের। (ছবি-ফেসবুক)
advertisement
advertisement
advertisement