কান চলচ্চিত্র উৎসব। বিশ্বের অন্যতম চর্চিত এবং মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসবগুলির মধ্যে অন্যতম। ১৬ মে থেকে ফ্রেঞ্চ রিভিয়েরায় বসে দেশ-বিদেশের বাছাই করা তাবড় সব ছবির প্রদর্শনী। সেখানে উপস্থিত ছিলেন অভিনেত্রী সারা আলি খানও। এ বছরই কানে অভিষেক হল পটৌডি পরিবারের কন্যার।
2/ 6
কান উৎসবে হাতেখড়িতেই তাক লাগালেন সারা। তাঁর পোশাকে রইল সাবেকিয়ানা এবং আভিজাত্যের ছোঁয়া। সইফ-কন্যার সাজে মুগ্ধ সকলেই।
3/ 6
গাউন বা শাড়ি নয়, কান উৎসবে লেহঙ্গা পড়ে হাজির হয়েছিলেন ২৭-এর অভিনেত্রী। লাল গালিচায় যখন হাঁটলেন, তাঁর আত্মবিশ্বাস নজর কাড়ল সকলের।
4/ 6
আইভরি লেহঙ্গায় সেজে উঠেছিলেন সারা। ভারী কাজের ব্লাউজ এবং মাথায় ওড়না নিয়ে তাক লাগালেন শর্মিলা ঠাকুরের নাতনি।
5/ 6
অল্প মেক আপ এবং মানানসই গয়না সারার সাজকে আরও সুন্দর করে তোলে। কানে দুল, হাতে ব্রেসলেট, এক প্রকার আড়ম্বরহীন ভাবেই সেজে ওঠেন অভিনেত্রী।
6/ 6
আবু জানি, সন্দীপ খোসলা এবং ডলি জৈনের ভাবনায় সেজে ওঠেন সারা। অভিনেত্রীর সাজপোশাকে মুগ্ধ নেটিজেনরাও। অভিনেত্রীকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তাঁরা।
Cannes Film Festival 2023 || Sara Ali Khan: চোখ ধাঁধানো লেহঙ্গা, মাথায় ওড়না! সাবেকি সাজে কানের লাল গালিচায় তাক লাগালেন সারা
কান চলচ্চিত্র উৎসব। বিশ্বের অন্যতম চর্চিত এবং মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসবগুলির মধ্যে অন্যতম। ১৬ মে থেকে ফ্রেঞ্চ রিভিয়েরায় বসে দেশ-বিদেশের বাছাই করা তাবড় সব ছবির প্রদর্শনী। সেখানে উপস্থিত ছিলেন অভিনেত্রী সারা আলি খানও। এ বছরই কানে অভিষেক হল পটৌডি পরিবারের কন্যার।