নগ্ন হয়ে ছবি তুললেন নায়ক ! ইন্টারনেটে তুলকালাম

Last Updated:
কী অবস্থা দেখুন, একদিকে রাখি সাওয়ান্ত বাথটবে শুয়ে ছবি দিলেন ৷ বিতর্কে উঠল ৷
1/6
কী অবস্থা দেখুন, একদিকে রাখি সাওয়ান্ত বাথটবে শুয়ে ছবি দিলেন ৷ বিতর্কে উঠল  ৷ আর এবার সেরকমই এক কাণ্ড করলেন টেলিভিশন ধারাবাহিকের নায়ক অঙ্গদ হাসিজা ৷
কী অবস্থা দেখুন, একদিকে রাখি সাওয়ান্ত বাথটবে শুয়ে ছবি দিলেন ৷ বিতর্কে উঠল ৷ আর এবার সেরকমই এক কাণ্ড করলেন টেলিভিশন ধারাবাহিকের নায়ক অঙ্গদ হাসিজা ৷
advertisement
2/6
হ্যাঁ, তিনিও ছবি দিলেন বাথটবের ৷ তবে রাখির থেকে একটু বেশিই সাহসী সেই ছবি ৷
হ্যাঁ, তিনিও ছবি দিলেন বাথটবের ৷ তবে রাখির থেকে একটু বেশিই সাহসী সেই ছবি ৷
advertisement
3/6
একেবারে নগ্ন অঙ্গদ ৷ ফেনা ভর্তি বাথটবে শুয়ে রয়েছেন ৷ ফেনা দিয়ে ঢাকা রয়েছে অঙ্গদের পুরুষাঙ্গ!  Photo: Instagram
একেবারে নগ্ন অঙ্গদ ৷ ফেনা ভর্তি বাথটবে শুয়ে রয়েছেন ৷ ফেনা দিয়ে ঢাকা রয়েছে অঙ্গদের পুরুষাঙ্গ! Photo: Instagram
advertisement
4/6
এই ছবি ইন্টারনেটে শেয়ার হতেই তুমুল আলোচনা শুরু ৷ তবে অভিনেতা অঙ্গদ এক ওয়েবসাইটকে জানিয়েছেন, ‘আমিই প্রথম অভিনেতা, যে ন্যুড ফটোশ্যুট করেছি ৷ আসলে আমি একটু লাজুক প্রকৃতির৷ এধরণের ফটোশ্যুট দেখে অনেকেই অবাক হয়েছেন ৷’ Photo: Instagram
এই ছবি ইন্টারনেটে শেয়ার হতেই তুমুল আলোচনা শুরু ৷ তবে অভিনেতা অঙ্গদ এক ওয়েবসাইটকে জানিয়েছেন, ‘আমিই প্রথম অভিনেতা, যে ন্যুড ফটোশ্যুট করেছি ৷ আসলে আমি একটু লাজুক প্রকৃতির৷ এধরণের ফটোশ্যুট দেখে অনেকেই অবাক হয়েছেন ৷’ Photo: Instagram
advertisement
5/6
 অঙ্গদ বললেন, ‘আমি ফ্যানদের বলব, এটা একটা এক্সপেরিমেন্ট ৷ আমর সঙ্গে থাকুন ৷ প্লিজ বিতর্ক করবেন না !’
অঙ্গদ বললেন, ‘আমি ফ্যানদের বলব, এটা একটা এক্সপেরিমেন্ট ৷ আমর সঙ্গে থাকুন ৷ প্লিজ বিতর্ক করবেন না !’
advertisement
6/6
 তবে নেটিজেনরা কিন্তু অঙ্গদের এই ছবি দেখে ইতিমধ্যেই বিতর্ক শুরু করেছেন ৷ এই ছবিকে সস্তার পাবলিসিটি বলে ব্যাখাও করেছেন ৷
তবে নেটিজেনরা কিন্তু অঙ্গদের এই ছবি দেখে ইতিমধ্যেই বিতর্ক শুরু করেছেন ৷ এই ছবিকে সস্তার পাবলিসিটি বলে ব্যাখাও করেছেন ৷
advertisement
advertisement
advertisement