Sandipta Sen Wedding: গায়ে লাগল হলুদ, উড়ল গোলাপের পাপড়ি, সাতপাকের আগে সন্দীপ্তার বিয়ের অন্দরমহলের ছবি ফাঁস

Last Updated:
Sandipta Sen Wedding: হলুদ শাড়ি পরেছিলেন সন্দীপ্তা। সৌম্যর পরনে হলুদ পাঞ্জাবী। গায়ে হলুদ দেওয়ার সময়ে দু’জনকে আলাদা আলাদা জায়গায় নিয়ে যাওয়া হয়। দুই বাড়িতেই রীতি মেনে অনুষ্ঠান পালন করা হয়।
1/8
টলি অভিনেত্রীর গায়ে হলুদের ছবি পাওয়া গেল বিয়ের কয়েক ঘণ্টা আগে। আজ, ৭ ডিসেম্বর, কয়েক ঘণ্টা বাদে চার হাত এক হবে তারকা যুগলের। সৌম্য মুখোপাধ্যায় এবং সন্দীপ্তা সেন।
টলি অভিনেত্রীর গায়ে হলুদের ছবি পাওয়া গেল বিয়ের কয়েক ঘণ্টা আগে। আজ, ৭ ডিসেম্বর, কয়েক ঘণ্টা বাদে চার হাত এক হবে তারকা যুগলের। সৌম্য মুখোপাধ্যায় এবং সন্দীপ্তা সেন।
advertisement
2/8
বাংলার ওটিটি প্ল্যটফর্মের চিফ অপারেটিং অফিসার এবং টলিউড অভিনেত্রীর হাই প্রোফাইল বিয়ে নিয়ে আজ সরগরম কলকাতা শহর। বিয়ের আসর বসছে পিসি চন্দ্র গার্ডেনসে।
বাংলার ওটিটি প্ল্যটফর্মের চিফ অপারেটিং অফিসার এবং টলিউড অভিনেত্রীর হাই প্রোফাইল বিয়ে নিয়ে আজ সরগরম কলকাতা শহর। বিয়ের আসর বসছে পিসি চন্দ্র গার্ডেনসে।
advertisement
3/8
আগেই হয়েছে বাগদান এবং রিং সেরিমনি৷ আংটি বদল হয়েছে তাঁদের৷ একেবার স্বপ্নের মতো ছিল সেই অনুষ্ঠান৷ সেই দিনের অনেক ছবি ও ভিডিও সামনে এসেছে৷
আগেই হয়েছে বাগদান এবং রিং সেরিমনি৷ আংটি বদল হয়েছে তাঁদের৷ একেবার স্বপ্নের মতো ছিল সেই অনুষ্ঠান৷ সেই দিনের অনেক ছবি ও ভিডিও সামনে এসেছে৷
advertisement
4/8
এবার অপেক্ষা গাঁটছড়ার। এবং নবদম্পতি রূপে কখন তিনি ছবি শেয়ার করবেন, তার অপেক্ষায় রয়েছেন সন্দীপ্তার ভক্তরা। তবে ইতিমধ্যে তাঁর বন্ধুদের প্রোফাইলে মিলেছে প্রাক বিবাহ অনুষ্ঠানের ছবিগুলি।
এবার অপেক্ষা গাঁটছড়ার। এবং নবদম্পতি রূপে কখন তিনি ছবি শেয়ার করবেন, তার অপেক্ষায় রয়েছেন সন্দীপ্তার ভক্তরা। তবে ইতিমধ্যে তাঁর বন্ধুদের প্রোফাইলে মিলেছে প্রাক বিবাহ অনুষ্ঠানের ছবিগুলি।
advertisement
5/8
বিয়ের আগের রাতে মা-বাবা আইবুড়ো ভাত খাইয়েছেন মেয়েকে। রকমারি খাবার দিয়ে সাজানো হয়েছিল থালা। আজ আবার সকাল থেকে হইহই শুরু।
বিয়ের আগের রাতে মা-বাবা আইবুড়ো ভাত খাইয়েছেন মেয়েকে। রকমারি খাবার দিয়ে সাজানো হয়েছিল থালা। আজ আবার সকাল থেকে হইহই শুরু।
advertisement
6/8
হলুদ শাড়ি পরেছিলেন সন্দীপ্তা। সৌম্যর পরনে হলুদ পাঞ্জাবী। গায়ে হলুদ দেওয়ার সময়ে দু’জনকে আলাদা আলাদা জায়গায় নিয়ে যাওয়া হয়। দুই বাড়িতেই রীতি মেনে অনুষ্ঠান পালন করা হয়।
হলুদ শাড়ি পরেছিলেন সন্দীপ্তা। সৌম্যর পরনে হলুদ পাঞ্জাবী। গায়ে হলুদ দেওয়ার সময়ে দু’জনকে আলাদা আলাদা জায়গায় নিয়ে যাওয়া হয়। দুই বাড়িতেই রীতি মেনে অনুষ্ঠান পালন করা হয়।
advertisement
7/8
গায়ে হলুদ মাখানোর সময়ে সন্দীপ্তার গায়ে ছিল লাল গামছা। সৌম্যকেও গায়ে হলুদের সময়ে লাল গামছা জড়িয়ে দেওয়া হয়েছে। শেষপর্বে গোলাপের লাল পাপড়ি উড়িয়ে রোমান্টিক করে তোলা হল অনুষ্ঠানটিকে।
গায়ে হলুদ মাখানোর সময়ে সন্দীপ্তার গায়ে ছিল লাল গামছা। সৌম্যকেও গায়ে হলুদের সময়ে লাল গামছা জড়িয়ে দেওয়া হয়েছে। শেষপর্বে গোলাপের লাল পাপড়ি উড়িয়ে রোমান্টিক করে তোলা হল অনুষ্ঠানটিকে।
advertisement
8/8
প্রয়োজনীয় ফোটো সেশনও হয়েছে গায়ে হলুদের আসরে। এবার শুরু হল বিয়ের অনুষ্ঠানের পর্ব। সন্ধ্যায় বিয়ের আসরে উপস্থিত হবে বর-কনে। আর কয়েক ঘণ্টার মধ্যেই সিঁথিতে সিঁদুর পরবেন সন্দীপ্তা।
প্রয়োজনীয় ফোটো সেশনও হয়েছে গায়ে হলুদের আসরে। এবার শুরু হল বিয়ের অনুষ্ঠানের পর্ব। সন্ধ্যায় বিয়ের আসরে উপস্থিত হবে বর-কনে। আর কয়েক ঘণ্টার মধ্যেই সিঁথিতে সিঁদুর পরবেন সন্দীপ্তা।
advertisement
advertisement
advertisement