যমজ সন্তানকে সবার সামনে নিয়ে এলেন সম্রাট-ময়না

Last Updated:
1/5
গত বছর নভেম্বর মাসে জীবনে নতুন দুই সদস্য আসেন অভিনেতা ও মডেল সম্রাট মুখোপাধ্যায় ও ময়না মুখোপাধ্যায়ের ৷ যমজ ছেলের মা-বাবা হন সম্রাট ও নয়না ৷ অবশেষে এবার নিজের সন্তানদের সবার সামনে নিয়ে এলেন সম্রাট ও ময়না ৷  Photo: Facebook
গত বছর নভেম্বর মাসে জীবনে নতুন দুই সদস্য আসেন অভিনেতা ও মডেল সম্রাট মুখোপাধ্যায় ও ময়না মুখোপাধ্যায়ের ৷ যমজ ছেলের মা-বাবা হন সম্রাট ও নয়না ৷ অবশেষে এবার নিজের সন্তানদের সবার সামনে নিয়ে এলেন সম্রাট ও ময়না ৷ Photo: Facebook
advertisement
2/5
এতদিন ছেলেদের ছবি কোনওভাবেই প্রকাশ্যে আনেননি সম্রাট ও ময়না ৷ তবে সম্প্রতি ঘটা দুই ছেলের অন্নপ্রশান অনুষ্ঠানের মধ্যে দিয়ে সবার সঙ্গে দুই ছেলের আলাপ করিয়ে দেন সম্রাট ও ময়না ৷
এতদিন ছেলেদের ছবি কোনওভাবেই প্রকাশ্যে আনেননি সম্রাট ও ময়না ৷ তবে সম্প্রতি ঘটা দুই ছেলের অন্নপ্রশান অনুষ্ঠানের মধ্যে দিয়ে সবার সঙ্গে দুই ছেলের আলাপ করিয়ে দেন সম্রাট ও ময়না ৷
advertisement
3/5
সম্রাট ও ময়না দুই ছেলের অন্নপ্রশানে প্রায় গোটা টলিউডকে নিমন্ত্রণ করেছিলেন ৷ সন্তানদের কোলে নিয়ে হাসিমুখে ছবিও তুললেন দম্পতি ৷
সম্রাট ও ময়না দুই ছেলের অন্নপ্রশানে প্রায় গোটা টলিউডকে নিমন্ত্রণ করেছিলেন ৷ সন্তানদের কোলে নিয়ে হাসিমুখে ছবিও তুললেন দম্পতি ৷
advertisement
4/5
সম্রাট ও ময়না দুই ছেলের নাম রেখেছেন সাগর ও সমুদ্র ৷ বউ কথা কও ধারাবাহিকে সাগর চরিত্রেই অভিনয় করে প্রশংসা কুড়িয়েছিলেন সম্রাট ৷ তাই এক ছেলের নাম সাগর রেখেছেন সম্রাট ৷
সম্রাট ও ময়না দুই ছেলের নাম রেখেছেন সাগর ও সমুদ্র ৷ বউ কথা কও ধারাবাহিকে সাগর চরিত্রেই অভিনয় করে প্রশংসা কুড়িয়েছিলেন সম্রাট ৷ তাই এক ছেলের নাম সাগর রেখেছেন সম্রাট ৷
advertisement
5/5
শুধু সম্রাট নয়, সম্রাটের স্ত্রীও বেশ পরিচিত মুখ ৷ মডেলিং থেকেই ময়না শুরু করেন কেরিয়ার ৷ খুব শীঘ্রই তাঁকে দেখা যাবে ধারাবাহিকেও ৷
শুধু সম্রাট নয়, সম্রাটের স্ত্রীও বেশ পরিচিত মুখ ৷ মডেলিং থেকেই ময়না শুরু করেন কেরিয়ার ৷ খুব শীঘ্রই তাঁকে দেখা যাবে ধারাবাহিকেও ৷
advertisement
advertisement
advertisement