Samantha Ruth Prabhu: সর্বনাশ! এ কী পোস্ট করলেন সামান্থা? অভিনেত্রীর অ্যাকাউন্ট কি হ্যাক হল?

Last Updated:
Samantha Ruth Prabhu: সাধারণত নিজের প্রোফাইল থেকে নিজের ব্যক্তিগত ছবি শেয়ার করেন অভিনেত্রী।
1/6
অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কি হ্যাক হয়ে গেল? সামান্থার অ্যাকাউন্ট থেকে এমনই এক পোস্ট হঠাৎ আপলোড হল যা দেখে নেটিজেনের চোখ চড়কগাছ। আর তার পরেই প্রশ্ন ওঠে তাহলে কি হ্যাক হল সামান্থার প্রোফাইল?
অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কি হ্যাক হয়ে গেল? সামান্থার অ্যাকাউন্ট থেকে এমনই এক পোস্ট হঠাৎ আপলোড হল যা দেখে নেটিজেনের চোখ চড়কগাছ। আর তার পরেই প্রশ্ন ওঠে তাহলে কি হ্যাক হল সামান্থার প্রোফাইল?
advertisement
2/6
সাধারণত নিজের প্রোফাইল থেকে নিজের ব্যক্তিগত ছবি শেয়ার করেন অভিনেত্রী। আবার কখনও ছবির সেট থেকেও বা কাজের ছবিও শেয়ার করেন। সেই জায়গায় হঠাৎ এমন ছবি দেখে অবাক নেটিজেন।
সাধারণত নিজের প্রোফাইল থেকে নিজের ব্যক্তিগত ছবি শেয়ার করেন অভিনেত্রী। আবার কখনও ছবির সেট থেকেও বা কাজের ছবিও শেয়ার করেন। সেই জায়গায় হঠাৎ এমন ছবি দেখে অবাক নেটিজেন।
advertisement
3/6
সামান্থার ডিজিটাল ম্যানেজার শেশাঙ্ক বিনেশ জানান, হ্যাক না হলেও কোনও একটি প্রযুক্তিগত সমস্যার জন্য সামান্থার প্রোফাইল থেকে এই ছবিটি শেয়ার হয়ে গিয়েছে।
সামান্থার ডিজিটাল ম্যানেজার শেশাঙ্ক বিনেশ জানান, হ্যাক না হলেও কোনও একটি প্রযুক্তিগত সমস্যার জন্য সামান্থার প্রোফাইল থেকে এই ছবিটি শেয়ার হয়ে গিয়েছে।
advertisement
4/6
সামান্থা শেশাঙ্কের সেই পোস্ট নিজে শেয়ার করেন। তাতে লেখা, প্রযুক্তিগত সমস্যার কারণে সামান্থার অ্যাকাউন্টে ক্রসপোস্ট হয়ে গিয়েছিল। আমরা বিষয়টি দেখছি এবং ইনস্টাগ্রামের সঙ্গেও কথা বলছি। এর জন্য কোনও ধরনের সংশয় তৈরি হয়ে থাকলে মার্জনা করবেন।
সামান্থা শেশাঙ্কের সেই পোস্ট নিজে শেয়ার করেন। তাতে লেখা, প্রযুক্তিগত সমস্যার কারণে সামান্থার অ্যাকাউন্টে ক্রসপোস্ট হয়ে গিয়েছিল। আমরা বিষয়টি দেখছি এবং ইনস্টাগ্রামের সঙ্গেও কথা বলছি। এর জন্য কোনও ধরনের সংশয় তৈরি হয়ে থাকলে মার্জনা করবেন।
advertisement
5/6
প্রসঙ্গত, সামান্থা অভিনীত ওহ বেবি ছবিটির তিন বছর পূর্ণ হল। তার জন্য এখন উদযাপন করছেন অভিনেত্রী। ছবিটিতে অভিনয় করেছিলেন নাগা সৌর্য ও লক্ষ্মীও।
প্রসঙ্গত, সামান্থা অভিনীত ওহ বেবি ছবিটির তিন বছর পূর্ণ হল। তার জন্য এখন উদযাপন করছেন অভিনেত্রী। ছবিটিতে অভিনয় করেছিলেন নাগা সৌর্য ও লক্ষ্মীও।
advertisement
6/6
আগামীতেও সামান্থার হাতে রয়েছে একাধিক ছবি। এই মুহূর্তে কুশি নামের একটি ছবি নিয়ে ব্যস্ত তিনি। তাঁর বিপরীতে আছেন বিজয় দেবেরাকোন্ডা। ২৩ ডিসেম্বর বড় পর্দায় ছবিটি মুক্তি পাবে।
আগামীতেও সামান্থার হাতে রয়েছে একাধিক ছবি। এই মুহূর্তে কুশি নামের একটি ছবি নিয়ে ব্যস্ত তিনি। তাঁর বিপরীতে আছেন বিজয় দেবেরাকোন্ডা। ২৩ ডিসেম্বর বড় পর্দায় ছবিটি মুক্তি পাবে।
advertisement
advertisement
advertisement