Aishwarya Rai Fake Love Story: কোনও প্রেম-টেম ছিল না, বিবেককে সলমনের বিরুদ্ধে বুদ্ধি খাটিয়ে 'ব্যবহার' করেন ঐশ্বর্য! পুরো যেন সিনেমার প্লট

Last Updated:
ঐশ্বর্য রাই এবং সলমন খান বিয়ে করতে চেয়েছিলেন, কিন্তু সলমনের অন্যান্য সম্পর্ক এবং দ্রুত বিয়ের ইচ্ছার কারণে ঐশ্বর্যের পরিবার খুশি ছিল না৷ ফন্দি করে বিবেককে বোকা বানান ঐশ্বর্য এবং সলমনের থেকে মুক্তি পান!
1/8
ঐশ্বর্য রাই এবং সলমন খানের জুটি তাদের ফ্যানদের খুব পছন্দ ছিল। যখন তাদের ব্রেকআপের খবর এল, তখন অনেকের মন ভেঙে গিয়েছিল। সেই সময় সলমন, ঐশ্বর্যর ব্রেকআপ এবং বিবেক, ঐশ্বর্য রাইয়ের প্রেমের কাহিনি ছিল একেবারে মুচমুচে খবর!
ঐশ্বর্য রাই এবং সলমন খানের জুটি তাদের ফ্যানদের খুব পছন্দ ছিল। যখন তাদের ব্রেকআপের খবর এল, তখন অনেকের মন ভেঙে গিয়েছিল। সেই সময় সলমন, ঐশ্বর্যর ব্রেকআপ এবং বিবেক, ঐশ্বর্য রাইয়ের প্রেমের কাহিনি ছিল একেবারে মুচমুচে খবর!
advertisement
2/8
সাংবাদিক হানিফ জাভেরির দাবি যে ঐশ্বর্য এবং সলমন সত্যিই বিয়ে করতে চেয়েছিলেন। আর বিবেক ওবেরয় এবং ঐশ্বর্য প্রেমের খবরটা মিথ্যা ছিল।
সাংবাদিক হানিফ জাভেরির দাবি যে ঐশ্বর্য এবং সলমন সত্যিই বিয়ে করতে চেয়েছিলেন। আর বিবেক ওবেরয় এবং ঐশ্বর্য প্রেমের খবরটা মিথ্যা ছিল।
advertisement
3/8
হানিফ জাভেরি 'মেরি সহেলি'র সঙ্গে পডকাস্টে বলেন, 'যেখানে ঐশ্বর্য রাই বা সলমন খানের কথা আসে, তাঁরা দুজনেই প্রেমে সিরিয়াস ছিলেন এবং তাঁরা চেয়েছিলেন বিয়ে করতে। কিন্তু কারণ সলমন খানের সঙ্গে অন্য হিরোইনদের সম্পর্ক ছিল৷ সোমি আলি, সঙ্গীতা বিজলানি ছিল তাঁর গার্লফ্রেন্ড হিসেবে। এই দেখে ঐশ্বর্যর মা-বাবা সলমন খানের সঙ্গে মেয়ের সম্পর্ক নিয়ে এতটা খুশি ছিলেন না।'
হানিফ জাভেরি 'মেরি সহেলি'র সঙ্গে পডকাস্টে বলেন, 'যেখানে ঐশ্বর্য রাই বা সলমন খানের কথা আসে, তাঁরা দুজনেই প্রেমে সিরিয়াস ছিলেন এবং তাঁরা চেয়েছিলেন বিয়ে করতে। কিন্তু কারণ সলমন খানের সঙ্গে অন্য হিরোইনদের সম্পর্ক ছিল৷ সোমি আলি, সঙ্গীতা বিজলানি ছিল তাঁর গার্লফ্রেন্ড হিসেবে। এই দেখে ঐশ্বর্যর মা-বাবা সলমন খানের সঙ্গে মেয়ের সম্পর্ক নিয়ে এতটা খুশি ছিলেন না।'
advertisement
4/8
হানিফ আরও বলেন, 'আর দ্বিতীয় কারণটি হল যে সলমন খান চেয়েছিলেন যে তাড়াতাড়ি বিয়ে হয়ে যাক এবং ঐশ্বর্য সেই সময় এত তাড়াতাড়ি বিয়ে করে সেটেল হতে চাননি। তারপর সেই সময় দু’জনের মধ্যে একটু মন কষাকষি হয়।
হানিফ আরও বলেন, 'আর দ্বিতীয় কারণটি হল যে সলমন খান চেয়েছিলেন যে তাড়াতাড়ি বিয়ে হয়ে যাক এবং ঐশ্বর্য সেই সময় এত তাড়াতাড়ি বিয়ে করে সেটেল হতে চাননি। তারপর সেই সময় দু’জনের মধ্যে একটু মন কষাকষি হয়।
advertisement
5/8
তারপর একদিন সলমন খান তার বিল্ডিংয়ে গিয়ে তার দরজায় জোরে জোরে ধাক্কা দেন, অনেক নাটক করেন, যার ফলে তার প্রতিবেশীরা তার বিরুদ্ধে মুখ খোলেন। এই বিষয়টি ঐশ্বর্যকে খুব কষ্ট দেয় এবং তিনি মনে করলেন যে এই সম্পর্ক তাঁর জন্য ঠিক হবে না এবং তিনি নিজেই পিছিয়ে যান।'
তারপর একদিন সলমন খান তার বিল্ডিংয়ে গিয়ে তার দরজায় জোরে জোরে ধাক্কা দেন, অনেক নাটক করেন, যার ফলে তার প্রতিবেশীরা তার বিরুদ্ধে মুখ খোলেন। এই বিষয়টি ঐশ্বর্যকে খুব কষ্ট দেয় এবং তিনি মনে করলেন যে এই সম্পর্ক তাঁর জন্য ঠিক হবে না এবং তিনি নিজেই পিছিয়ে যান।'
advertisement
6/8
হানিফ বিবেক এবং ঐশ্বর্য লিঙ্কআপ নিয়েও বলেন। তিনি বলেন, 'এরপর ঐশ্বর্য  রাইয়ের জীবনে বিবেক ওবেরয় এলেন, এটা পুরোপুরি মিথ্যে। ঐশ্বর্য রাইয়ের ফ্র্যাকচার হয়েছিল। তাই বিবেক ওবেরয় তাকে সাহায্য করছিলেন, হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন, হুইল চেয়ারে টানছিলেন। 
হানিফ বিবেক এবং ঐশ্বর্য লিঙ্কআপ নিয়েও বলেন। তিনি বলেন, 'এরপর ঐশ্বর্য  রাইয়ের জীবনে বিবেক ওবেরয় এলেন, এটা পুরোপুরি মিথ্যে। ঐশ্বর্য রাইয়ের ফ্র্যাকচার হয়েছিল। তাই বিবেক ওবেরয় তাকে সাহায্য করছিলেন, হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন, হুইল চেয়ারে টানছিলেন।
advertisement
7/8
ঐশ্বর্য রাই এবং সলমন খানের জুটি তাদের ফ্যানদের খুব পছন্দ ছিল। যখন তাদের ব্রেকআপের খবর এল, তখন অনেকের মন ভেঙে গিয়েছিল। সেই সময় সলমন, ঐশ্বর্যর ব্রেকআপ এবং বিবেক, ঐশ্বর্য রাইয়ের প্রেমের কাহিনি ছিল একেবারে মুচমুচে খবর!
ঐশ্বর্য রাই এবং সলমন খানের জুটি তাদের ফ্যানদের খুব পছন্দ ছিল। যখন তাদের ব্রেকআপের খবর এল, তখন অনেকের মন ভেঙে গিয়েছিল। সেই সময় সলমন, ঐশ্বর্যর ব্রেকআপ এবং বিবেক, ঐশ্বর্য রাইয়ের প্রেমের কাহিনি ছিল একেবারে মুচমুচে খবর!
advertisement
8/8
বিবেক গেছিলেন সাহায্য করতে৷ কিন্তু তিনি এভাবে নিজের বিপদ ডেকে আনেন৷
বিবেক গেছিলেন সাহায্য করতে৷ কিন্তু তিনি এভাবে নিজের বিপদ ডেকে আনেন৷
advertisement
advertisement
advertisement