Aishwarya Rai Fake Love Story: কোনও প্রেম-টেম ছিল না, বিবেককে সলমনের বিরুদ্ধে বুদ্ধি খাটিয়ে 'ব্যবহার' করেন ঐশ্বর্য! পুরো যেন সিনেমার প্লট
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
ঐশ্বর্য রাই এবং সলমন খান বিয়ে করতে চেয়েছিলেন, কিন্তু সলমনের অন্যান্য সম্পর্ক এবং দ্রুত বিয়ের ইচ্ছার কারণে ঐশ্বর্যের পরিবার খুশি ছিল না৷ ফন্দি করে বিবেককে বোকা বানান ঐশ্বর্য এবং সলমনের থেকে মুক্তি পান!
advertisement
advertisement
হানিফ জাভেরি 'মেরি সহেলি'র সঙ্গে পডকাস্টে বলেন, 'যেখানে ঐশ্বর্য রাই বা সলমন খানের কথা আসে, তাঁরা দুজনেই প্রেমে সিরিয়াস ছিলেন এবং তাঁরা চেয়েছিলেন বিয়ে করতে। কিন্তু কারণ সলমন খানের সঙ্গে অন্য হিরোইনদের সম্পর্ক ছিল৷ সোমি আলি, সঙ্গীতা বিজলানি ছিল তাঁর গার্লফ্রেন্ড হিসেবে। এই দেখে ঐশ্বর্যর মা-বাবা সলমন খানের সঙ্গে মেয়ের সম্পর্ক নিয়ে এতটা খুশি ছিলেন না।'
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement