সলিল চৌধুরীকে স্মরণ,কালির দোয়াত-কলম,বই,ক্যালেন্ডার প্রকাশ,সঙ্গীতানুষ্ঠান নানা মাধ্যমে উদযাপনের আয়োজন শহর জুড়ে
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
১৯ নভেম্বর ২০২৫-এর বিশেষ প্রকাশনা সলিল চৌধুরী মেমোরিয়াল কালেকশন — বেশ কয়েকজন খ্যাতিমান ব্যক্তির লেখা এবং কিংবদন্তির সঙ্গীত সৃষ্টির সম্পূর্ণ তালিকা সম্বলিত একটি সংকলন। অভিক চট্টোপাধ্যায় এবং সঞ্জয় সেনগুপ্ত দ্বারা সম্পাদিত। দেজ পাবলিশিং দ্বারা প্রকাশিত হবে।
কিংবদন্তি সুরকার, কবি এবং গীতিকার সলিল চৌধুরীর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে, আনন্দপুর সলিল চৌধুরী জন্মশতবার্ষিকী সোসাইটি (ASCBCS) গর্বের সঙ্গে "সাত রঙকে স্বপ্নে... স্বপ্ন রঙিন সলিল সঙ্গীত" শিরোনামে একটি গ্র্যান্ড ট্রিবিউট কনসার্ট উপস্থাপন করতে চলেছে আগামী ১৯ নভেম্বর, ২০২৫ কলকাতার কলামন্দির প্রেক্ষাগৃহে ,বিকেল ৫:০০ টা থেকে। নিবেদনে বোরোলিন।(file photo)
advertisement
advertisement
advertisement
advertisement
১৯ নভেম্বর শতবার্ষিকী শ্রদ্ধাঞ্জলি কনসার্টে মুম্বই এবং বাংলার বিখ্যাত সঙ্গীত শিল্পী, নৃত্যশিল্পী, সঙ্গীতজ্ঞ এবং সুরকারদের অনেকেই একত্রিত হবেন যথাকবিতা কৃষ্ণমূর্তি সুব্রামণিয়াম (মুম্বই), সুনীল কৌশিক (মুম্বই), শান্তনু মৈত্র (মুম্বই), মমতা শঙ্কর সহ মমতা শঙ্কর ডান্স কোম্পানি, হৈমন্তী শুক্লা, ঊষা উত্থুপ, শ্রীকান্ত আচার্য, শ্রীরাধা বন্দোপাধ্যায়, মনোময় ভট্টাচার্য, শুভমিতা বন্দ্যোপাধ্যায়, রূপঙ্কর বাগচী, লোপামুদ্রা মিত্র, জয়তী চক্রবর্তী, ইমান চক্রবর্তী, সৈকত মিত্র, স্বপন বসু, সুরধ্বনির ছাত্র -ছাত্রীদের সঙ্গে অন্তরা চৌধুরী, দীপান্বিতা চৌধুরী, গৌরব সরকার, কল্যাণ সেন বরাট (ক্যালকাটা কয়্যার ) এবং অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন দেবাশীষ বসু ও পরিতোষ সিনহা। কনসার্টটি কিংবদন্তি বেহালা বাদক এবং সুরকার ড. এল. সুব্রামানিয়ামের উপস্থিতি অন্যতম প্রাপ্তি।(file photo)
advertisement
advertisement
সলিল চৌধুরীর হাতের লেখা দ্বারা অনুপ্রাণিত একটি স্বাক্ষর সম্বলিত কলম এবং বিশেষ কালির বোতল, সুলেখা ইঙ্ক দ্বারা উন্মোচিত হবে। এএসসিবিসিএস দ্বারা কিংবদন্তির জীবনের বিভিন্ন পর্যায় চিত্রিত একটি শতবর্ষী ক্যালেন্ডারও উন্মোচন করা হবে। ১৩ নভেম্বর শ্যামসুন্দর কোং জুয়েলার্স প্রকাশ করবেন সলিল চৌধুরী স্মরণে স্বর্ণমুদ্রা। উপস্থিত থাকবেন অন্তরা চৌধুরী, শ্রীকান্ত আচার্য, কল্যাণ সেন বরাট , রূপক সাহা, কর্ণধার, শ্যাম সুন্দর কোং জুয়েলার্স। অন্তরা চৌধুরী জানান, "এই উদযাপনকে একটি অসাধারণ সাফল্যে পরিণত করতে এবং ভবিষ্যত প্রজন্মের কাছে সলিল সঙ্গীতের জাদু এগিয়ে নিয়ে যেতে আমরা আপনাদের আন্তরিক ভাবে পাশে চাইছি। "(file photo)
